PHP এর অ-আ-ক-খ [পর্ব-০২] : XAMPP

আলোচনা চলছিলো পিএইচপি নিয়ে। গত পর্বে প্রাথমিক আলোচনা করেছিলাম। যারা মিস করেছেন একবার ঘুরে আসুন ১ম পর্ব থেকে

আমি ধরে নিচ্ছি আপনি পিএইচপি শিখতে আগ্রহী। তাই ২য় পর্বটি পড়ছেন। যদিও আজকে খুব সংক্ষিপ্ত করছি তবে ধারাবাহিকভাবে আমি বেসিক
থেকে এডভান্স পর্যন্ত যাবো। আশা করি খুব শীঘ্রই পরবর্তী পর্ব লিখবো। আজকের লেখার সাথে একটা ভিডিও দেয়া হলো। নতুনরা লেখাটা পড়ার
পাশাপাশি ভিডিওটা অবশ্যই দেখে নিবেন। তো শুরু করা যাক।

ধাপ - ১ :
আমাদেরকে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো কালেক্ট করে নিতে হবে। পিএইচপি-র জন্য যেগুলো পিসিতে লাগবে। যেমন- এ্যাপাচি সার্ভার, পিএইচপি
প্রসেসর, মাইএসকিউএল ডাটাবেস সফটওয়্যার।

কীভাবে বা কোথেকে পাবো ?
কাজ করার জন্য আমাদের যে সফটওয়্যারগুলো দরকার তার মধ্য প্রথম হচ্ছে এ্যাপাচি সার্ভার, পিএইচপি প্রসেসর এবং মাইএসকিউএল ডাটাবেস
সফটওয়্যার। এগুলো কোনটার কি কাজ সেটা ১ম পর্বেই আলোচনা করা হয়েছে। এই সবগুলো সফটওয়্যার বা প্রোগ্রামগুলোকে একত্রে পেতে খুবই
সহজ উপায় হচ্ছে xampp ইন্সটল করা। কারণ xamp এ একসাথে সবগুলো সফটওয়্যার ইনস্টল হয়। এবং পরিচালনা করা যায়।
এই লিংক থেকে XAMPP ডাউনলোড করে নিন। এছাড়াও কোড এডিট করার জন্য আমাদের দরকার যে কোন একটা কোড এডিটর। সেটা নিয়ে পরের
পর্বে আলোচনা করবো।

 

ধাপ - ২ :

XAMPP ইন্সটল করা। ডাউনলোড করা ফোল্ডারটা এক্সট্রাক্ট করুন। এর জন্য যেকোন আনজিপার সফটওয়্যার ইউজ করতে পারেন।
ফোল্ডারের ভেতর xampp-win32-1.7.1-installer.exe ফাইলে ডাবল ক্লিক করে ইনস্টল করুন। ভালভাবে বুঝার জন্য ভিডিও দেখুন:

http://www.youtube.com/watch?v=wjIWfJaTp94

এবার চেক করে দেখুন লোকাল সার্ভার কাজ করছে কিনা?
তার জন্য যা করতে হবে: কম্পিউটারের যে কোন ব্রাউজারে গিয়ে এড্রেসবারে localhost লিখুন এবং এন্টার দিন। যদি এই ছবির (xampp page)
মত পেইজটি আসে তবে বুঝবেন আপনার পিএইচপি, মাইএসকিউএল এবং এ্যাপাচি সার্ভার কাজ করেছে।

 

পরবর্তী পর্বের জন্য সাথেই থাকুন।

ঘুরে আসতে পারেন আমাদের ফেইসবুক পেজ থেকে।

---

Level 0

আমি মাইসিস ইনিষ্টিটিউট অব আইটি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

চট্টগ্রামে আউটসোর্সিং ক্যারিয়ার স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষন প্রদানকারী অনেক পুরোনো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান মাইসিস ইনিষ্টিটিউট অব আইটি। বিস্তারিত জানতে ক্লিক করুন মাইসিসের ওয়েবসাইটে । আমাদের ওয়েবসাইটঃ http://misysinstitute.com ব্লগ: http://misysinstitute.com/blog/ ফ্রিল্যান্সিং টিপস সমৃদ্ধ ফ্যান পেইজঃ http://fb.me/MISYSInstituteOfIT


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thanks a lot of ., poroborti post ar opekhai roilam vai …….!!!

ভাই এইটা windows 8 এ কাজ করে না।

খুব ভালো লাগলো. ধন্যবাদ. ভালো web developer হতে হলে কতদিন সময় লাগতে পারে? বাজারে ৩-৪ মাসের যে
কোর্স গুলো আছে সে গুলো করলে কত টুকু শিকতে পারব? আমার ইচ্ছা odesk বা freelancer এ web developer হিসাবে কাজ করবো এ সব কোর্স করলে
কতটুকু সম্ভব. জানাবেন. ধন্যবাদ

vai amr xampp software setup korar age tha k amr wordpress e account khula chilo,tarpor ame theme customize korar jnno xampp software setup dilm but amr oi wordpress site te niche na,now amr wordpress site te xampp e add dibo ki vabe,vai plz hlp me.khub emergency