যারা ব্লোগিং করেন তাদের টেমপ্লেটে অনেক সময় রিলেটেড পোস্ট গ্যাজেট থাকে না।রিলেটেড পোস্ট গ্যাজেট একটি ওয়েবসাইটের ভিজিটরকে প্রায় ১০% বেশি সময় ধরে রাখতে সক্ষম,কখনও তারও বেশী হয়ে থাকে।রিলেটেড পোস্ট গ্যাজেট হল কোন একটি পোস্টের শেষে এ পোস্ট সম্পর্কিত আরও পোস্ট এর লিংক দেখানো যাতে ভিজিটর এ বিষয়ে আরও জানতে পারে রিলেটেড পোস্ট এর এর মাধ্যমে।রিলেটেড পোস্ট গ্যাজেট একটি ওয়েবসাইটের লুক বাড়াতে সক্ষম।
যারা HTML কম জানেন তাদের জন্য রিলেটেড পোস্ট গ্যাজেট তৈরির একটি সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হল nRelete এর রিলেটেড পোস্ট গ্যাজেট ব্যবহার করা।এটিতে সব রকমের কাস্টমাইজ সুবিধা যুক্ত আছে।
nRelete এর মাধ্যমে রিলেটেড পোস্ট গ্যাজেট যুক্ত করার সুবিধা হল:
*এটি করতে HTML না জানলেও হবে।
*এটি সাধারন গ্যাজেটগুলির মতই তাই যুক্ত করতে কোন অসুবিধা নেই।
*প্রয়োজনে এটি যুক্ত করা যায় প্রয়োজন না থাকলে সাথেসাথেই রিমুভ করা যায়।
*এটাতে থাম্বনেইল ব্যবহারের সুযোগ আছে।
*আপনি কয়টি রিলেটেড পোস্ট দেখাবেন তা আপনি কাস্টমাইজ করতে পারবেন।
*রিলেটেড পোস্ট গ্যাজেটের লিংকগুলিতে আপনি আপনার ইচ্ছেমত শব্দ কম কিংবা বেশী দিতে পারবেন।
*থাম্বনেইল সাইজ,স্টাইল ইত্যাদি সব ধরনের পরিবর্তন আপনি করতে পারেন।।
*এছাড়াও আপনি এই গ্যাজেটি হোমপেজের দেখানো প্রতিটি পোস্টের সাথেও যুক্ত করবে পারবেন।
রিলেটেড পোস্ট গ্যাজেটটি যুক্ত করার নিয়ম:
*প্রথমে nRelete এ ক্লিক করুন।
*Create an account এ ক্লিক করুন।
*এবার তাদের রেজিষ্ট্রেশন ফর্ম ভালভাবে পূরন করে Sign up করুন।
*সাইন আপ ঠিকভাবে হয়ে গেলে লগ ইন করুন।
*এবার উপরের চিত্রের মত Install এ ক্লিক করুন।
*এবার আপনি কোন প্লাটফর্মে ব্লোগিং করেন তা নির্বাচন করুন(ব্লোগার/ওয়ার্ডপ্রেস ইত্যাদি)
*এরপর যে ফাকা বক্সটি পাবেন সেখানে আপনার ব্লোগ কিংবা ওয়েবসাইটের URL দিয়ে সাবমিট করুন।
*এবারের ধাপটি খুবই গুরুত্বপূর্ন-এখানে তিনটি অপশন এর মধ্যে
post only=স্বাভবিকভাবেই একটিপোস্টের নিচে রিলেটেড পোস্ট দেখতে পাবেন।
posts and homepage=হোমপেজের প্রতিটি পোস্ট এর নিচেও রিলেটেড পোস্ট দেখাবে।
all pages=সব পৃষ্টাতে দেখতে পাবেন।
আমি মনে করি শুধু post only দেওয়াই উত্তম।
*এবার উপরের চিত্রের মত Widget যুক্ত করুন বাটনে ক্লিক করুন।এবং গ্যাজেটটি লে আউটে আপনার পছন্দমত জায়গায় রাখতে পারেন,কাজ এ পর্যন্তই শেষ।
কাস্টমাইজেশন:
আপনি যদি কাস্টমাইজ করে কোনকিছু পরিবর্তন করতে চান তাহলে settings মেনুতে যান এরপর নির্দিষ্ট ওয়েবসাইট/ব্লোগ সেটিংসে যান এবং আপনার ইচ্ছেমত পরিবর্তন করুন।
প্রথম প্রকাশ বাংলা টিউটর২৪
আমি জামিউল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
(y)