ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, 3D এনিমেশন, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওয়ার্ডপ্রেস, ব্লগিং, এফিলিয়েট, প্রোগ্রামিং, মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট ইত্যাদি কাজ এর অনেক চাহিদা আন্তর্জাতিক বাজারে । বিভিন্ন ফ্রীল্যান্স মার্কেটপ্লেস এ এসব কাজের যেমন চাহিদা তেমন মুল্য । এসব কাজ শিখে যে কেও আত্মনির্ভরশীল হতে পারে । বাংলাদেশে কিছু ওয়েব ডিজাইনার, ডেভেলপার, গ্রাফিক্স ডিজানার আছে যারা প্রতি মাসে এসব কাজ করে ১-৫ লক্ষ টাকার ও বেশি আয় করেন ।
বর্তমানে অনেকেই এসব কাজ শিখতে আগ্রহী । কিন্তু বাংলাদেশে ভাল কোন ট্রেইনিং সেন্টার নেই যেখানে এসব কাজ খুব ভাল শেখানো হয় । অনলাইন এ অনেক ভিডিও টিউটোরিয়াল পাওয়া যায় । সেগুলো খুবি মানসম্পন্ন এবং সেগুলো থেকে ভাল কাজ শেখা যায় । কিন্তু দুঃখের বিষয় অধিকাংশ টিউটোরিয়াল গুলোই প্রিমিয়াম, যা অনেক টাকা দিয়ে কিনতে হয় । কিন্তু বাংলাদেশে যারা নতুন কাজ শিখে তাদের সেই সামর্থ্য থাকে না যে এসব টিউটোরিয়াল কিনে ব্যবহার করবে । তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাদের এইসব ভিডিও পাইরেসি করে ডাউনলোড করতে হয় । আবার গ্রাম অঞ্চলে ডাউনলোড করার মত স্পীড ও নেই । তাই এমন সুবিধাবঞ্চিত কাজ শিখতে আগ্রহীদের জন্য আমাদের এই ছোট্ট প্রয়াস ।
আমরা নিজেরা এসব টিউটোরিয়াল ডাউনলোড করি এবং বিভিন্ন মানুষ থেকে সংগ্রহ করি । এবং যখন অনেকগুলো টিউটোরিয়াল হয় তখন এসব টিউটোরিয়াল সবার কাছে পৌঁছে দেই । আর এর পুরোটাই আমরা করি সম্পূর্ণ ফ্রী তে । এসব টিউটোরিয়াল বিতরণ এর জন্য কারো কাছ থেকে কোন প্রকার অর্থ আমরা নেই না । এটি একটি সম্পূর্ণ Non-Profit Organization.
গ্রুপ এডমিন এবং তাদের পরিচয়ঃ
গ্রুপ এর প্রতিষ্ঠাতা ।
টিউটোরিয়াল পরিচালক । (টিউটোরিয়াল সংগ্রহ এবং বিতরণ)
ভলেন্টিয়ার পরিচালক । সকল ভলেন্টিয়ার এর দায়িত্ব তার উপর ।
ঢাকা জেলা ভলেন্টিয়ার লিডার । তিনি ঢাকা জেলার সিনিয়র ভলেন্টিয়ার বা ভলেন্টিয়ার লিডার ।
টিউটোরিয়াল গুলো সবার কাছে পৌঁছে দেয়ার জন্য আমাদের ভলেন্টিয়ার রা আমাদের সাহায্য করেন । প্রত্যেক জেলায় আমাদের ভলেন্টিয়ারগন তাদের জেলার সকল কাজ শিখতে আগ্রহী এমন মানুষের কাছে টিউটোরিয়াল গুলো দিয়ে দেয় । পোর্টেবল হার্ডডিস্ক এর সাহায্যে তারা এসব টিউটোরিয়াল সংগ্রহ করে থাকে ।
বিভিন্ন বিষয় এর উপর টিউটোরিয়াল নিয়ে আমাদের আলাদা প্রোজেক্ট করা হয় । এর মধ্যে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এবং গ্রাফিক্স ডিজাইন নিয়ে একটা প্রোজেক্ট চলছে । আগামীতে প্রোগ্রামিং, মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং নিয়ে একটি প্রোজেক্ট হবে । প্রত্যেক প্রোজেক্ট এর শুরুতে একটি মিটাপ হয় । ওয়েব ডেভেলপমেন্ট এবং গ্রাফিক্স ডিজাইন এর মিটাপ হয়েছিল ৩১ মে ২০১৩ ঢাকার টিএসসি তে । সেখানে প্রায় ১৮০+ মানুষ অংশগ্রহণ করেছিল ।
সর্বমোট ৩৩৮ জিবি টিউটোরিয়াল । ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর ১৯২ জিবি এবং গ্রাফিক্স ডিজাইন এর ১৪১ জিবি আর ইবুক রয়েছে ৪.৭ জিবি । আমরা সবগুলো টিউটোরিয়াল জিপ করে দিচ্ছি । জিপ করা অবস্থায় সাইজ কিছুটা কম, মোট সাইজ ৩০০ জিবি । তাই কেও সাইজ কম দেখে ঘাবড়ে জাবেন না ।
সবগুলো ফাইলঃ
ইবুক ফাইলঃ
গ্রাফিক্স ডিজাইন ফাইলঃ
ওয়েব ডিজাইন ফাইলঃ
কিছু টিউটোরিয়াল এর স্ক্রীনশটঃ
বিস্তারিত জানার জন্য বা যেকোনো প্রকার সাহায্যের জন্য গ্রুপ এ পোস্ট করুন ।
আজই গ্রুপ এ জয়েন করে নিনঃ https://www.facebook.com/groups/tutsharebd/
টিউটশেয়ার বিডি সম্পর্কে বিস্তারিত ও নীতিমালা জানতেঃ https://www.facebook.com/groups/tutsharebd/doc/243708682438130/
টিউটোরিয়াল নেয়ার জন্য আপনার করনীয়ঃ https://www.facebook.com/groups/tutsharebd/doc/266876860121312/
ভলেন্টিয়ার এর তালিকা, যাদের কাছে সবগুলো টিউটোরিয়াল পাওয়া যাবেঃ https://www.facebook.com/groups/tutsharebd/doc/248958231913175/
আপনিও চাইলে ভলেন্টিয়ার হয়ে আমাদের এবং দেশের ইন্টারনেট স্পীড সুবিধা বঞ্চিতদের সাহায্যে এগিয়ে আসতে পারেন ।
ভলেন্টিয়ার হবার জন্য নীতিমালাঃ https://www.facebook.com/groups/tutsharebd/doc/262263963915935/
ভলেন্টিয়ার হিসেবে রেজিস্টার করতেঃ https://www.facebook.com/groups/tutsharebd/doc/263029247172740/
আমাদের টিউটোরিয়াল এর লিস্টঃ
গ্রাফিক্স ডিজাইনঃ https://www.facebook.com/groups/tutsharebd/doc/260336007442064/
ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টঃ https://www.facebook.com/groups/tutsharebd/doc/259968024145529/
আমি কম্পিউটার লাভার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 101 টি টিউন ও 1258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Also known as "Raiku Saiko". React.js & Javascript Developer. Former Wordpress Developer, Front-end Designer. Technology Addicted.
অনেক ভাল উদ্যোগ। আমি গুগল স্কাচআপ শিখছি। বাংলা টিউটরিয়াল পেলে আরও উপকৃত হতাম।