কমপ্যাক্ট (Point and Shoot) ও এস এল আর ডিজিটাল ক্যামেরার বিভিন্ন পার্টস ও বাটনের সাথে পরিচিতি - গুরুত্বপূর্ণ বাটন ও ফিচারসমূহের ফাংশন ও ব্যবহার - কমপ্যাক্ট ও এস এল আরের পার্থক্য - ক্যামেরার প্রয়োজনীয় ও অতিরিক্ত উপকরণ - গ্রাফিক্যাল প্রতীক - শুরুর আগে ক্যামেরা সেটিং - ক্যামেরা ধরার কৌশল
আমার পূর্ব প্রকাশিত টিউন ডিজিটাল ক্যামেরা টিউটোরিয়াল (বেসিক) পড়া থাকলে আজকের লেখাটি বুঝতে সহজ হবে। আপনার ক্যামেরার সাথে পরিচিত হোন, ক্যামেরার সব ফাংশন/ফিচার সম্পর্কে জানুন এবং প্রতিটি বাটন/অপশনের অবস্থান ও ব্যবহার পদ্ধতি আগে থেকেই জেনে রাখুন যাতে সঠিক সময়ে সঠিক বাটনটি খুঁজে পেতে ও ব্যবহার করতে সমস্যা না হয়।মনে রাখবেন আপনার লেটেস্ট মডেলের ক্যামেরার প্রতিটি ফিচারের জন্য আপনাকে দাম দিতে হয়েছে।টিপিক্যাল কমপ্যাক্ট ডিজিটাল ক্যামেরার বেসিক পার্টস ও বাটন নিয়ে এখানে সংক্ষেপে আলাপ করলাম।বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের মধ্যে সামান্য তারতম্য হলেও আশা করি এতে আপনার ক্যামেরাকে বুঝতে সুবিধা হবে।
লেটেস্ট কমপ্যাক্ট ক্যামেরাতেও আংশিক ম্যানুয়েল এক্সপোজারের সুবিধা থাকে। নিচের ফিচারটি দেখুন:
Program auto, aperture priority, shutter priority, and manual modes
ম্যানুয়েলী সেটিংয়ের জন্য আপনার ক্যামেরার ইউজার গাইড দেখুন।
এসএলআর ও কমপ্যাক্ট ক্যামেরার মূল পার্থক্য হচ্ছে এসএলআরে ১০০% ম্যানুয়েল এক্সপোজারের (Shutter Speeds, Apertures, ISO) সুবিধা।
এছাড়া এসএলআরে সবসময় অতিরিক্ত কমপোনেন্ট (জুম লেনস্, ফ্লাশলাইট, ফিল্টার ইত্যাদি) ব্যবহারের অপশন থাকে। প্রফেশনাল ফটোগ্রাফীতে অটো এক্সপোজার থেকে ম্যানুয়েল এক্সপোজারকে বেশি গুরুত্ব দেওয়ার কারণ জানতে হলে অটো এক্সপোজের সীমাবদ্ধতা বুঝতে হবে। অটোমুডে আমরা যখন ছবি তোলার জন্য কোন সাবজেক্টকে লেন্সের মাধ্যমে ফ্রেমে আবদ্ধ করে (ফোকাস) শার্টার রিলিজ বাটন অর্ধেক চাপ দিই, তখন ক্যামেরা প্রসেসর ঐ সাবজেক্টের আলো ও কিছু পারপার্শ্বিক তথ্য নিয়ে ক্যামেরাতে আগে থেকে দেওয়া প্রোগ্রামের মাধ্যমে হিসেব করে এক্সপোজার সেটিং করে দেয়।
যখন শার্টার রিলিজ বাটন বাকী অর্ধেক অর্থাৎ পুরোটা চাপ দেই তখন এই সেটিংয়ের ভিত্তিতে ছবিটির শট নেয়। আধুনিক ক্যামেরা অটোমুডে বেশিরভাগ ক্ষেত্রে ভালো ছবি নেয় তবে সমস্যা হয় জটিল কিছু অবস্থায়। যেমন নদীর তীরে গাছের ছায়ায় দাঁড়ানো একটা লোকের ছবি নেব। লোকটার পিছনে নদীর পানি থেকে সুর্যের আলো প্রতিফলিত হচ্ছে। এখন অটো এক্সপোজে ক্যামেরা যদি নদীর পানিতে প্রতিফলিত সুর্যের আলোকে হিসেব করে এক্সপোজ সেটিং করে তবে লোকটির ছবি অন্ধকার হবে।
ধরুন ফ্লাশ ব্যবহার করে তিনটি লোকের একাটি গ্রুপ ছবি নেব, যাদের একজনের পরণে সাদা, অন্যজনের কালো এবং আরেকজনের লাল সার্ট। এখানে আলো ও রংয়ের গড় হিসেব করে এক্সপোজ সেটিং হবে। তাই সবগুলো রং ভালো নাও আসতে পারে। এছাড়া ছবিতে হালকা লাল রংয়ের একটা আবরণ আসার সম্ভাবনা খুবই বেশি। এসব সমস্যাকে এড়ানোর জন্যই ম্যানুয়েল এক্সপোজারের গুরুত্ব। উল্লেখ্য, ম্যানুয়েলী এক্সপোজার সেটিংয়ের জন্য Shutter Speeds, Apertures, ISO এবং Flash সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
এসএলআর ক্যামেরায় কমপ্যাক্ট ক্যামেরার সব ফিচারই থাকে তবে এগুলোর ক্ষমতা ও এখতিয়ার কমপ্যাক্ট ক্যামেরার চেয়ে বেশি হয়। এছাড়া অতিরিক্ত কিছু ফিচার থাকে যা বিভিন্ন ব্র্যান্ড ও মডেলে কিছুটা তারতম্য হতে পারে। সংক্ষেপে এসএলআর ক্যামেরার কমন কিছু বাটন ও ফিচার:
ডিজিটাল ক্যামেরায় বিভিন্ন অপশন ও ফিচারকে গ্রাফিক্যাল প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। বিভিন্ন কোম্পানীর প্রতীকের মধ্যে সামান্য পার্থক্য থাকলেও বেসিক প্রতীকগুলো প্রায় একইরকম। নিম্নলিখিত প্রতীকগুলো সম্পর্কে ধারনা থাকলে ডিজিটাল ক্যামেরার অপশন/ফিচার বুঝতে সুবিধা হয়।
ছবি তোলার সময় ক্যামেরা কাঁপা ও অসাবধানতায় হাত থেকে ক্যামেরা পড়ে যাওয়া খুবই সাধারণ সমস্যা। ক্যামেরা ধরার কিছু কৌশল জানা থাকলে এ সমস্যাগুলো আর থাকে না। আমরা সবাই জানি শার্টার বাটনে চাপ দেওয়ার মুহুর্তেই ছবি সেনসরে/ফিল্মে রেকর্ড হয়। আর ঠিক সেই মুহুর্তেই অনেকের হাত কেঁপে ছবি ঝাপসা হয়ে যায়।
আপনি দাড়িঁয়ে, বসে যেভাবেই ছবির শট নিন, ক্যামেরা ধরার সময় ক্যামেরার নিচে হাত বা আঙ্গুল দিয়ে সাপোর্ট দিতে ভুলবেন না। এরপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হাতের নিচে আরেকটি সাপোর্ট দিন। দাঁড়িয়ে ছবি তোলার সময় হাতের বাহু শরীরের সাথে লাগিয়ে রাখুন। আশেপাশে কোন গাছ, দেয়াল বা এধরনের কিছু থাকলে তাও সাপোর্টের জন্য ব্যবহার করতে পারেন। বসে ছবি তোলার সময় হাতের কনুই হাঁটুতে লাগিয়ে বা টেবিল-চেয়ারের উপরে হাতের বাহু রাখতে পারেন। নিচের উদাহরণগুলো দেখুন:
এসব কৌশল ব্যবহারে শুরুর দিকে একটু সমস্যা হলেও কিছুদিন অভ্যাস করলে ঠিক হয়ে যাবে। আজকে এখানেই শেষ। আগামী টিউনে ডিজিটাল ক্যামেরায় ভালো ছবি তোলার কলা-কৌশল নিয়ে আলোচনা করব।
ডিজিটাল ফটোগ্রাফি টিউটোরিয়াল (কমপোজিশন ও এক্সপোজার)
তথ্যসূত্র:
ইন্টারনেট ও পত্রপত্রিকাDummies,
Digital Camera Techniques by John Kim
আমি জোবাইর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়ে অনেক কিছু বুঝা গেল…আমার মত যারা নতুন তাদের কাজে আসবে…
আরো জানলাম আপনি নাকি উদার মনের মানুষ…তো আপনার সাথে পরিচিত হতে চাই
ইয়াহু বা জি মেইল sabbirahat নক করতে পারেন…