QuickBooks Accounting Software চেইন টিউটোরিয়াল [১ম-পর্ব] :: Basic Accounting

QuickBooks যেহেতু একটি Accounting Software তাই এই সফটওয়্যার নিয়ে আলোচনা করতে হলে Basic Accounting এর কিছু বিষয় চলে আসবেই। আমি এই টিউটোরিয়ালটিতে চেষ্টা করবো Accounting আলোচনাকে যতদূর সম্ভব এরিয়ে চলতে কারণ অনেক Non-Accounting লোকজনও এই সফটওয়্যাটি শিখতে খুবই আগ্রহী। তবে তারপরও কিছু Accounting আলোচনা করতে বাধ্য হচ্ছি। কারণ এইটুকু না করলে কিছু বিষয় বুঝতে অসুবিধা হতে পারে। তবে এখানে যারা Accounting এর ছাত্র তারা এই পর্বটি না পড়লেও চলবে।

আর যারা Non- Accounting Person তাদের জন্য ভালো খবর হচ্ছে তারা যদি এই পর্বটি না বুঝে থাকেন তাহলেও খুব একটা ক্ষতি হবে না। তবে বুঝতে পারলে অবশ্যই লাভ আছে। যাদের Accounting ভিত্তি মজবুত তারা এই সফটওয়্যারটি ভবিষ্যতে কোথাও Implement করতে পারবেন এবং Consultant হিসাবে কাজ করতে পারবেন। আর যদি Accounting  ভিত্তি দুর্বল হয় তাহলে QuickBooks Software টি শুধুমাত্র ভালোভাবে Operate করতে পারবেন। এখন সিদ্ধান্ত আপনার। সারাবিশ্বে QuickBooks এর ৫০ লক্ষ ব্যাবহারকারীর বেশিরভাগই Non-Accounting Person. এটা অবশ্যই আশাব্যন্জক ব্যাপার।

আসুন শুরু করা যাক:

লেনদেন কি?

লেনদেন হচ্ছে আর্থিক মানদন্ডে পরিমাপযোগ্য প্রতিটি ঘটনা যা সরাসরি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। যেমন: সম্পদ ক্রয়, বেতন প্রদান, অফিস ভাড়া প্রদান, পন্য ক্রয় ইত্যাদি। মূলত এই ঘটনা সমূহ রেকর্ড করা এবং এগুলোর ফলাফন নিয়ে আর্থিক রিপোর্টসমূহ প্রস্তুত করাই একজন একাউন্ট্যান্ট এর কাজ। আর এই কাজে কুইকবুকস বা এই জাতীয় সফটওয়্যারগুলো ব্যাবহার করা হয়।

লেনদেনকে বিশ্লেষণ করা:

একটি লেনদেনকে বিশ্লেষণ করলে এর মধ্যে দুইটি ইউনিট পাওয়া যায় যার দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কিছুটা হলেও পরিবর্তন হয়। এই ইউনিটগুলোকে হিসাব বা হিসাব খাত বলে। একটু সহজ করে বলি- একটি পরিবারের হিসাবখাত সমূহ হতে পারে এমন:

আয়ের খাত সমূহ:

বেতন বাবদ আয়

সঞ্চয় পত্রের সুদ হতে আয়

ব্যাবসা হতে আয়

অন্যান্য আয়

ব্যায়ের খাত সমূহ:

বাড়ীভাড়া

যাতায়াত খরচ

শিক্ষা খরচ

চিকিৎসা খরচ

বাজার খরচ

বিদ্যুৎ বিল

গ্যাস বিল

অন্যান্য খরচ

উপরোক্ত খাত সমূহের মতো একটি প্রতিষ্ঠানেরও হিসাবের খাত থাকে। রাষ্ট্রের হিসাবের খাত সমূহও প্রায় এরকমই হয়ে থাকে। শুধু হিসাব খাতের নামের ভিন্নতা থাকতে পারে মাত্র।

একটি লেনদেনকে বিশ্লেষণ করলে উপরোক্ত হিসাবখাত সমূহের মতো যে কোনও দুইটি হিসাব খাতের অস্তিত্ব পাওয়া যায়। (এই বিষয়ে বিস্তারিত জানতে HSC লেভেলের হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের প্রথম কয়েকটি অধ্যায় পড়তে পারেন। আর যারা ইংরেজীতে পড়তে চান তারা Weygandt Kimmel & Kieso এর বইটি পড়তে পারেন।)

 

হিসাবের শ্রেণী বিভাগ:

একটি হিসাবকে নিম্নোক্ত যে কোনও শ্রেণীতে ভাগ করা যায়:

Asset (সম্পদ) = প্রতিষ্ঠানের স্থাবর-অস্থাবর যে বস্তুসমূহ প্রতিষ্ঠানের অধিকারে রয়েছে সেই বস্তুসমূহ। যা বিক্রয় করে বা সমর্পণ করে অথবা আদায় করে দ্রুত নগদ টাকায় রুপান্তর করা সম্ভব। যেমন: নগদ টাকা, ব্যাংকে গচ্ছিত টাকা, ফিক্সড ডিপোজিট, মজুদ পণ্য, আসবাবপত্র, বিভিন্ন অফিস ইকুইপমেন্টস (যেমন: এয়ার কন্ডিশনার, ফটোকপি মেশিন, জেনারেটর ইত্যাদি), গাড়ী, জমি, কম্পিউটার, পণ্য উৎপাদনের কাজে ব্যাবহৃত মেশিনারী ইত্যাদি। এগুলো বিক্রয় করে দ্রুত নগদ টাকায় রুপান্তর করা সম্ভব।

আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ রয়েছে যা দৃশ্যমান নয় কিন্তু এর ব্যাপক গুরুত্ব রয়েছে - তা হচ্ছে বিভিন্ন কাষ্টমারের নিকট বকেয়া পাওনা। একে হিসাব বিজ্ঞানের ভাষায় Accounts Receivable বলে। ধারে বিক্রয়ের মাধ্যমে এই Accounts Receivable তৈরী হয় এবং কাষ্টমারের নিকট হতে সেই টাকা আদায়ের মাধ্যমে এর সমাপ্তি হয়। সাধারণত নিম্নলিখিত বিষয় সমূহ বিবেচনা করে একটি বস্তকে সম্পদ হিসেবে গণ্য করা যায়:

১. এটি প্রতিষ্ঠানে ব্যাবহারের উদ্যেশ্যে ক্রয় হবে।

২. এর একটি উল্লেখযোগ্য মূল্য থাকতে হবে (স্বল্পমূল্যের বস্তু সম্পদ হিসেবে বিবেচ্য নয়)।

৩. এটা দীর্ঘ সময় ব্যাবহার উপযোগী হতে হবে (১ বছরের অধিক কাল)।

৪. এটি খুব নিয়মিত ক্রয় করা হবে না। অর্থাৎ এটি প্রত্যেক মাসে বা কোয়ার্টারে অথবা প্রত্যেক বছর ক্রয় করা হবে এমন কোনও নিশ্চয়তা নেই।

এখন প্রশ্ন জাগতে পারে উপরোক্ত বিষয় সমূহ ছাড়াও আরও অনেক জিনিষ আছে যা বিক্রয় করে খুব দ্রুত নগদ টাকায় রুপান্তর করা সম্ভব। যেমন: ক্যালকুলেটর মেশিন, ষ্টেপলার মেশিন, বৈদ্যুতিক বাতি, কলম-পেন্সিল ইত্যাদি। আমরা কি এগুলোকে সম্পদ বলবো ? উত্তর হচ্ছে – না। আমরা এগুলোকে সম্পদ বলবো না। কারণ হিসাব বিজ্ঞানের ভাষায় কোনও বস্তুকে সম্পদ হিসেবে বিবেচনা করতে হলে সেই বস্তুর একটি উল্লেখযোগ্য মূল্য (Significant Value) থাকতে হবে। এই Significant ভ্যালু নির্ধারনের কোনও নির্দষ্ট Financial Amount নেই। একজন Accountant তার নিজস্ব বিচার বিবেচনা, এ সংক্রান্ত তার দেশের Accounting Practice, তার প্রতিষ্ঠানের আর্থিক নীতি (Financial Policy), আয়কর আইন ইত্যাদি বিবেচনা করে একটি বস্তুকে সম্পদ হিসেবে গণ্য করে।

কোনও বস্তুকে সম্পদ হিসাবে বিবেচনা করা হবে কি হবে না এটা Accountant দের একটি কমন মিসটেক। এটা  পৃথিবীর সব দেশের Accountant দের মধ্যেই বিদ্যমান। এই অংশে কোনও মিস কনসেপ্ট থাকাটা গ্রহণযোগ্য নয়। আরেকটু পরিষ্কার করে বলি-আরমান সাহেব একজন চাকুরিজীবি মানুষ। তার মাসিক বেতন ৩০,০০০ টাকা। তিনি গতমাসে নিম্নোক্ত খরচ করলেন:

বাড়ীভাড়া-১০,০০০ টাকা

খাবার খরচ-৬,০০০ টাকা

অন্যান্য খরচ-২,০০০ টাকা

টেলিভিশন ক্রয়- ১০,০০০ টাকা

উপরোক্ত তথ্যের ভিত্তিতে যদি কাউকে প্রশ্ন করা হয় গতমাসে আরমান সাহেবের আয় কত? খরচ কত? এবং লাভ কত? বেশীরভাগ মানুষ উত্তর দিবেন তার আয় ৩০,০০০ টাকা, খরচ (১০,০০০+৬,০০০+২,০০০+১০,০০০) = ২৮,০০০ টাকা এবং লাভ (৩০,০০০-২৮,০০০) = ২,০০০ টাকা।

কিন্তু একজন একাউন্ট্যান্ট উত্তর দিবে তার আয় ৩০,০০০ টাকা, খরচ (১০,০০০+৬,০০০+২,০০০) = ১৮,০০০ টাকা এবং লাভ (৩০,০০০-১৮,০০০) = ১২,০০০ টাকা। সে টেলিভিশন ক্রয়কে খরচ হিসেবে বিবেচনা করবে না। কারন টেলিভিশ ক্রয় করা আরমান সাহেবের নিয়মিত খরচ নয় অর্থাৎ তিনি প্রত্যেক মাসে বা কোয়ার্টারে বা বছরে টেলিভিন ক্রয় করেন না। তাই এটা তার খরচ নয় এটা তার সম্পদ ক্রয়। তাই মাসিক লাভ-লোকসান নির্ধারণে সম্পদ ক্রয় সংক্রান্ত খরচকে বিবেচনায় আনা হবে না। শুধুমাত্র তার নিয়মিত খরচ সমূহকেই খরচ হিসেবে বিবেচনা করা হবে।

Liability (দায়): কোনও ব্যাক্তি বা প্রতিষ্ঠানের নিকট হতে ধার গ্রহণ করা হলে বা ধারে কোনও পণ্য বা সেবা গ্রহণ করা হলে এবং তার মূল্য পরিশোধ না করা পর্যন্ত এটা প্রতিষ্ঠানের নিকট দায়। যেমন: ধারে পন্য ক্রয়, ঋণ গ্রহণ, বকেয়া বেতন, বকেয়া ভাড়া ইত্যাদি।

Equity (মূলধন): প্রতিষ্ঠানের মালিক কতৃক প্রতিষ্ঠানে সরবরাহকৃত অর্থ যা প্রতিষ্ঠান পরিচালনার কাজে ব্যাবহার করা হয়। মালিক তার প্রতিষ্ঠানে এই মূলধন বিভিন্নভাবে সরবরাহ করতে পারে। যেমন: নগদ টাকার মাধ্যমে, আসবাবপত্র, কম্পিউটারসহ বিভিন্ন স্থায়ী সম্পদ প্রদানের মাধ্যমে ইত্যাদি। মূলধনও এক প্রকার দায়।

Income (আয়): পণ্য বা সেবার বিক্রয় মূল্য। এই বিক্রয় নগদ টাকায় বা চেকের মাধ্যমে বা ধারে সংঘটিত হতে পারে। আয় এবং প্রাপ্তি এক জিনিষ নয়। যেমন: ধারে বিক্রয় করা হলো। এটা অবশ্যই এক ধরনের আয় কিন্তু এই ধারে বিক্রয়ের টাকা কিছুদিন পর যখন কালেকশন করা হবে তখন এটাকে আয় বলা যাবে না। কারণ এটার আয় পূর্বেই রেকর্ড করা হয়েছে। নতুন করে রেকর্ড করার প্রয়োজন নেই। আরেকটি উদাহরণ দিই-ব্যাংক হতে ঋণ নেয়া হলো-এটাকে কি আয় বলা যাবে? না। কারণ এটা আয় নয় এটা দায় (Liability)। আয় এবং দায় নিয়ে কোনও confusion থাকা যাবে না।

Expense (ব্যয়): ব্যায় হচ্ছে আয়ের বিপরীত। এটা মুনাফা অর্জনের জন্য নির্বাহ করা হয়ে থাকে। ব্যায় হতে প্রাপ্ত সুবিধা স্বল্পকালীন। উদাহরণ হিসেবে বলা যায়-কর্মচারীদের বেতন, শ্রমিকদের মজুরি, অফিস ভাড়া, কারখানা ভাড়া, যাতায়াত খরচ, বিদ্যুৎ বিল, ষ্টেশনারী ক্রয়, ইন্টারনেট বিল ইত্যাদি। ব্যায়ের অন্যতম বড় বৈশিষ্ট্য হচ্ছে এই জাতীয় ঘটনা নিয়মিত ঘটে থাকে। অর্থাৎ, প্রতি মাসে, প্রতি কোয়ার্টারে, প্রতি বছর ইত্যাদি। সম্পদ ক্রয়, ঋণ পরিশোধ ইত্যাদি কখনই ব্যায় নয়।

Accounting এর দুটি গুরুত্বপূর্ণ রিপোর্ট Profit & Loss Account এবং Balance Sheet আয়-ব্যায় এবং সম্পদ-দায়ের ভিত্তিতে করা হয়। সূতরাং এগুলো সমন্ধে পরিষ্কার ধারণা থাকাটা জরুরী। আয় এবং ব্যায় শ্রেণীর হিসাব সমূহ নিয়ে করা হয় Profit & Loss Account এবং সম্পদ, দায় এবং মূলধন নিয়ে করা হয় Balance Sheet.

হিসাবের ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের সূত্র:

সম্পদ = বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট

দায় = হ্রাস পেলে ডেবিট এবং বৃদ্ধি পেলে ক্রেডিট

মূলধন = হ্রাস পেলে ডেবিট এবং বৃদ্ধি পেলে ক্রেডিট

আয় = হ্রাস পেলে ডেবিট এবং বৃদ্ধি পেলে ক্রেডিট

ব্যায়= বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট

এই বিষয়ে বিস্তারিত জানতে HSC লেভেলের হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের প্রথম কয়েকটি অধ্যায় পড়তে পারেন। আর যারা ইংরেজীতে পড়তে চান তারা Weygandt Kimmel & Kieso এর বইটি পড়তে পারেন। বৃটিশ রাইটারদের বই পড়বেন না।

আগামী পর্বে আশাকরি মূল কুইকবুকস নিয়ে আলোচনা শুরু করতে পারবো। আপনাদের মতামত জানতে পারলে আমার জন্য সুবিধা হবে। পরবর্তী লেখাগুলো সেই অনুযায়ী সাজাতে পারবো। কারণ QuickBooks এর মতো একটি সফটওয়্যার লিখে লিখে বুঝানো যথেষ্ট চ্যালেন্জিং কাজ। আপনাদের সহযোগিতা না পেলে আমি এটা কখনই পারবো না। তবে সবাই মিলে এটাকে সার্থক করার যথেষ্ট সুযোগ আছে।

Level 0

আমি মোহাম্মদ হাফিজুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাইয়া।।কয়েকদিন ধরে এই টিউনটির জন্য অপেক্ষা করছিলাম।আগের পড়াগুলোও রিভিসন হয়ে গেল। পরবর্তী টিউনের জন্য অপেক্ষায় আছি।আর ভাইয়া পারলে quickbook এর ফুল্ভারসন টরেন্ট লিঙ্কটা শেয়ার করবেন।।

প্রিয় টিউনার,

আপনি ভুল ভাবে আপনার চেইন টিউনের শিরোনাম গুলো দিচ্ছেন। আপনি পর্ব হিসেবে টিউনের শিরোনাম গুলো –

চেইন টিউনের নাম [পর্ব-০১] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু …

চেইন টিউনের নাম [পর্ব-০২] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু ….

চেইন টিউনের নাম [পর্ব-০৩] :: চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু

এর অর্থ প্রথমে চেইন টিউনের নাম, এরপর (স্পেস দিয়ে) স্কয়ার ব্রাকেটের ( [ ] ) মধ্যে পর্ব হাইফেন (-) দিয়ে দুই সংখ্যায় পর্বের নম্বর। স্কয়ার ব্রাকেটের ( [ ] ) ভিতরে কোন স্পেস দিবেন না। এরপর (স্পেস দিয়ে) ডাবল কোলন (::) এর পরে (স্পেস দিয়ে) চেইন টিউনের ভিতরের বিষয়বস্তু॥ এই ফরমেটে চেইন টিউনের শিরোনাম গুলো লিখুন।

এই চেইনের পূর্বের পর্ব গুলোর শিরোনাম গুলোও যদি ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক করা না থাকে তবে সব গুলো এখনই সংশোধন করুন ও পরবর্তী সকল চেইন টিউনে সঠিক ভাবে চেইন টিউনের শিরোনাম দিন।

টিউনের শিরোনাম গুলো ‘টেকটিউনস চেইন টিউনের’ শিরোনাম মোতাবেক সঠিক ভাবে সংশোধন করে আপডেট করে এই টিউমেন্টটির প্রতুত্তর (রিপ্লাই) দিন। টেকটিউনস থেকে আপনার টিউন গুলো চেইন করে দেওয়া হবে।

চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে ‘টেকটিউনস সজিপ্র’ https://www.techtunes.io/faq এর ‘চেইন টিউন’ অংশ দেখুন। ধন্যবাদ।

প্রিয় টিউনার,

আপনার টিউন গুলো খুবই ভাল হচ্ছে।

➡ তবে আপনি আপনার টিউনে প্রয়োজনীয় ছবি ও স্ক্রীনসট ব্যবহার করুন।

ছবি ও স্ক্রীনসট আপনার টিউনের মানকে ও টিউডার (টিউন রিডার) কে আকৃষ্ট করার মান আরও বাড়িয়ে তুলবে। কীভাবে টিউনে ছবি ও স্ক্রীনসট যোগ করবেন তা দেখার জন্য টেকটিউনসের ‘টিউন করা শিখে নিন’ ভিডিও টিউট গুলো https://www.youtube.com/iTechtunes দেখুন।

➡ আপনার টিউন আর সুন্দর করে ফরমেট করুন।

বিভিন্ন পয়েন্ট গুলো বুলেট আকারে দিন।
টিউনের প্রধান টপিত গুলো H2 করে দিন।
সাব হেডিং গুলো H3 করুন।
টিউনের কোন অংশে কখনও H1 হেডিং ব্যবহার করবেন না।
নিজের সাইট বা কোন লিংক টিউডারের কাছে আকৃষ্ট করার জন্য কখনও কোন লিংকে হেডিং (h1,h2,h3) বা বড় টেক্সট করে দিবেন না। আপনার সাইটের লিংক দেবার জন্য টিউনের নিচে ব্লককোট করে “সৌজন্যে:” লিখে সাইটের লিংক দিন। এই টিউনটি https://www.techtunes.io/internet/tune-id/188009 লক্ষ করুন টিউডার ও টিউজিটরদের কোন প্রকার অযাচিত আকৃষ্ট না করে টিউনের শেষে; নিচে কীভাবে ব্লককোট করে “সৌজনে:” লিখে লিংক দেয়া হয়েছে। এতে আপনার টিউনের টিউডার ও টিউজিটরা আপনার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করবে।
টিউনে কখনও বিভিন্ন টেক্সট ভিন্ন ভিন্ন কালার ব্যবহার করবেন না এতে টিউডার টিউনে পড়তে বিরক্তি বোধ করবে।

কীভাবে সুন্দর করে টিউন ফরমেট করবেন তা জানতে টেকটিউনসের টিউন করা শিখে নিন ভিডিও টিউট গুলো https://www.youtube.com/iTechtunes দেখুন।

➡ নিচে কিছু দারুন ও সুন্দর ভাবে ফরমেট করা টিউনের উদহরণ দেয়া হল। লক্ষ করুন

টিউন গুলোতে কিভাবে প্রাসঙ্গিক ছবি => https://www.techtunes.io/freelancing/tune-id/141620
প্রয়োজনীয় স্ক্রিনসটের ব্যবহার => https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/102544
ঠিক ভাবে হেডিং ও সাব হেডিং এর ব্যবহার => https://www.techtunes.io/reports/tune-id/111219
বিভিন্ন পয়েন্ট গুলোকে বুলেট পয়েন্ট করে দেখানো => https://www.techtunes.io/reports/tune-id/111219
টিউনের মাঝে নির্দিষ্ট প্যারা তৈরি করা => https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/129685
টিউনে স্ক্রিনসট সহ টিউটোরিয়ালের বিভিন্ন ধাপ দেখানো => https://www.techtunes.io/featured/tune-id/95448
টিউনে কোড থাকলে তা কোড হাইলাইটারের মাধ্যমে উপস্থাপন => https://www.techtunes.io/web-design/tune-id/77692/

ইত্যাদি করে সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে।

এই টিউনের ফরমেট গুলোকে আদর্শ হিসেবে নিয়ে সবসময় আপনার টিউন গুলোকে সুন্দর ফরমেটে উপস্থাপন করুন। এতে আপনার টিউনের পাঠযোগ্যতা টিউডার ও টিউজিটরের কাছে বহুগুণে বৃদ্ধি পাবে।

➡ আপনার টিউনে যদি প্রোগ্রামিং সংক্রান্ত টিউন হয় ও টিউনে কোডের ব্যবহার থাকে তাহলে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড যেমন HTML, CSS, JS, PHP ইত্যাদি কোড সুন্দর ও সঠিক ভাবে দেখাতে টেকটিউনসের রয়েছে নিজেস্ব “কোড হাইলাইটার”। টেকটিউনসের “কোড হাইলাইটার” কিভাবে ব্যবহার করতে হয় তা জানতে এই টিউনটি https://www.techtunes.io/web-design/tune-id/77692/ দেখুন।

➡ টিউন করার আগে কিছু সময় নিয়ে পরিকল্পনা করুন।

➡ টিউডার ও টিউজিটররা বিস্তারিত, যত্ন নিয়ে, প্রয়োজনীয় ছবি যোগ করা ও সাবলীল ভাষার টিউনারদের খুবই পছন্দ করে। তাই সময় নিয়ে সুন্দর ভাবে, পরিপাটি করে ভাষা গুছিয়ে, আপনার মেধার পূর্ণ প্রয়োগ করে বিস্তারিত টিউন করুন।

অসম্পূর্ণ, অগোছালো, সুনির্দিষ্ট নয়, নাম মাত্র টিউন বা কোন রকম টিউন – এ ধরনের টিউন না করে সময় নিয়ে, সুন্দর ভাষার সুষ্ঠু প্রয়োগ করে, মেধার পূর্ণ ব্যবহার করে বিস্তারিত ভাবে টিউন করুন।

➡ কিছুদিন পর পর বা বেশ সময় ব্যবধানে টিউন না করে নিয়মিত টিউন করে কমিউনিটিতে আপনার বিশ্বস্থতা ধরে রাখুন। নিয়মিত টিউনারদের টিউডাররা খুব পছন্দ করে ও আস্থা রাখে। টিউন করার জন্য সপ্তাহের দুটি দিন বেছে নিন। এতে আপনার নিয়মিত টিউন করার ধারাবাহিকতা থাকবে।

টেকটিউনস বিজ্ঞান প্রযুক্তি চর্চার এক উন্মুক্ত সৌশাল নেটওয়ার্ক। টেকটিউনসে আপনার বিজ্ঞান ও প্রযুক্তির চিন্তা চেতনা মনন, অভিজ্ঞতার প্রকাশ ঘটান। আপনার বিজ্ঞান ও প্রযুক্তির জানা বিষয় গুলো প্রযুক্তির এই সুবিশাল নেটওয়ার্কে অন্যদের মাঝে ছড়িয়ে দিন। নিজেকে একজন মানসম্মত, দ্ক্ষ, কমিউনিটির অন্যদের সাথে বন্ধু ভাবাপন্ন টিউনার হিসেবে গড়ে তুলুন। হয়ে উঠুন একজন আদর্শ টেকটিউনার।

chalia jaben asa kori ! Sata asi

    @মোহাম্মদ হাফিজুর রহমান : ধন্যবাদ, অসাধারণ শুরু। অবশ্যই Basic ধারণা আগে জরুরী। এ বিষয়ে আরো বিস্তারিত জানা খুবই দরকার। আমার মনে হয়, এক্ষেত্রে QuickBooks এর বিভিন্ন বিষয়ে বলার সময় সংস্লিষ্ট Accounting Basic বিষয়ে বিস্তারিত বর্ণনা থাকলে আরো সুবিধা হবে।

    আপনি বলেছেন, “বিস্তারিত জানতে HSC লেভেলের হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের প্রথম কয়েকটি অধ্যায় পড়তে। বৃটিশ রাইটারদের বই পড়বেন না।” এক্ষেত্রে দেশী বইগুলো বৃটিশ-রাইটারদের ফলো করে লেখা হওয়ার কথা। এ ব্যাপারে আপনার মতামত আশা করছি। ইংরেজীতে Weygandt Kimmel & Kieso এর বইটির কোনো অনলাইন কপি থাকলে শেয়ার করবেন, প্লিজ। আবারও অনেক ধন্যবাদ আর পরের পর্বের অপেক্ষায়।

      @Md Emdadul Haque: আপনার পরামর্শের জন্য ধন্যবাদ! এইচএসসি লেভেলের বইতে Basic Accounting এর আলোচনায় বৃটিশ এবং আমেরিকান দুই ধরনের পদ্ধতিই আলোচনা করা হয়েছে।

      সম্পদ, দায়, আয়, ব্যায় ইত্যাদির পরিবর্তে যদি দেখেন ব্যাক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব , নামিক হিসাব নিয়ে আলোচনা করা হয়েছে সেটাই বৃটিশ Accounting। এটাকে সযত্নে এড়িয়ে চলাই ভালো। এটা ভুল তা বলছি না তবে এটা অনেক পুরাতন এবং জটিল পদ্ধতি। আর Kieso এর বই এর লিংক খুঁজে পেলে অবশ্যই দিব। ধন্যবাদ!

        @মোহাম্মদ হাফিজুর রহমান: ভাই, আনেক ধন্যবাদ রিপ্লাই এর জন্য। Kieso এর বই (9th edition) এর লিংক খুঁজে পেয়েছি। ধন্যবাদ।

        অঃটঃ যদি আমি কুইকবুকস আমার প্রতিষ্ঠানের (ট্রেডিং বিজনেস -> হোলসেল+রিটেইল) জন্য কিনতে চাই, বাংলাদেশে এর মূল্য কেমন হবে? অন্যান্য কি কি সুবিধা (সেটাপ, ট্রেনিং, সাপোর্ট, ইত্যাদী) থাকবে? জানা থাকলে জানাবেন, প্লিজ।

Valo laglo. Accounting er aro basic besoy gula jante chai .

Level 0

আল্লাহ আপনাকে বরকত দান করুন। এটা নিয়ে ধারাবাহিক ভাবে বিস্তারিত লিখে যান। আমরা এই সফটওয়্যারটি শিখতে চাই।

অসংখ্য ধন্যবাদ!
সবশেষে চেইন টিউন পেলাম।
খুবই সুন্দর লিখছেন।

Level 0

vaiya osadharon hocche chaliye jan. 🙂
amio ekjon commercer student,apnar fb id dile amader studentdr khub upokar hoto . Pls vaiya

Level 0

অসংখ্য ধন্যবাদ!
সবশেষে চেইন টিউন পেলাম।
খুবই সুন্দর লিখছেন।
এটা নিয়ে ধারাবাহিক ভাবে বিস্তারিত লিখে যান। আমরা এই সফটওয়্যারটি শিখতে চাই।

আমি একজন কমার্স এর স্টুডেন্ট আমিও এটা সিখতে চাই । আপনাকে হেল্প করার জন্য অনেক ধন্যবাদ

আপনাকে অনেক, অনেক ধন্যবাদ!
আপনার এই টিউনের জন্য অপেক্ষায় ছিলাম।

Level 0

ধন্যবাদ মোহাম্মদ হাফিজুর রহমান ভাই অনেক ধরে এই টিউটোরিয়াল খুজতে ছিলাম, আপনার লেখা খুবই চমৎকার হয়েছে।
চালিয়ে যান লেখা। আর মাঝে মাঝে একটু প্রশ্ন করব কিছু না বুঝতে পারলে।
পোষ্ট গুলো সরাসরি ইমেইল-এ পাঠানো যায় না ভাই..?
email ID: [email protected]

অনেক ধন্যবাদ, চালিয়ে যান লেখা। আপনার এই টিউনের জন্য অপেক্ষায় ছিলাম। পরের পর্বের অপেক্ষায়।

Level 0

অবশেষে অপেক্ষার প্রহর গুনে একটি সুন্দর টিউন পেলাম। আমি গত বেশ কয়েক দিনে কুইকবুক্স সম্পর্কে অনেক কিছু শিখেছি কিন্তু প্রাকটিস করতে পারছিনা । আমি বুককিপিং প্রক্তিস করতে চাই তাই আপনি যদি কোন কম্পানির কিংবা ফার্ম লেন্দেন এর তথ্য দেন তাহলে আমি আমার আগ্রগতির বাপারে বাস্তব ধারনা পাব। so please give me something (easier) to practice in Quickbooks soft .

Thanks. Will wait for the next one

Level 0

thank you vai….chalaia jan…valo laglo apnar tune porte.

খুবই ভাল হয়েছে।

আল্লাহ আপনাকে সর্বদা সুখী রাখুক। আমি আপনার প্রতি কৃতজ্ঞ আপনার এই টিউনের জন্য। আশা করি আপনি ধারাবাহিকতা বজায় রাখবেন। অসংখ্য ধন্যবাদ আপনার এই টিউনের জন্য।

Level 0

next tune kobe diben

Level 0

ধন্যবাদ ভাই। একটা প্রশ্ন শুধুমাত্র ভালমত অপারেট করতে পারলে কি কাজ পাওয়া সম্ভব এবং ক্যারিয়ার গড়া সম্ভব?

Level New

পরবর্তী টিউন গুলোর অপেক্ষায় আছি……………………….

CHALIE JAN…. OBOSSHOY SHONGE ACHI…. 😀

Level 0

BAI QUICKBOOK ACCOUNTING SOFTWARE PAI MU KOI…….DOWNLOAD LINK DAW.

Level New

ভাইয়া আপনার টিউনটি খুব সুন্দর হয়েছে। অনুগ্রহ করে ডাউনলোড লিঙ্ক টি দিলে উপকৃত হতাম। আল্লাহর কাছে আপনার সার্বিক মঙ্গল কামনা করি।

Level 0

Thank you…

Level 0

মোহাম্মদ হাফিজুর রহমান ভাইয়া ১০ তম পর্ব কবে দিবেন ?