ওয়ার্ডপ্রেস শিখুন খুব সহজে !!! ( পর্ব – ৬ )

সব গুলো পর্ব দেখতে এখানে ক্লিক করুন ।

ওয়ার্ডপ্রেস এর অনেক পর্বই লেখা শেষ হয়ে গেল । পর্ব ছয় শিখতে চলেছি । আশা করি সবার ভাল লাগবে । আমি আজ আপনাদের ওয়ার্ডপ্রেসের উচ্চতর ধারনা দিতে চেষ্টা করব ।

লেখার কয়েকটি বিষয় :

  • আপনি সাধারন কয়েকটা html tag এখানে ব্যবহার করতে পারবেন ।
  • লেখার সময় code বাটনে ক্লিক করে কোড লিখতে হয় । কোড লেখা হয়ে গেলে /code বাটনে ক্লিক করতে হবে ।
  • লেখাকে সুন্দর করার জন্য html এর লেখা ডিজাইন করার কোড ব্যবহার করেন ।
  • ওয়ার্ডপ্রেস এর আর যে বাটন গুলো আছে তার প্রায় সবগুলোই code বাটনের মত ।
  • আপনি যদি আপনার ব্লগে read more অথবা আরো পড়ুন যোগ করতে চান তাহলে কিছু অংশ লেখার পরে more বাটনে ক্লিক করে পরের থেকে লেখা শুরু করুন ।
  • থিম নিয়ে কিছু কথা :

  • থিমের বিভিন্ন অংশ এডিট করার জন্য themes option এ যান ।
  • থিমের কোড এডিটের জন্য code editor or editor অপশনে যান ।
  • থিমের জিপ ফাইলে আপলোড করে থিম যোগ করা যাই ।
  • প্লাগিন্স নিয়ে কিছু কথা :

  • প্লাগিন্স জিপ ফাইল আপলোড করে এড করা যাই ।
  • একটিভ , ডিএকটিভ , এডিট এই তিনটি অপশনই গুরুত্বপূর্ণ । তবে এডিট অপশনে কোনো গুরুত্বপূর্ণ কাজ ছারা হাত দেবেন না ।
  • আপনাদের ভাল লাগলে অবশ্যই কমেন্ট করবেন । আর এই পোস্ট দিয়ে " ওয়ার্ডপ্রেস শিখুন " এ টিউটোরিয়াল শেষ করছি । আপনাদের প্রয়োজন হলে আমাকে কমেন্ট করুন । তাহলে পরে আরো পর্ব লেখা হবে । সবাই কে অনেক ধন্যবাদ ।

    Level 0

    আমি Shanto sid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 239 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

    আমি ডিজিটাল ম্যান বিডি or Shanto Datta । আমি একজন ছাত্র । এখন কিছু টুকটাক ওয়েব ডিজাইন শিখছি । নিজের ব্যবহারের জন্য যে টুকু দরকার। আর সেই অল্প ঞ্জান আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব । (ধন্যবাদ)


    টিউনস


    আরও টিউনস


    টিউনারের আরও টিউনস


    টিউমেন্টস

    খুব সুন্দর একটি সিরিজ এর জন্য তোমাকে ধন্যবাদ।
    আশা করি জুমলা টিউটোরিয়াল শুরু করবা এইবার।
    ভালো থেকো। আর শোন পড়ালেখায় মনোযোগ দিয়ো কিন্তু।
    😀 😀 😀

      ও !!! এত তারাতারি কোন টিউনে মন্তব্য পাই নাই । অনেক অনেক অনেক ধন্যবাদ ।

    সালাম, ডিজিটাল ভাই .আমার একটা ডোমেইন আছে কিন্তু কাকে দিয়ে ব্লগ -সাইট বানবো।জানিনা।
    কোন সফ্টওয়ার দিয়া সবেচয়ে ভালো হবে জানাবেন।ভালো টিউন, ধারাবাহিক ভাবে চালিয়ে যান।………………………..ধন্যবাধ,

      আপনাকেও ধন্যবাদ । আমার কাছে ভাল ওয়ার্ডপ্রেস । তবে জুমলাও ভাল । ফোরামের জন্য phpbb , punbb এ দুইটা ভাল ।

    অনেক ধন্যবাদ ওয়ার্ডপ্রেস সম্পর্কে ধারনা দেবার জন্য।

      আপনাকেও অসংখ্য ধন্যবাদ ।

    Level 0

    অনেক অনেক অনেক ধন্যবাদ……..

    টিউনটি ধারাবাহিক করার জন্য………….

    Level 0

    অনেক অনেক অনেক ধন্যবাদ……..

    টিউনটি ধারাবাহিক করার জন্য………….

    thnx…

    Level 0

    সব পর্ব একসাথে দেখুন………… লিঙ্কটা ক্লিক করলে তো (http://www.rujkc.com/u_11997.html) এই সাইটে চলে যায়