সুপ্রিয় টিউনার ভাইয়েরা আশা করি সবাই ভালই আছেন আল্লাহর রহমতে। আমি ও কোন রকম দিন কাল অতি বাহিত করছি। অনেক দিন হল আপনাদের মাঝে লেখালেখি নিয়ে হাজির হতে পারিনি। এজন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। কথা দিচ্ছি এখন থেকে নিয়মিত হব।
তো আসুন কথা না বাড়িয়ে কাজের কাজে ফিরি। আমরা যারা ওয়েব ডিজাইনের কাজ শিখি এবং করি তারা সবসময় হয়ত বা একাজটি চালিয়ে যেতে পারি না কারন
কেমন হত যদি আমরা আমাদের কম্পিউটারটাকে ই সার্ভার (লোকাল) বানিয়ে ফেলতাম। এবং তাতে অফলাইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে ও ওয়েব ডিজাইনের কাজ করতে পারতাম তাহলে। খুব মজা হত তাই না। এবিষয়ে আমার পুর্বে টিউন টি যাদের ভাল লেগেছে তাদের জন্য এবার আমি নিয়ে এলাম আমার নিজের তৈরী করা একটি পুর্নাঙ্গ টিউটোরিয়াল নিয়ে। জানি না আপনাদের কেমন লাগবে। ভাল লাগলেই আমার এ পরিশ্রম সার্থক হবে।
আমরা Xampp নামক সফটওয়ারে কথা হয়ত বা জানি। এটি একটি বান্ডল প্যাকেজ সফটওয়ার যার সাহাযে অতি সহজেই আপনার কম্পউটার কে লোকাল সার্ভার বানাতে পারবেন। সবার স্বার্থে টিউটোরিয়াল টি YOU TUBE এ আপলোড করে দিলাম। ভাল লাগলে টিউমেন্টস করতে কার্পণ্য করবে না।
ভাল লাগলে দয়া করে টিউমেন্ট করুন।
এমন আরও অনেক সুন্দর সুন্দর টিউন পেতে আমার ইনফোটেকলাইফ.কম থেকে একবার ঢু মেরে আসুন।Website: http://infotechlife.com
http://patroblogger.blogspot.com
Facebook Page : http://www.facebook.com/goljar.ali
Twitter : https://twitter.com/MdGoljarAli1
YouTube : http://www.youtube.com/goljar123
আমি গোলজার আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি পেশায় একজন টিচার। লেখা আমার নেশা। লেখা নিয়েই থাকতে চাই। আমাকে নিচের ঠিকানায় পাবেন Website: http://infotechlife.com http://patroblogger.blogspot.com Facebook Page : http://www.facebook.com/goljar.ali Twitter : https://twitter.com/MdGoljarAli1 YouTube : http://www.youtube.com/goljar123
টিউন এর জন্য ধন্যবাদ৷ ভিডিও বর্ণনার কথাগুলো বাংলায় বললেই ভালো হতো/