আসসালামুআলাইকুম, মুসলিম ভাইদের সালাম ও পবিত্র রমজানের শুভেচ্ছা, অন্যান্য ধর্মালম্বীদের শুভেচ্ছা জানিয়ে টিউন শুরু করলাম।
এই টিউনে আমি দেখিয়েছি কি করে বড় আকারের কোন ফাইলকে ছোট ছোট পার্টে ভাগ করা যায়।
ধরুন আপনার কাছে মাইক্রোসফট অফিস 2013 সফটওয়্যারটি আছে যেটি আপনি অনলাইনের বন্ধুদের সাথে শেয়ার করতে চান। তো মাইক্রোসফট অফিস 2013 সফটওয়্যারটির সাইজ প্রায় 685এমবি। এতো বড় সাইজের ফাইলকে আপনি যে কোন সাইটে আপলোড করতে গেলে নানা বাধার সম্মুখিন হবেন , তাছাড়া যার আপনার এই ফাইলটি ডাউনলোড করতে চাইবে তারাও একদিনে হয়তো এতো বড় ফাইল নামাতে পারবেনা যদি তার প্রিমিয়াম একাউন্ট না থাকে। তাহলে উপায় কি?...... 🙄
কিংবা আপনার কাছে এমন একটি ফাইল আছে যেটির সাইজ 8.5জিবি। কিন্তু আপনি চাইছেন যে ফাইলটি ডিভডি ডিস্কে রাইট করে সংরক্ষন করতে। কিন্তু সিঙ্গেল লেয়ার ডিভিডি ডিস্কের ধারন ক্ষমতা হলো 4.7জিবি তাই রাইট করা সম্ভব হচ্ছেনা তাছাড়া ডুয়েল লেয়ার ডিভিডি 8.5জিবি তাই একটি ডিস্কে কোন ভাবেই রাইট করা যাচ্ছেনা। 😕 তাহলে উপায় কি?............ 🙄
about this video:
720p video file size = 40MB [1280x720]
Clean Audio Without Noise
উল্লেখ্য, এই ভিডিওতে যে অংশে পার্টের সাইজ ডিভিডির সমপরিমান সাইজ নির্ধারন করে দেয়া হয়েছে সেখানে আপনি ডিভিডির পরিবর্তে কতো মেগাবাইটের মধ্যে পার্ট তৈরী করতে চাইছেন সেটি নির্ধারন করে দেবেন। আর কোথাও বুজতে সমস্যা হলে মন্তব্যের মাধ্যমে জানান। আর ভালো মন্দ কেমন হলো টিউটোরিয়ালটি কিভাবে আরো ভালো করা সম্ভব তার পরামর্শ জানিয়ে উপকৃত করবেন আশা করে আজকের মতো্ এখানেই শেষ করছি।
টিউনটি উৎস্বর্গ করা হলোঃ প্রিয় শফিকুল আলম সর্দার ভাইকে যার উৎসাহে, অনুপ্রেরণায় আজকের এই ভিডিও টিউন।
আমি মোহাম্মদ খালিদ হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 1511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভিডিওটা দেখলাম। 😀 অনেক সুন্দরভাবে এডিট এবং উপস্থাপন করেছেন।
এগিয়ে যান।