আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।অনেদিন ধরে চাচ্ছিলাম যে টিউন করার জন্য,কিন্তু বাংলায় দূর্বলতার জন্য ঘনঘন টিউন করা হয় না।যাই হোক কথা না বাড়িয়ে কাজের কথায় আসি-আমি আপনাদেরকে আজ অটোমেটিক এক্সপি ইন্সটলেশনের কথা বলব। আমরা যখন এক্সপি ইন্সটল করি তখন আমাদেরকে পিসির সামনে বসে থাকতে হয় যতখন না এক্সপি ইন্সটলেশন শেষ হয়। কারণ ইন্সটলেশনের সময় আমাদেরকে কিছু কাজ করতে হয়-(যেমন:-সিডি কী, ইউজার নেম, কম্পিউটার নেম সহ আরো অনেক সেটিংস দিতে হয়।) এই টিউনটি দেখার পর আপনাকে আর এক্সপি ইন্সটল করার সময় পিসির সামনে দীর্ঘক্ষণ বসে থাকতে হবে না অর্থাৎ আপনার অনুপস্থিতেই এক্সপি ইন্সটল সম্পন্ন হয়ে যাবে।
১)- প্রথমে nLite সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।
২)- এরপর nLite সফটওয়্যারটিকে ওপেন করুন এবং next-এ ক্লিক করুন।
৩)- এই সেকশনে ব্রাউজ করে এক্সপি এক্সপির বেকআপটি দেখিয়ে দিয়ে next ক্লিক করুন।
৪)- এরপর আবার Next-এ ক্লিক করুন এবং Task Selection সেকশনে Unattended -এ ক্লিক করে Next করুন। (Task Selection সম্পর্কে বিস্তারিত এখানে)
৫)- Unattended -এই সেকশনেই এক্সপি অটেমেটিক ইন্সটলের জন্য মূল কাজ করা হয়। । নিচে দেয়া হল: (Don’t click next button)
General:- এখানে নিচের ছবির মত সেটিংসগুলো সেট করে দিন।
Users: - এখানে আপনি চাইলে Add-এ ক্লিক করে নতুন ইউজার তৈরি করতে পারেন এবং সেই ইউজারের পাসওয়াডও দিতে পারেন।যা এক্সপি লগঅন সময় দেখা যাবে। আর তা না করলে default রাখতে পারেন। (Don’t click next button)
Owner and Network ID: - এখানে Computer Name, Workgroup, Full Name and Organization Name দিয়ে দিন। (Don’t click next button)
Regional: - এখানে কম্পিউটারের ভাষা ও টাইমজোন দিয়ে দিন। (Don’t click next button)
Network Settings: - এখানে Default সেট করে দিন। (Don’t click next button)
Desktop Theme: - এখানে আপনার এক্সপির জন্য থিম সেট করে দিতে পারেন। (Don’t click next button)
Automatic Updates: - এখানে নিচের ছবির মত Disable সেট করে দিন। (Don’t click next button)
Display: - এখানে আপনার পছন্দ অনুয়ায়ী সেট করে অথবা Default রেখে দিণ। এরপর Next button এ ক্লিক করুন।
৬) এরপর yes -এ ক্লিক করলে আপনার দেওয়া সেটিংসগুলো সেট করে নেবে।
এই জায়গায় সিডির টোটাল সাইজ দেখা যাবে । এরপর Next- এ ক্লিক করুন।
৭) Bootable ISO: এখানে mode- এ Create Image সিলেক্ট করুন, Label-এ আপনার iso image এর নাম দিন, ISO Engine-এ Default সিলেক্ট করুন এবং Boot Sector-এ Default সিলেক্ট করে Make ISO-তে ক্লিক করুন এবং সেটি কোথায় সেভ হবে সেটি দেখিয়ে দিন। ISO image তৈরি হয়ে গেলে Finish এ ক্লিক করুন । এরপর ইমেজটি সিডিতে রাইট করুন।
আমি সাইমুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I love Bangladesh
thanks for good tunes