অফলাইন থেকে ব্লগিং করার A 2 Z টিউটোরিয়াল

 শুরু করার আগে সর্ব প্রথম আল্লাহ্ তায়ালার নাম নিয়ে শুরু করছি। করাণ তিনি না চাইলে আমি কখনোই এখানে টিউন করতে পারতাম না। টেকটিউনস.কম.বিডিতে  আমার প্রথম টিউন এটি। আমি এর আগে কখনো এ রকম সাইটে কোন টিউন করিনি। আমি টেক টিউনের সাথে ২০১১ সাল থেকে আছি। কিন্তু কখনো টিউন করিনি শুধু জ্ঞান আহরণ করেছি। এখানে রেজিস্ট্রেশন করি মোটামুটি ৫ মাস আগে। আমি কাউকে কমন্টেও করিনি। কারন আমার খুব ভয় লাগত। কমেন্ট বা টিউন করলে অন্যরা কি বলবে, ভাল লাগবে না খারাপ লাগবে। এসব আজে বাজে কথা চিন্তা করতাম। কিন্তু সব ভয় ভেঙ্গে আজকে টিউন করতে বসেছি। যাহোক, আমি আপনাদের একটি ব্লগিং সফট্ওয়্যার এর সাথে পরিচিতি করাব এবং কি ভাবে ব্যবহার করতে হয় তাও বলব। এটি আমার দেখা সব চেয়ে ভাল ব্লগিং পোষ্ট করার ওপেন র্সোস সফটওয়্যার।  এখন কাজের কথায় আসি।

WLW Photo 1 By Black_Panther

সফটওয়্যার পরিচিতি সাথে সুবিধার বিবরনঃ

============================================================================================

ছবি দেখে মনে হয় অবশ্যই বুঝে গেছেন এটির নাম। সংক্ষেপে “উইনডোজ লাইভ রাইটার” কে WLW বলে। “উইনডোজ লাইভ রাইটার” এর মাধ্যমে আপনি খুব সহজেই অনলাইন মানে যেখানে আপনি ব্লুগ খুলেছেন সেখানে না গিয়ে অফলাইনে থেকে সম্পূর্ণ পোষ্টটি লিখতে এবং আপডেট করতে পারবেন। কিন্তু পোষ্টটি পাবলিশ করার সময় অবশ্যই আপনাকে অনলাইনে যেতে হবে। তবে শধু নেট কনেক্ট থাকলেই চলবে। অন্য কোনকিছু করতে হবে না। আলাদা করে আপনাকে পোষ্ট এ ছবির লিঙ্ক লাগানো, ভিডিও আপলোড করা সব কাজ “উইনডোজ লাইভ রাইটার” অটোমেটিক করবে। আমি “উইনডোজ লাইভ রাইটার” ব্লাগারে ব্যবহার করি। তাই পোষ্টটি ব্লাগারকে নিয়েই করছি। তবে অন্যন্য ব্লগ প্রভাইডারের ক্ষেত্রেও একই নিয়ম। ব্লাগারে লেখার ফন্ট মাত্র কয়েকটি থাকে। তাই এর বেশি ফন্ট ব্যবহার করা যায় না। কিন্তু আপনি “উইনডোজ লাইভ রাইটার” এ আপনার পিসিতে যে ফন্ট ইনস্টাল দেয়া থাকবে তাও আপনি ইউস করতে পারবেন। আলাদা করে আপনি ‍বিভিন্ন প্লাগিনও ইউস করতে পারবেন, ওয়ার্ডপ্রেস এর মত। “উইনডোজ লাইভ রাইটার” ব্যবহারও খুব সহজ। আপনি এক ঘন্টার মধ্যে কারও সাহায্য ছাড়াই সব শিখে ফেলবেন। “উইনডোজ লাইভ রাইটার” এ প্লাগিনের মাধ্যমে অটো ট্যাগ দিতে পারবেন, পোষ্টটি পাবলিশ করার সময় অটো বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইট যেমনঃ ফেসবুক, টুইটার ইত্যাদিতে পোষ্ট করতে পারবেন। ব্লাগারে ছবি ইডিট কারা যায় না, ছবি ইডিট করতে কম্পিউটারে ইডিট করে তারপর আপলোড করতে হয়। কিন্তু “উইনডোজ লাইভ রাইটার” এ সব একসাথে করতে পারবেন কোন প্লাগিন ছাড়াই, আর যদি প্লাগিন দিয়ে করেন তবে আর কোন কথাই নাই। আপনি যেগুলো করবেন সেগুলো অটোমেটিক সেট করে দিতে পারেন। তহলে ওই কাজগুলো আর আপনাকে করতে হবে না। ফাইল সাইজ ও অনেক কম। মোটামুটি বিভিন্ন প্লাগিন সহ ডাউনলোড করতে আপনার ৩০ এমবি খরচ পড়বে। আমার এই টিউনটি পড়ে আপনার যদি কাজে লাগবে বলে মনে করেন, তাহলে নিচে কিভাবে সেটআপ বা ব্যবহার করতে হয় তা বলে দিয়েছি। আর যদি মনে করেন যে কাজে লাগবে না তাহলে নিচে যাওয়ার দরকার নাই। শুধু একটু উৎসাহ দিবেন তাহলেই হবে। মনের ভয় তো ভাঙ্গাতে হবে?

============================================================================================

টিউটোরিয়ালঃ

============================================================================================

“উইনডোজ লাইভ রাইটার” ব্যবহার করার জন্য .net framework 3.5 লাগবে। এটি সেটআপ দেয়া না থাকলে সেটআপ দিয়ে নিন। এটি যদি না থকে তাহলে ডাউনলোড করে নিন। এর ডাউনলোড লিঙ্ক এই জন্যে দিলাম না যে এটি সবার কাছে থাকে। যদি এটি লাগে তো বলেন। লিঙ্ক দিয়ে দিব।

প্রথমে “উইনডোজ লাইভ রাইটার” এই লিঙ্ক থেকে ডাউন লোড করে নিন। সইজ মাত্র ১.০৯ এমবি।

ডাউনলোড হলে এবার প্রোগ্রামটিকে চালু করুন। প্রোগ্রামটি রান হলে এই রকম দেখতে লাগবে। আমার “উইনডোজ লাইভ রাইটার” দেওয়া আছে  এই কথাটি সবার নিচে আমকে প্রোগ্রামটি বলছে ছবিতে দেখেন। কিন্তু আপনাদের এই রকম দেখাবেনা। আপনাকে উপরে যে রকম দেখছেন সেই রকম দেখাবে। শুধু ছবিতে যেটা নিচে যা দেখছেনWLW Photo 2 By Black_Panther সেটি উপরে দেখবেন। তো এই খানে অনকে কিছু সেটআপ দেওয়ার কথা বল হয়েছে। কিন্তু সেটা দেওয়ার প্রয়োজন নাই। যদি কারও লাগে তো দিতে পারেন। যেটা লাগবে মানে “উইনডোজ লাইভ রাইটার” সেটাতে টিক চিহ্ন দেন আর বাদ বাকি তুলে দেন। আপনাকে কিছুই করতে হবে না। শুধু বসে বসে দেখবেন। সবশেষে ফিনিস করেন। তাহলেই ইনস্টাল দেওয়া শেষ।

এবার স্টার্ট মেনুতে গিয়ে প্রোগ্রামটি চালু করেন। চালু করলে নিচের ছবির মত দেখাবে

WLW Photo 3 By Black_Panther

এখানে সবার শেষে যে অপশন টা আছে সেটাতে ক্লিক করে Next বাটনে চাপ দেন। তার পরে নিচের ছবির মত আসবে।

WLW Photo 4 By Black_Pantherসবার উপরে আপনার ব্লগের ঠিকানা দিবেন। তারপরে আপনর লগিন উইজার নেম এবং সবশেষে পাসওয়ার্ড। আপনার ইউজার নেম যদি ই-মেইল হয় তবে সেটা দিবেন আর যদি কোন নাম হয় তাহলে নাম দিবেন। ব্লাগারে ইমেইল হয় তাই ইমেইল দিয়েছি। এখানে রিমেম্বার মাই পাসওয়ার্ড এ টিক দিয়ে রাখলে আর কথনো পাসওয়ার্ড চাইবে না। তা না হলে বার বার দিতে হবে। এবর আবার Next বাটনে চাপ দেন। তাবে আপানার ব্লগ যদি কাস্টম ডোমেইন হয় অর্থ্যাৎ টপ লেভেল ডোমেইন হয় তাহলে নিচের চিত্রের মত আসবে।

WLW Photo 5 By Black_Panther

উপরে আপনার যে ব্লগ সেটি সিলেক্ট করুন তারপর Next বাটনে চাপ দেন। তারপর ওকে করে বেরিয়ে আসনে। ব্যাস আপনার একাউন্ট সেটআপ শেষ। আমি নিচের ছবিতে দেখিয়ে দিচ্ছি কোথায় কি আছে। ছবিটি লক্ষ্য করেন।

WLW Photo 6 By Black_Panther

প্লাগিন ডাউনলোড এবং প্লাগিনের ব্যবহারঃ

=============================================================================================

“উইনডোজ লাইভ রাইটার” এর প্লাগিন হোমপেইজ এর জন এই খানে ক্লিক করুন।

“উইনডোজ লাইভ রাইটার” এ কিছু প্লাগিন আগে থেকেই দেওয়া থাকে, তবে আলাদা করেও দেওয়া যায় । প্লাগিন সেট আপ খুবই সহজ। আমি যে লিঙ্ক উপরে দিয়েছি সেটি থেকে যতলাগে নামিয়ে সাধারণ সফট্ওয়্যার যেভাবে সেটআপ দেওয়া লাগে সেভাবে সেটআপ দিয়ে রিস্টার্ট দেন ব্যাস প্লাগিন এর ঘরে চরল আসবে। ও আরেকটি কথা, এখন প্রতিটি ব্লাগেই প্রায় Read More বাটন লাগানো থাকে। সমস্যা হল “উইনডোজ লাইভ রাইটার” এ এটি নাই তাই প্লাগিনটি নামিয়ে নিন। খুজে না পেলে আমাকে বলেন আমি বলা মাত্র দিয়ে দিব।

সব শেষে কিছু কথা। টানা তিনঘন্টা ধরে এই পোষ্টটি লিখলাম। আমার এই পোষ্টটি তখনি সার্থক হবে যখন আপনারা এই পোষ্টটি থেকে কিছু না কিছু উপকৃত হবেন। আমার খুব ভাল লাগে কম্পিউটার বিষয়ে মানুষকে সাহয্য করতে। তাই অবশ্যই আপনারা যারা বড়ভাই আছেন অবশ্যই আমার জন্য দু’আ করবেন। যাতে আমি ভবিষ্যতে এগিয়ে যেতে পারি। আমি কখনো এই রকমভাবে লিখিনি তাই যদি ভূল হয় অবশ্যই আপনারা ছোটভাই মনে করে ক্ষমার চোখে দেখবেন। এবং ভূলটি সম্পর্কে বলে দিবেন যাতে পরবর্তীতে আমি সেই ভূল এড়িয়ে চলতে পারি।

যারা এতক্ষণ ধরে পোষ্টটি পড়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ।

আজকের মত ইতি যদি আপনাদের কাছে প্রেরণা পাই তবে আবার খুব গুরুত্বপূর্ণ টিউন করব। ইনশাআল্লাহ্। আসসালামু আলাইকুম।

Level 0

আমি Black Panther। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনস্ পরিবারে সুস্বাগতম কালো চিতা ভাই/বোন? প্রথম টিউনেই গুছিয়ে সুন্দর টিউন করেছেন ধন্যবাদ।

Nice !! keep it on !!! 😛

Level 0

বিশ্বের আজব সব খবর নিয়ে তৈরী বাংলা ব্লগ
দারুন সব খবর জানতে ভিজিট করুন
http://joyprivate.blogspot.com/

Level 0

আপনাকে এই টিউনটি করার জন্য ধন্যবাদ।

Level 2

দারুন কাজের জিনিস ভাই। অনেক ধন্যবাদ ।

Level 0

nice post আমার ব্লগ সময় হলে দেখুন- http://allfreetunes.blogspot.com

ভাই আমার উইন্ডোজ ৮ এ তো ইন্সটল হয় না। নেটওয়ার্ক কানেকশন আছে, তবুও এরর দিতেছে। কি করুম?

সবাইকে ধন্যবাদ আমার বাসায় বিদ্যুৎ ছিলনা তাই উত্তর দিতে পারিনি। এজন্য সকলের কাছে ক্ষমা চাইছি।
২য় কমেন্ট এর উত্তরঃ ভাই যেকোন ব্লগ তবে জুমলা হবে কিনা তা জনিনা। বাংলাকেন পৃথিবীর যেকোন ভাষায় করা যাবে। আপনি গুগল ট্রান্সলেটর প্লাগিন দিয়ে যেকোন ভাষায় কনভার্ট করিয়ে নিতে পারেন। ওনলাইনেও করা যায়। অনলাইন ট্রান্সলেটরর ঠিকানা http://translate.google.com/

ও হ্যাঁ আরো একটি কথা আপনাকে জানাই অভ্র বা যেকোন বাংলালেখার প্রাগ্রাম চালাতে পারবেন। এক কথায় MS Office এর মত।আবারো ভূল করলাম ২য় নয় ৩য় কমেন্ট এর উত্তর।
আর মোস্তাফিজুর ভাই আর আপনার সমস্যা হলো নেট ফ্রেইম ওয়ার্ক ৩.৫ লাগবে। যদি আপনি সেটা সেটআপ ওলরেডী দিয়ে থাকেন তাহলে এই লিঙ্ক থেকে আবার ডাইনলোড করে নেন http://www.microsoft.com/en-us/download/confirmation.aspx?id=8621
তারপর আবার চেষ্টা করেন। আমার মনে হয় “নেট ফ্রেইম ওয়ার্ক ৩.৫” এর সমস্যা এটি আরও একবার রিপেয়ার করেন। অবশ্যই হবে।

আর বাদবাকি কমেন্ট এর উত্তরঃ ভাই আসোলে কি আর বলব। আপনাদের কমেন্ট এর জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সবার সাইটে একবার খুশিতে ঘুরে আসলাম।

প্রথম টিউন মনেই হচ্ছেনা…শুধুমাত্র কমেন্ট করার জন্য লগিন করেছিলাম (৩-৪ ঘন্টা আগে)।কিন্তু লোডশেডিং এর জন্য তা পোস্ট করতে পারিনি।যাইহোক,খুবই গোছানো টিউন হয়েছে।১ম টিউনে অনেকেই এতটা গুছিয়ে লিখতে পারেনা।আপনার জন্য শুভকামনা রইলো।চালিয়ে যান।

ভাই আপনাকে ধন্যবাদ।

শুভ আরম্ভ 😛 😀