আজকের পোষ্ট উইন্ডোজের এক্সপি ব্যাবহারকারীদের জন্য। যারা এক্সপি ব্যাবহার করি তারা অনেকেই পেনড্রাইভকে কিভাবে NTFS এ ফরম্যাট করবে তা নিয়ে চিন্তিত থাকে। তাই আমি আজ এই পোষ্টের মাধ্যমে ঐসব ব্যাবহারকারীদের কিছুটা সাহায্য করার চেষ্টা করছি।
আমরা সাধারণত দেখি যে পেনড্রাইভের ফম্যাট থাকে FAT বা FAT32, যার জন্য কিছু জায়গা কম পাওয়া যায়। আমরা চাইলে এটি NTFS ফরম্যাটে নিয়ে জায়গা বাড়িয়ে নিতে পারি।
সেজন্য প্রথমেই পেনড্রাইভটি ফরম্যাট করতে হবে। তারপর রানে গিয়ে cmd লিখে এন্টার দিন এবং লিখুন convert X:/FS:NTFS লিখে এন্টার করুন। এখানে X এর জায়গায় আপনার পেনড্রাইভের যে ড্রাইভ লেটার আছে তা দিন যেমন J,I হলে ঐটা। এখন My Computer এ right click করে properties এ যান। এখানে Compress Drive To Save Disk Space অপশনে টিক চিহ্ন দিয়ে ok করুন। এখন Apply To Sub Folders and Files অপশনে ok করে বের হয়ে আসুন।
এখন পেনড্রাইভে কোন ফাইল কপি করলে বেশ জায়গা নিবে না ফলে অনেক মেমোরি বাঁচবে। কি হল না একটা জব্বর আইডিয়া??
আপনাদের পোষ্টটি কতটুকু কাজে আসলো জানাবেন কিন্তু!!
এই পোষ্ট আগে আমার ব্লগে প্রকাশিত হয়েছিলঃ
আমি তানিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 138 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম আদনান শওকত। আমি ঐতিহ্যবাহী সিলেটের সুবিদবাজার এলাকায় থাকি। আমি বর্তমানে State University Of Bangladesh এর মাঝে CSE তে পড়াশুনা করছি । যদিও আমার ইচ্ছা ছিল বুয়েটে CSE তে পড়ার। কিন্তু আল্লাহ যা ভাগ্যে রেখেছেন তার খেলাপ করা যায় না। আমি মানুষকে সাহায্য করতে খুব বেশি ভালোবাসি। ভুলত্রুটি হলে...
ধন্যবাদ ভাই । ভাল টিউন