ফরেক্স ট্রেডিং সিস্টেমঃ পর্ব ১

ফরেক্সের ট্রেডিং সিস্টেম তৈরি করা অনেক কঠিন। অনেক বছরের সাধনায় একটা ট্রেডিং সিস্টেম তৈরি হয়। তাও সব ট্রেডে প্রফিট হয় না। ফরেক্সে অনেকেই বলেন টেকনিক্যাল এনালাইসিসে আমরা যেইসব ইনডিকেটর ব্যবহার করি সেইগুলা কাজ করে না।সকল ইনডিকেটর যদি ১০০% অনুসরন করতে পারেন কোনটাই লস দিবে না। কিন্তু ১০০% অনুসরন করা আমাদের পক্ষে সম্ভব না। ইনডিকেটর গুলো আমরা সাধারনত যেভাবে  করি তার চেয়ে একটু ভিন্নভাবে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। আজকে একটি ইনডিকেটরকে একটু ভিন্ন ভাবে ব্যবহার করব।

ইনডিকেটরঃ bbsqueeze_dark[1].ex4

টাইমফ্রেমঃ ১ ঘণ্টা

কারেন্সিঃEUR/JPY

টেক প্রফিটঃ ৫০ পিপ্স

ইনডিকেটরের ভেলুঃ  bolprd= 15

বাই এন্ট্রিঃ

যখন ইনডিকেটর নীল বার দেখাবে তখন বাই এন্ট্রি নিতে হবে। তবে বার নীল হবার পর একবার অপেক্ষা করে এন্ট্রি নিতে হবে। বার কালার পরিবর্তিত হলেই ট্রেড বন্ধ করে দিতে হবে। টেক প্রফিট হবে ৫০ পিপ। আপনারা ট্রেইলিং ২৫ পিপ ব্যবহার করতে পারেন।

সেল এন্ট্রিঃ

যখন ইনডিকেটর লাল বার দেখাবে তখন সেল  এন্ট্রি নিতে হবে। তবে বার লাল হবার পর একবার অপেক্ষা করে এন্ট্রি নিতে হবে। বার কালার পরিবর্তিত হলেই ট্রেড বন্ধ করে দিতে হবে। টেক প্রফিট হবে ৫০ পিপ।

এই ইনডিকেটর আমরা মার্কেট বলিংগার ব্যান্ড স্কুইজ হয়ে আছে নাকি তা দেখতে ব্যবহার করে থাকি। আমি এই ইনডিকেটরের হিস্টোগ্রাম ব্যবহার করেছি এন্ট্রি নেবার ক্ষেত্রে। এইটা শুধু  eur/jpy, gbp/jpy ভালো কাজ করে। তবে এই ইনডিকেটরের ভেলু পরিবর্তন করে অন্য কারেন্সিতে ভালো রেসাল্ট পাওয়া যেতে পারে। লট অবশ্যই স্ট্যান্ডার্ড লটের অর্ধেক নিতে হবে এবং এন্ট্রি নেবার পর যদি মার্কেট ৩০ পিপ উপরে উঠে যায় তাহলে আবার আরেকটা এন্ট্রি নিতে পারেন গ্রিড সিস্টেমের মত। তবে বার কালার পরিবর্তিত হলেই সব ট্রেড বন্ধ করে দিতে হবে।

ইনডিকেটর ডাউনলোড লিংকঃ

http://rapidshare.com/files/2789510062/bbsqueeze_dark%5B1%5D.ex4

Level 0

আমি bijoym48। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai stop lose koto dita hobe bolle valo hoto

    Level 0

    @cseboss:

    স্টপলস এখানে ব্যবহার করার দরকার নাই। কারন হিস্টোগ্রাম বার নীল থেকে লাল হলেই বন্ধ করে দিবেন ট্রেড। এন্ট্রি নিবেন অর্ধেক লটে। যদি ইনভেস্ট থাকে ২০০$ তাহলে লট হবে ০.০১ লট।এই ইনডিকেটর লসে গেলেও খুব লস হয় না। আর হাফ লট এন্ট্রি নেয়ার কারনে ড্র ডাউন কম থাকে।

Level 0

Darun, i will try in demo first.

    Level 0

    @rmizanur:

    ডেমো তে চেষ্টা করলে সব সময় ভালো রেসাল্টই আসবে। লাইভ একাউন্টের সবচেয়ে ছোট লটে ট্রেড করতে থাকেন। তাহলে লাইভ রেসাল্টটা পাবেন।

Level 0

vai bar ar color change hota hota to onek pips lose hoya jay 100 ar upora
apni koto din ai strategy follow koran and success rate koto ?

    Level 0

    @cseboss:
    ১০০ পিপ লস একটি ট্রেডে লস গেলেও এই সপ্তাহে আগের দিনগুলোতে সে ৩ টা ৫০ পিপ সিগনাল দিয়েছে। সেই হিসেবে এই সপ্তাহে প্রফিট হয়েছে ৫০ পিপ।
    এইটা আমার ট্রেডিং সিস্টেমে সাপোর্ট হিসেবে কাজ করে। আমি এই সিস্টেম থেকে মাসে মাত্র ৫- ১০% প্রফিট আশা করি।
    সাকসেস রেটের অর্থ আমার কাছে হল ট্রেডিং সিস্টেম আমাকে মাসে কোন লস দিবে না। সেই হিসেবে এই সিস্টেম ১০০% নির্ভরযোগ্য।১০০ পিপ লস গেলেও আপনার মাত্র ৫% লস গেছে। কারন আপনি সবসময় অর্ধেক লট ট্রেড করবেন।