Windows XP এর Live ডিস্ক তৈরি করে হার্ডডিস্ক ছাড়াই পিসি/ল্যাপটপ চালান।

Windows XP এর Live ডিস্ক তৈরি করে হার্ডডিস্ক ছাড়াই পিসি/ল্যাপটপ চালান।

সকলকে সালাম জানিয়ে শুরু করছি। এটি আমার ৩য় টিউন, আশা করি সকলের পছন্দ হবে।

Windows XP এর Live ডিস্ক দিয়ে আপনি হার্ডডিস্ক ছাড়াই উইনডোজ চালাতে পারবেন। কোন কারণে আপনার উইনডোজ বুট না হলে এই ডিস্ক ব্যাবহার করে উইনডোজ রিপেয়ার করতে পারবেন।

Live ডিস্ক তৈরির করার জন্য যেগুলো লাগবে :
* Windows XP Installation Disk
* PEBuilder : http://nu2.nu/download.php?sFile=pebuilder3110a.exe
* xpe-1.0.7.cab : http://computernetworkingnotes.com/images/tips_and_tricks/xp/download/xpe-1.0.7.cab

প্রথমে PEBuilder সফ্টওয়ারটি  Administrator হিসেবে চালু করুন  (pebuilder.exe তে রাইট ক্লিক করে Run as administrator)


সফ্টওয়ারটি চালু হলে ওপরের চিত্রের মত দেকতে পাবেন। এখন চিত্রে চিহ্নিত (...) এ ক্লিক করে আপনার Windows XP Installation ডিস্ক সিলেক্ট করে OK দিন। (আমার Windows XP Installation ডিস্ক "C:/xp_cd/" Directory তে কপি করা আছে তাই এই Directory সিলেক্ট করেছি)

Custom এ আপনি আপনার প্রয়োজনীয় ফাইলসমূহ লাইভ ডিস্ক এ রাখার জন্য সিলেক্ট করুন। লাইভ ডিস্কে Portable Software ব্যবহার করতে হবে। Portable Softwareএই লিংকে পাওয়া যাবে : http://portableapps.com/

এরপর Plugins এ Add ক্লিক করে 'xpe-1.0.7.cab' ফাইলটি সিলেক্ট করুন



নিচের চিত্রের মতো OK ক্লিক করুন

এরপর Plugins এ Startup Group এবং Nu2shell প্লাগিন দুটি Enable/Disable বাটন এ ক্লিক করে Disable করে দিন

এবার Media output এ Create ISO Image সিলেক্ট করে ISO ফাইলটি যেখানে Save করবেন সেখানকার Location দিন অথবা সরাসরি সিডিতে বার্ন করতে চাইলে Burn to CD/DVD সিলেক্ট করে Build ক্লিক করুন।

কিছুক্ষনের মধ্যে আপনার লাইভ সিডি তৈরি হয়ে যাবে।

এখন আপনার তৈরি লাইভ সিডিটি পিসিতে প্রবেশ করিয়ে Windows XP চালাতে পারবেন। ISO Image হিসেবে Build করলে ISO ফাইলটি পরে বার্ন করতে পারবেন এবং VirtualBox এ ISO ফাইলটি রান করিয়ে আপনার লাইভ উইনডোজ টেস্ট করতে পারবেন।

কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন

আমার ফেইসবুক পেজ : http://facebook.com/bdtso
আমার ফেইসবুক আইডি : http://facebook.com/asnbd

Level 0

আমি Asswad Sarker Nomaan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

উইন্ডোজ ৮ কিভাবে করবো? টিউনের জন্য ধন্যবাদ।

Level 0

Win 7 Er Live Disk Ki Ase Apnar Kase Takle ISO File Ta Plz Amake Ektu Deben.

Level 2

আমার একটা ল্যাপটপের হার্ড ডিস্ক নষ্ট হওয়ায় হার্ড ডিস্কটি খুলে ফেলেছি, ল্যাপটপের বাকি সব কিছু ঠিক আছে, এ অবস্থায় live disk দিয়ে ল্যাপটপ টি চালানো যাবে?

Level 0

এক কথায় অসাধারন ! তবে একটা প্রশ্ন আছে এর মাধ্যমে কি উইন্ডোজ ৭ এর লাইভ CD/DVD তৈরি করা যাবে ?

    Level 0

    @voltrome: Windows 7 er jonno MakePE3 Software lagbe

thanks bro