সহজে উত্তম আয়ের পথ চিতিকা(chitika)

অনলাইনে বিজ্ঞাপন নেটওয়ার্ক গুলির মধ্যে চিতিকা একটি।যারা ওয়েবসাইট/ব্লোগ পরিচালনা করে থাকেন তাদের প্রথম পছন্দ গুগলের এডসেন্স।কিন্তু এডসেন্স এপ্রুভ না হওয়া,সামান্য ভুলেই ব্যান হয়ে যাওয়া ইত্যাদি কারনে অনেকেই এডসেন্স ব্যবহার করতে পারেন না।তাই তারা বিকল্প পথের সন্ধান করে থাকেন।সেই পথটিই হচ্ছে চিতিকা।যারা চিতিকা সম্পর্কে ভাল জানেন তারা একবাক্যে বলে থাকেন‌‌ 'এডসেন্সের প্রধান বিকল্প chitika'
সত্যিই chitika এডসেন্সের প্রধান বিকল্প।আসুন জেনে নেই চিতিকা ব্যবহার করলে কি কি সুবিধা পাওয়া যাবে।

চিতিকা ডট কম(chitika.com) এর সুবিধাগুলি:

*তাদের এড তিন ধরনের টেক্ট,লিস্ট ও মোবাইল এড।
*চিতিকা এড সেটিংস থেকে মুলত টেক্ট/চিত্রভিত্তিক/টেক্ট ও চিত্রভিত্তিক তিনধরনের এড ব্যবহার করতে পারবেন।সাধারনত সিলভার মেম্বারদের জন্য টেক্ট এড বেশী দেখা যায়।
*চিতিকা টাকা দেয় ক্লিকপ্রতি অর্থাৎ ভিজিটর ক্লিক করলে টাকা পাবেন।
*চিতিকাতে দু-ধরনের মেম্বারশীপ হয়ে থাকে-সিলভার ও গোল্ড।আমেরিকার ভিজিটর বেশী হলে গোল্ড না হলে সিলভার।
*তাদের সদস্য হওয়া সবচেয়ে সোজা ওয়েবসাইট/ব্লোগ ভালভাবে তৈরি করুন,আট-দশটি পোস্ট রাখুন এবং তাদের সাইটে গিয়ে আবেদন করুন দেখবেন ২৪ ঘন্টায় তারা আপনাকে জানাবে তারা আপনাকে এপ্রুভ করেছে কিনা?
*তারা টাকা পাঠায় পে-পল অথবা চেক এর মাধ্যমে।পে-পলে নিম্নে দশ ডলার হলে উত্তোলন করা যায়।
*চিতিকা এবং এডসেন্স একই সাথে ব্যবহার করা যায়।কাজেই আপনার এডসেন্স থাকলেও আপনি ব্যবহার করতে পারবেন।
*চিতিকা মোবাইল এড চালু করেছে যার দৃষ্টান্ত খুবই কম।দিন যাচ্ছে মোবাইল ব্যবহারকারী বেড়েই চলেছে।
*তাদের এড সাইজ বিভিন্ন,এখানে পাবলিশাররা তাদের সুবিধামত এড সাইজ নির্বাচন করার সুবিধা পায়।
*চিতিকা আপনাকে দিচ্ছে রেফারেল আয়,তাই আপনার একসাথে দুই পাখি মারা হয়ে যাচ্ছে।
*তারা আপনার সাইটে সাথেসাথেই এড দেখাবে।
*আপনি নিজে নিজেই কোড ক্রিয়েট করতে পারবেন অর্থাৎ কোন ধরনের এড,কত সাইজের এড ইত্যাদি ইত্যাদি।
*যে কোন সমস্যায় তাদেরকে আপনি জানাতে পারেন।তারা সমাধান দেয়(আমি নিজেই তাদের সাথে ইমেইল যোগাযোগ রাখি)
এককথায় তারা প্রচুর সুবিধা দিয়ে থাকে।
চিতিকাতে আপনার একাউন্ট না থাকলে chitika.com এ গিয়ে একাউন্টের আবেদন করতে পারেন।

*প্রথম প্রকাশ bangla-tutor24

Level New

আমি জামিউল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

চিতিকার ক্ষেত্রে ব্লগ পোস্ট কি ইউনিক হওয়া জরুরি?

Level New

@rizvy69:না,তবে ইউনিক পোস্ট ব্লোগের মূল চালিকাশক্তি।

হুট করে একটা সাইট চোখে পরল – amaderad.com সম্ভবত ভালো কিছু, আমরা যারা Adsense এর অ্যাড না পেয়ে হতাশ, তাদের জন্য। তবে সাইটে মাত্র ১টা ছবি আছে। ইচ্ছে হলে দেখে আস্তে পারেন।

Level New

@ইমাম মোস্তফা:সাইটটি দেখলাম, দেখে নতুন মনে হল,নতুন সাইট সম্পর্কে মন্তব্য করা কষ্টকর।

Level 0

ভাই চিতিকা আমাকে এইখান থেকে এপ্রুভাল মেসেজ দিয়াছে। Chitika [email protected] via hubspot.com শঠীক কিনা জানাবেন?

Level New

@ofaruq08:সাধারনত [email protected] থেকে তাদের সার্ভিস সম্পর্কিত বিভিন্ন তথ্য পাঠায় এবং [email protected] থেকে নতুনদের এপ্রুভ করে।তবু আপনি লগিন করে দেখবেন যদি দেখেন লগিন করতে পেরেছেন বুঝবেন সঠিক।লগিন করতে পারবেন-https://publishers.chitika.com/

Level 0

আমি কিভাবে ট্যাক্স Tax Forms | W8BEN (Foreign Residents) ফিলাপ করব হেল্প করবেন? ধন্যবাদ

Level New

*ফর্ম এ দেয়া নিয়মানুযায়ী পূরন করার চেষ্টা করুন।
*ব্যর্থ হলে- http://support.chitika.com/customer/portal/articles/1013293-filling-out-the-tax-form
লিঙ্ক দেখে নিয়ে চেষ্ট করুন।
*এরপরও ব্যর্থ হলে।তাদের http://support.chitika.com/customer/portal/emails/new ইমেইল সাপোর্টে ইমেইলে সাহায্য নিতে পারেন।ধন্যবাদ।

Level New

ফ্রি ব্লগ সাইটে চিতিকার জন্য আবেদন করা যাবে কি?আমি যদি তাদেরকে আমার ব্লগে আমার পছন্দমত add দিতে বলি চিতিকা কি তাতে রাজি হবে?

Level New

আপনার ব্লোগ যদি গুগলের ব্লোগারে থাকে তবে আবেদন করতে পারবেন।
তারা তাদের পদ্ধতি অনুযায়ী আপনাকে এড দিবে, এ ক্ষেত্রে আপনার করার কিছু নেই।