আপনার পেনড্রাইভকে বুটেবল করুন একদম সহজ উপায়ে….

আমরা সাধারণত উইন্ডোজ ইন্সটল দিয়ে থাকি সিডি দিয়ে। এতে করে বেশ সময় লেগে যায়। কিন্তু আমরা যদি পেনড্রাইভ দিয়ে বুট করে উইন্ডোজ ইন্সটল দেই তাইলে আরো কম সময়ে আপনি উইন্ডোজ ইন্সটল দিতে পারবেন। এজন্য আপনাকে আপনার পেনড্রাইভকে প্রথমেই বুটেবল করে দিতে হবে। সেজন্য আপনি নীচের পদ্ধতি অনুসরণ করুনঃ

* প্রথমে পেন-ড্রাইভটা NTFS এ ফরম্যাট করুন ।
এজন্য আপনি যদি উইন্ডোজ সেভেন ব্যাবহার করেন তাইলে শুধু ফরম্যাট দেয়ার সময় ঐখানে FAT32 এর বদলে NTFS দিয়ে ফরম্যাট করুন। ব্যাস কাজ শেষ।

* আপনার ড্রাইভে উইন্ডোস ৭ বা এক্সপি এর ডিস্ক ঢুকান ।

* Programs থেকে Accesories এ যান । Command Prompt এ রাইট বাটন ক্লিক করে Run As Administrator হিসেবে চালান ।

* কমান্ড দিনঃ

h:
( এখানে আপনার যে ড্রাইভে উইন্ডোসের ডিস্ক ঢুকিয়েছেন তার ড্রাইভ লেটার দিন )

cd h:\boot

* ধরি পেন-ড্রাইভের ড্রাইভ লেটার J: , নীচের কমান্ড দিনঃ

bootsect /nt60 J:

এখন আপনি আপনার ডিভিডি সম্পূর্ণ কপি করে পেনড্রাইভে পেষ্ট করেন। আপনার কাজ শেষ। এখন আপনি আপনার পিসিতে পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটাপ দিতে পারবেন।

এই লিখা আগে আমার ব্লগে প্রকাশিত হয়েছিল।http://simaboddhohin-kothabarta.blogspot.com/2010/03/blog-post_29.html

Level 0

আমি তানিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 138 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম আদনান শওকত। আমি ঐতিহ্যবাহী সিলেটের সুবিদবাজার এলাকায় থাকি। আমি বর্তমানে State University Of Bangladesh এর মাঝে CSE তে পড়াশুনা করছি । যদিও আমার ইচ্ছা ছিল বুয়েটে CSE তে পড়ার। কিন্তু আল্লাহ যা ভাগ্যে রেখেছেন তার খেলাপ করা যায় না। আমি মানুষকে সাহায্য করতে খুব বেশি ভালোবাসি। ভুলত্রুটি হলে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

স্বাগতম …… সব রকমের সহযোগীতাই টিউনার এবং এ্যাডমিন প্যানেল করবে বলে আমার বিশ্বাস ….. আপনিও আরো এগিয়ে যাবেন…

    ইনশাআল্লাহ… আপনাদের দোয়া থাকলে এগিয়ে যেতে পারবো।

Level 0

ধন্যবাদ । তবে ছবি সহ বিস্তারিত আলোচনা করলে ভালো হত ।

    আসলে বর্তমানে আমার পিসি আমার বাসায় নেই তাই আমি ভালো পোষ্ট দিতে পারছি না… তবে আশা করি আগামীতে পাবেন ইনশাআল্লাহ…

ভালো টিউন আপনাকে ধন্যবাদ,তবে এই পদ্ধতিতে উইন্ডোজ এক্সপি করা যায় কিনা জানাইবেন.

    উপরেতো লিখাই আছে যে উইন্ডোজ ৭ বা এক্সপি এর ডিস্ক ঢুকান। মানে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে আপনি পারবেন এক্সপিকে বুট করতে। ধন্যবাদ আপনাকে!!:)

ধন্যবাদ তানিম,
তবে আমি আমার পেন-ড্রাইভ NTFS ফরমেট করতে পারছি না
ধন্যবাদ আবারও আপনাকে

    আপনি যদি উইন্ডোজ ৭ ব্যাবহার করেন তাইলে শুধু রাইট ক্লিক করে ফরম্যাটে দিলেই ঐখানে fat32 এর বদলে ntfs দিলেই অয়ে যাবে। আর যদি এক্সপি ব্যাবহার করেন তাইলে আপনি আমার পরবর্তি পোষ্টের জন্য অপেক্ষা করুন। ঐখানে আমি এই সম্বন্ধে লিখব।

    Open comment prompot type ( convert X: /fs:ntfs ) Ex. Convert J: /fs:ntfs

    ধন্যবাদ লিখে দেয়ার জন্য…

Pendrive a ktotuku jaiga lagbe janaben??

    ৭ এর জন্য ৪ গিগা আর এক্সপি এর জন্য ১ গিগা হলেই হবে।

ধন্যবাদ আপনাকে পদ্ধতিটি শেয়ার করার জন্য

    জ্বী আপনাকেও ধন্যবাদ…

Level 0

থাঙ্কসসসসসসসসসসস

pendrive booot korbo kivabe???

    আপনি বায়োসে ঢুকার পর বুট অপশনে গিয়ে boot from harddrive select করুন। ঐখানে আপনি আপনার হার্ডডিস্ক আর পেনড্রাইভ দেখতে পারবেন। পেনড্রাইভকে সিলেক্ট করে first boot device হিসেবে চয়েস করুন। ব্যাস এখন রিস্টার্ট করার পর বুট শুরু হবে পেনড্রাইভ থকে…:)

পেনড্রাইভ এ যদি বাড়তি খালি জায়গা থাকে, তাহলে কি সেটা অন্য কাজে ব্যবহার করা যাবে?
আর পেনড্রাইভ থেকে কিভাবে বুট করতে হবে?

    হ্যাঁ অবশ্যই আপনি বাকি জায়গায় অন্য কাজ করতে পারবেন।

    আর পেনড্রাইভকে বুট করতে হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
    আপনি বায়োসে ঢুকার পর বুট অপশনে গিয়ে boot from harddrive select করুন। ঐখানে আপনি আপনার হার্ডডিস্ক আর পেনড্রাইভ দেখতে পারবেন। পেনড্রাইভকে সিলেক্ট করে first boot device হিসেবে চয়েস করুন। ব্যাস এখন রিস্টার্ট করার পর বুট শুরু হবে পেনড্রাইভ থকে…:)

অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর টিউনটির জন্য।

তানিম says:
আর যদি এক্সপি ব্যাবহার করেন তাইলে আপনি আমার পরবর্তি পোষ্টের জন্য অপেক্ষা করুন। ঐখানে আমি এই সম্বন্ধে লিখব।

ভাইয়া, পরবর্তিতে আপনি কি সেই লেখাটি লিখেছিলেন? যানালে উপকৃত হব।
[email protected]

    আসলে ভাই আমার ঐ পোষ্ট লিখার সময় হয়নি বলে আমি একদম দু;খিত। আর আমি এখন আপনাকে স্ক্রীণশট সহ কিছু দেখাতে পারবো না কারন আমি এখানে উবুন্টু ব্যাবহার করি উইন্ডোজ নাই। তাই তবে আপনি চাইলে যদি জানতে চান তাইলে আপনি কষ্ট করে যদি আমাকে নিচের নাম্বারে ফোন দিতেন তাইলে আমি বলে দিতে পারতাম ঠিক আছে…

    01671620320

অল্প কথায় সুন্দর পোষ্ট দিলেন ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যা।

খুবই ভাল টিউন।দারুন উপকার করলেন।অসংখ্য ধন্যবাদ।

    জ্বী!! আপনাকেও ধন্যবাদ…

গ্রেট তো !!!

Bhai pendrive a NTFS format dibo ki vabay janaben pls.

Level 0

ভাই সবকিছু ঠিকভাবে করতে পারলাম। শান্তি পাইলাম। কিন্তু এখন সমস্যা হচ্ছে পেন ড্রাইভ ফরম্যাট দিলে ফরম্যাট হয় ঠিকই কিন্তু কিছু জায়গা দখল করে রাখে। এটার সমাধান কি ভাই?

Level 0

windows.old name akta folder create hoise.oi ta to age delete kore dile chole jaito.but akhn jaitese na.i need help.

Level 0

tune ta onek valo hoise… 🙂