৩৩০ জিবি ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন এর উপর ভিডিও টিউটোরিয়াল। টিউটশেয়ার বিডি আপনাদের দিচ্ছে সম্পূর্ণ ফ্রী তে!

ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, 3D এনিমেশন, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওয়ার্ডপ্রেস, ব্লগিং, এফিলিয়েট, প্রোগ্রামিং, মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট ইত্যাদি কাজ এর অনেক চাহিদা আন্তর্জাতিক বাজারে । বিভিন্ন ফ্রীল্যান্স মার্কেটপ্লেস এ এসব কাজের যেমন চাহিদা তেমন মুল্য । এসব কাজ শিখে যে কেও আত্মনির্ভরশীল হতে পারে । বাংলাদেশে কিছু ওয়েব ডিজাইনার, ডেভেলপার, গ্রাফিক্স ডিজানার আছে যারা প্রতি মাসে এসব কাজ করে ১-৫ লক্ষ টাকার ও বেশি আয় করেন ।

বর্তমানে অনেকেই এসব কাজ শিখতে আগ্রহী । কিন্তু বাংলাদেশে ভাল কোন ট্রেইনিং সেন্টার নেই যেখানে এসব কাজ খুব ভাল শেখানো হয় । অনলাইন এ অনেক ভিডিও টিউটোরিয়াল পাওয়া যায় । সেগুলো খুবি মানসম্পন্ন এবং সেগুলো থেকে ভাল কাজ শেখা যায় । কিন্তু দুঃখের বিষয় অধিকাংশ টিউটোরিয়াল গুলোই প্রিমিয়াম, যা অনেক টাকা দিয়ে কিনতে হয় । কিন্তু বাংলাদেশে যারা নতুন কাজ শিখে তাদের সেই সামর্থ্য থাকে না যে এসব টিউটোরিয়াল কিনে ব্যবহার করবে । তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাদের এইসব ভিডিও পাইরেসি করে ডাউনলোড করতে হয় । আবার গ্রাম অঞ্চলে ডাউনলোড করার মত স্পীড ও নেই । তাই এমন সুবিধাবঞ্চিত কাজ শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস ।

আমরা নিজেরা এসব টিউটোরিয়াল ডাউনলোড করি এবং বিভিন্ন মানুষ থেকে সংগ্রহ করি । এবং যখন অনেকগুলো টিউটোরিয়াল হয় তখন এসব টিউটোরিয়াল সবার কাছে পৌঁছে দেই । আর এর পুরোটাই আমরা করি সম্পূর্ণ ফ্রী তে । এসব টিউটোরিয়াল বিতরণ এর জন্য কারো কাছ থেকে কোন প্রকার অর্থ আমরা নেই না । এটি একটি সম্পূর্ণ Non-Profit Organization.

গ্রুপ এডমিন এবং তাদের পরিচয়ঃ

Shuvo Nasir

গ্রুপ এর প্রতিষ্ঠাতা ।

Rakibul Hasan

টিউটোরিয়াল পরিচালক । (টিউটোরিয়াল সংগ্রহ এবং বিতরণ)

Nils Niloy

ভলেন্টিয়ার পরিচালক । সকল ভলেন্টিয়ার এর দায়িত্ব তার উপর ।

Rony Satiar

ঢাকা জেলা ভলেন্টিয়ার লিডার । তিনি ঢাকা জেলার সিনিয়র ভলেন্টিয়ার বা ভলেন্টিয়ার লিডার ।

টিউটোরিয়াল গুলো সবার কাছে পৌঁছে দেয়ার জন্য আমাদের ভলেন্টিয়ার রা আমাদের সাহায্য করেন । প্রত্যেক জেলায় আমাদের ভলেন্টিয়ারগন তাদের জেলার সকল কাজ শিখতে আগ্রহী এমন মানুষের কাছে টিউটোরিয়াল গুলো দিয়ে দেয় । পোর্টেবল হার্ডডিস্ক এর সাহায্যে তারা এসব টিউটোরিয়াল সংগ্রহ করে থাকে ।

বিভিন্ন বিষয় এর উপর টিউটোরিয়াল নিয়ে আমাদের আলাদা প্রোজেক্ট করা হয় । এর মধ্যে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এবং গ্রাফিক্স ডিজাইন নিয়ে একটা প্রোজেক্ট চলছে । আগামীতে প্রোগ্রামিং, মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং নিয়ে একটি প্রোজেক্ট হবে । প্রত্যেক প্রোজেক্ট এর শুরুতে একটি মিটাপ হয় । ওয়েব ডেভেলপমেন্ট এবং গ্রাফিক্স ডিজাইন এর মিটাপ হয়েছিল ৩১ মে ২০১৩ ঢাকার টিএসসি তে । সেখানে প্রায় ১৮০+ মানুষ অংশগ্রহণ করেছিল ।

সর্বমোট ৩৩৮ জিবি টিউটোরিয়াল । ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর ১৯২ জিবি এবং গ্রাফিক্স ডিজাইন এর ১৪১ জিবি আর ইবুক রয়েছে ৪.৭ জিবি । আমরা সবগুলো টিউটোরিয়াল জিপ করে দিচ্ছি । জিপ করা অবস্থায় সাইজ কিছুটা কম, মোট সাইজ ৩০০ জিবি । তাই কেও সাইজ কম দেখে ঘাবড়ে জাবেন না ।

সবগুলো ফাইলঃ

ইবুক ফাইলঃ

গ্রাফিক্স ডিজাইন ফাইলঃ

ওয়েব ডিজাইন ফাইলঃ

কিছু টিউটোরিয়াল এর স্ক্রীনশটঃ

বিস্তারিত জানার জন্য বা যেকোনো প্রকার সাহায্যের জন্য গ্রুপ এ পোস্ট করুন ।

আজই গ্রুপ এ জয়েন করে নিনঃ https://www.facebook.com/groups/tutsharebd/

টিউটশেয়ার বিডি সম্পর্কে বিস্তারিত ও নীতিমালা জানতেঃ https://www.facebook.com/groups/tutsharebd/doc/243708682438130/

টিউটোরিয়াল নেয়ার জন্য আপনার করনীয়ঃ https://www.facebook.com/groups/tutsharebd/doc/266876860121312/

ভলেন্টিয়ার এর তালিকা, যাদের কাছে সবগুলো টিউটোরিয়াল পাওয়া যাবেঃ https://www.facebook.com/groups/tutsharebd/doc/248958231913175/

আপনিও চাইলে ভলেন্টিয়ার হয়ে আমাদের এবং দেশের ইন্টারনেট স্পীড সুবিধা বঞ্চিতদের সাহায্যে এগিয়ে আসতে পারেন ।

ভলেন্টিয়ার হবার জন্য নীতিমালাঃ https://www.facebook.com/groups/tutsharebd/doc/262263963915935/

ভলেন্টিয়ার হিসেবে রেজিস্টার করতেঃ https://www.facebook.com/groups/tutsharebd/doc/263029247172740/

আমাদের টিউটোরিয়াল এর লিস্টঃ

গ্রাফিক্স ডিজাইনঃ https://www.facebook.com/groups/tutsharebd/doc/260336007442064/

ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টঃ https://www.facebook.com/groups/tutsharebd/doc/259968024145529/

Level 0

আমি কম্পিউটার লাভার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 101 টি টিউন ও 1258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Also known as "Raiku Saiko". React.js & Javascript Developer. Former Wordpress Developer, Front-end Designer. Technology Addicted.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ভাল উদ্যোগ। আমি গুগল স্কাচআপ শিখছি। বাংলা টিউটরিয়াল পেলে আরও উপকৃত হতাম।

অনেক ধন্যবাদ ,রাকিব ভাই ।

এগুলো সব জেলায় কবে দিবে ?

সাথে ছিলাম । সাথেই আছি রাকিবুল ভাইয়া। 😛 আমার প্রয়োজন এফএল স্টুডিও 10 এর লিন্ডার টিউটোরিয়াল। http://www.lynda.com/FL-Studio-training-tutorials/1573-0.html যদি পারেন তো একটু চেষ্টা করে দেখবেন প্লিজ

ভাই আপনাদের যদি এই উদ্যোগকে আরো সম্প্রসারিত করার ইচ্ছা থাকে তাহলে আমি চট্টগ্রাম এর ভলান্টিয়ার হতে চাই। আপনাদের সাড়া পেলে আমি আমার টেকি বন্ধুমহলে এ নিয়ে আলোচনা করব এবং নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিব।

Waiting for your reply……

আপনাদে উদ্দগ ভাল

TUTORIAL GOLA KIBABA PABO

Level 0

vai admin der request marle ki tara block n report mare ?? 😛

Level 0

অনেক ভালো উদ্যোগ । শেয়ার করার জন্য ধন্যবাদ।