আমরা সকলে ফেসবুকের লাইক বাটন এর সাথে পরিচিত।ফেসবুকের কোন বন্ধুর wall writing ভাল লেগেছে কিন্তু কমেন্ট করতে ইচ্ছে করছে না তখন আমরা লাইক বাটন ক্লিক করে জানিয়ে দিই যে তার wall writing ভাল লেগেছে।
আপনি চাইলে এখন থেকে এই লাইক বাটন আপনার ব্লগের পোষ্টের শুরুতে কিংবা শেষে কিংবা যেখানে ইচ্ছে লাগাতে পারেন।
যেভাবে করতে হবে:
১) ফেসবুক ডেভলপার এ যান।
২) Social Plugins এর কোডটি কপি করুন।
৩) কপি করা কোড পেষ্ট করে দিন আপনার ব্লগ পোষ্টের শুরুতে কিংবা শেষে কিংবা যেখানে ইচ্ছে।
৪) "http://example.com" এই অংশটুকুর পরিবর্তে আপনার ব্লগের url দিন।
৫) আপনার ইচ্ছে মত width:450px; height:80px পরিবর্তন করতে পারেন।
আমি সাজ্জাদবিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল টিউন কাজে লাগবে।