আমরা সাধারণত উইন্ডোজ ইন্সটল দিয়ে থাকি সিডি দিয়ে। এতে করে বেশ সময় লেগে যায়। কিন্তু আমরা যদি পেনড্রাইভ দিয়ে বুট করে উইন্ডোজ ইন্সটল দেই তাইলে আরো কম সময়ে আপনি উইন্ডোজ ইন্সটল দিতে পারবেন। এজন্য আপনাকে আপনার পেনড্রাইভকে প্রথমেই বুটেবল করে দিতে হবে। সেজন্য আপনি নীচের পদ্ধতি অনুসরণ করুনঃ
* প্রথমে পেন-ড্রাইভটা NTFS এ ফরম্যাট করুন ।
এজন্য আপনি যদি উইন্ডোজ সেভেন ব্যাবহার করেন তাইলে শুধু ফরম্যাট দেয়ার সময় ঐখানে FAT32 এর বদলে NTFS দিয়ে ফরম্যাট করুন। ব্যাস কাজ শেষ।
* আপনার ড্রাইভে উইন্ডোস ৭ বা এক্সপি এর ডিস্ক ঢুকান ।
* Programs থেকে Accesories এ যান । Command Prompt এ রাইট বাটন ক্লিক করে Run As Administrator হিসেবে চালান ।
* কমান্ড দিনঃ
h:
( এখানে আপনার যে ড্রাইভে উইন্ডোসের ডিস্ক ঢুকিয়েছেন তার ড্রাইভ লেটার দিন )
cd h:\boot
* ধরি পেন-ড্রাইভের ড্রাইভ লেটার J: , নীচের কমান্ড দিনঃ
bootsect /nt60 J:
এখন আপনি আপনার ডিভিডি সম্পূর্ণ কপি করে পেনড্রাইভে পেষ্ট করেন। আপনার কাজ শেষ। এখন আপনি আপনার পিসিতে পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটাপ দিতে পারবেন।
এই লিখা আগে আমার ব্লগে প্রকাশিত হয়েছিল।http://simaboddhohin-kothabarta.blogspot.com/2010/03/blog-post_29.html
আমি তানিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 138 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম আদনান শওকত। আমি ঐতিহ্যবাহী সিলেটের সুবিদবাজার এলাকায় থাকি। আমি বর্তমানে State University Of Bangladesh এর মাঝে CSE তে পড়াশুনা করছি । যদিও আমার ইচ্ছা ছিল বুয়েটে CSE তে পড়ার। কিন্তু আল্লাহ যা ভাগ্যে রেখেছেন তার খেলাপ করা যায় না। আমি মানুষকে সাহায্য করতে খুব বেশি ভালোবাসি। ভুলত্রুটি হলে...
স্বাগতম …… সব রকমের সহযোগীতাই টিউনার এবং এ্যাডমিন প্যানেল করবে বলে আমার বিশ্বাস ….. আপনিও আরো এগিয়ে যাবেন…