ফরেক্সের ট্রেডিং সিস্টেম তৈরি করা অনেক কঠিন। অনেক বছরের সাধনায় একটা ট্রেডিং সিস্টেম তৈরি হয়। তাও সব ট্রেডে প্রফিট হয় না। ফরেক্সে অনেকেই বলেন টেকনিক্যাল এনালাইসিসে আমরা যেইসব ইনডিকেটর ব্যবহার করি সেইগুলা কাজ করে না।সকল ইনডিকেটর যদি ১০০% অনুসরন করতে পারেন কোনটাই লস দিবে না। কিন্তু ১০০% অনুসরন করা আমাদের পক্ষে সম্ভব না। ইনডিকেটর গুলো আমরা সাধারনত যেভাবে করি তার চেয়ে একটু ভিন্নভাবে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। আজকে একটি ইনডিকেটরকে একটু ভিন্ন ভাবে ব্যবহার করব।
ইনডিকেটরঃ bbsqueeze_dark[1].ex4
টাইমফ্রেমঃ ১ ঘণ্টা
কারেন্সিঃEUR/JPY
টেক প্রফিটঃ ৫০ পিপ্স
ইনডিকেটরের ভেলুঃ bolprd= 15
বাই এন্ট্রিঃ
যখন ইনডিকেটর নীল বার দেখাবে তখন বাই এন্ট্রি নিতে হবে। তবে বার নীল হবার পর একবার অপেক্ষা করে এন্ট্রি নিতে হবে। বার কালার পরিবর্তিত হলেই ট্রেড বন্ধ করে দিতে হবে। টেক প্রফিট হবে ৫০ পিপ। আপনারা ট্রেইলিং ২৫ পিপ ব্যবহার করতে পারেন।
সেল এন্ট্রিঃ
যখন ইনডিকেটর লাল বার দেখাবে তখন সেল এন্ট্রি নিতে হবে। তবে বার লাল হবার পর একবার অপেক্ষা করে এন্ট্রি নিতে হবে। বার কালার পরিবর্তিত হলেই ট্রেড বন্ধ করে দিতে হবে। টেক প্রফিট হবে ৫০ পিপ।
এই ইনডিকেটর আমরা মার্কেট বলিংগার ব্যান্ড স্কুইজ হয়ে আছে নাকি তা দেখতে ব্যবহার করে থাকি। আমি এই ইনডিকেটরের হিস্টোগ্রাম ব্যবহার করেছি এন্ট্রি নেবার ক্ষেত্রে। এইটা শুধু eur/jpy, gbp/jpy ভালো কাজ করে। তবে এই ইনডিকেটরের ভেলু পরিবর্তন করে অন্য কারেন্সিতে ভালো রেসাল্ট পাওয়া যেতে পারে। লট অবশ্যই স্ট্যান্ডার্ড লটের অর্ধেক নিতে হবে এবং এন্ট্রি নেবার পর যদি মার্কেট ৩০ পিপ উপরে উঠে যায় তাহলে আবার আরেকটা এন্ট্রি নিতে পারেন গ্রিড সিস্টেমের মত। তবে বার কালার পরিবর্তিত হলেই সব ট্রেড বন্ধ করে দিতে হবে।
ইনডিকেটর ডাউনলোড লিংকঃ
http://rapidshare.com/files/2789510062/bbsqueeze_dark%5B1%5D.ex4
আমি bijoym48। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai stop lose koto dita hobe bolle valo hoto