অনেক দিন পর লিখতে বসলাম । আজকে শুধু একটা টাইপিং শেখার ফ্রী সফটওয়্যার দেব । আমাদের সবারইতো কম্পিউটার আছে কিন্তু অনেকই দেখা যায় যে এখনও কীবোর্ড থেকে অক্ষর খুঁজে খুঁজে লেখে । আমি পক্ষ থেকে তাদের জন্য এই সফটওয়্যারটা । সফটওয়্যারটার নাম হল Rapid Typing.
এটি একটি ফ্রীওয়ার সফটওয়্যার । নীচে এই সফটওয়্যার এর কিছু ইমেজ দিলাম ।
দেখে ভাল লাগলে ডাউনলোড করে নিবেন । এই সফটওয়্যার এর সাহায্য খুব তাড়াতাড়ি টাইপিং শেখা যায় । এটি মাত্র ৮.৪১ মেগাবাইট । ডাউনলোড লিংকঃ http://goo.gl/jN68v
যারা কম্পিউটার ভাইরাস নিয়ে এখনও টেনশনে আছেন তারা এখনি এক বসরের ফ্রী লাইসেন্স নিজের ইমেইল ও নাম দিয়ে রেজিস্ট্রেশান করে ডাউনলোড করে নিন ।
অ্যাভাস্ট ৮ ডাউনলোড লিংকঃ http://goo.gl/AXqhJ
অ্যাভাস্ট রেজিস্ট্রেশান লিংকঃ http://goo.gl/to9xG
আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি প্রযূক্তি কে খুব ভালবাসি। আমি চাই সবার কাছ থেকে জেনে জ্ঞান বাড়াতে ও নিজের জ্ঞান শেয়ার করতে।
আমার এন্টিভাইরাস আপনার লিংককে ব্লক করে দেয়।