ট্যালি ৯ টিউটোরিয়াল (ধারাবাহিক) পর্ব-২

ইন্সটেলেশনঃ

আমি এখানে ভার্সন ৯ এর উপর ভিত্তি করে টিউটোরিয়াল লিখছি। তবে আপনি চাইলে এর বর্তমান ভার্সন ৯ ই. পি . আর ব্যবহার করতে পারেন।

ট্যালি ইন্সটল করার জন্য নিচের পদক্ষেপ গুলো নিন। ট্যালি সেটআপ ফাইলে ডাবল ক্লিক করুন এবং নেক্সট এ ক্লিক করুন।

tallyse


এখানে আপনি প্রয়োজনুযায়ী আপনার ডাইরেক্টরী পরিবর্তন করে নিতে পারেন।ডাইরেক্টরী পরিবর্তন করে নেওয়াটাই সবচেয়ে উত্তম । যেমনঃ ধরুন, আপনি সি ড্রাইভে না রেখে ডি বা অন্যকোন ড্রাইভে রাখলে, কোন কারনে ও. এস নস্ট হয়ে গেলেও, চিন্তা করতে হবে না। কারন আপনার ট্যালির সমস্ত ডাটা ডি বা অন্য কোন ড্রাইভে আছে। এজন্য আপনাকে application Directory এর c:\tally এর স্থলে D:\tally এবং একই নিয়মে data directory, configuration directory এর পাথ পরিবর্তন করে নিতে পারেন। Language directory এটি অপশনাল।

নেটওয়ার্ক এ ট্যালি ব্যবহার করতে চাইলে run tally license server at windows startup ( for tally gold user) এ চেক বক্স এ ক্লিক করুন।

[এ বিষয়ক কনফিগারেশন পরে আলোচনা হবে।]


এখান থেকে সার্ক ভুক্ত দেশ হলে india/SAARC নির্ধারন করুন, অন্যথায় international নিধার্রন করুন।

ইন্সটল প্রক্রিয়া শেষ হলে , দেখুন ডেস্কটপে এর সর্টকাট আইকন এবং সি ড্রাইভে( এটা নির্ভর করবে ইন্সটল করার সময় দেওয়া পাথ এর উপর, আমি এখানে ডিফল্ট পাথ হিসাবে সি ড্রাইভ নিধারণ করেছি) প্রবশ করে দেখুন ট্যালি নামে একটি ফোল্ডার এবং তার ভিতর ১৩টি ফাইল এবং দুটি ফোল্ডার রয়েছ।

আসুন জেনে নিই এগুলোর প্রধান কাজ সমূহঃ

Data ফোল্ডারে আপনার তৈরি করা সমস্ত ডাটা ফাইলগুলি অবস্থান করে।

Lang ফোল্ডারে ভাষা জন্য ব্যবহৃত ফাইল গুলি থাকে।

এখান থেকে মূলত আমাদেরকে tally9, tallylicsever এবং tally কনফিগার ফাইল নিয়ে কাজ করতে হবে।


এবার ট্যালি চালু করুন । লাইসেন্স করা ভার্শন হলে , এর জন্য কী টাইপ করুন, আর লাইসেন্স করা না থাকলে, ইডুকেশন মুডেও ব্যবহার করতে পারবেন।



 

Level 0

আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Dear Brother
Good work? I know account is not a mater of joke but the way you proceed is nice. I hope you continue your tutorial. Wish you all the best.

Monir

    ধন্যবাদ, মনির ভাই, আমি জানি একাউন্টিং একটি সিরিয়াস সাবজেক্ট। শুধু একাউন্টিং নিয়ে আলোচনা শুরু করলে, অনেকেই ট্যালি শিখার আগ্রহ হারিয়ে ফেলবে, তাই আমি চেস্টা করছি একাউন্টিং এর খটমটে আলোচনা বাদ দিয়ে, এমন ভাবে টিউটোরিয়ালটি লিখতে , যেন, যারা একাউন্টিং জানে না তাদেরও কাজে আসে।

একটা জিনিস বুঝলাম না ।টালি কোন দেশের তৈরী সফটওয়্যার ? আর টালি ডাউনলোড করার কি কোন উপায় আছে ??

Level New

(অবৈধ উপায় , এটা না হয় নাই বললাম)>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
বলে দেন ভাই কাজে আসব আমাদের।
ধন্যবাদ

ধন্যবাদ নতুন কিছু শিখব বলে।আমি কিন্তু আপনার কাছ থেকে শিখছি। আমি crack দিংয়ে চালু করলাম। আপেক্ষায় থাকলাম।

    কোমর বেধে নেমে পড়ুন, সামনের পর্ব গুলো কিন্তু ইয়া বড় বড়।

Level 0

ধন্যবাদ ভাই ।
অনেক দিন ধরে অনেক সফটওয়্যার ব্যবহার করেছি ।
কিন্তু খুব একটা সুবিধা পাওয়া যাইনি ।

দেখাযাক এটি থেকে কিছু পাওয়া যায় নাকি ।

আর অনেকদিন পরে আপনাকে টিউন করতে দেখে ভালো লাগছে ।

    এটা একটি প্যাকেজ, তাই সব সুবিধি নাও পেতে পারেন। তবে হ্যা, লাইসেন্স কপি ব্যবহার করে , নিমার্তা প্রতিষ্ঠান হতে আপনি কাস্টোমাইজ করে নিতে পারবেন।
    যেমনঃ বর্তমান ই. আর . পি এডিশনে দেখলাম এর জন্য একটি ট্যালি ডেভলপার আছে, যা দিয়ে আপনি নিজেই মডিউল তৈরি করে নিতে পারেনে।

Level 0

দারুন হয়েছে……..হয়তো সময় লাগবে, তবুও আমার অনুরোধ……এভাবে ডিইটেইলস ছবি সহ ব্যাপারগুলো বুঝিয়ে দিলে এটা আমাদের মত আবালরাও অপারেট করতে পারব।

    মেহেদী ভাই, আপনার জন্য রয়েছে পর্ব-৩, কারন ঐ পর্বটা শুধু মাত্র নেটওর্য়াক এবং তার কনফিগারেশন নিয়ে।
    আপনার মতো আমিও একজন আবালা, কারন আমি যা শিখেছি, তা ছিল কোম্পানীর প্রয়োজনে আর বাকি তাদের ম্যানুয়েল ঘেটেঘুটে।

মাইক্রোকাতার ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আপনার কাছ থেকে নতুন কিছু শিখতে পারব।
তবে আপনি যদি প্রজেক্ট ভিত্তিক শেখান তবে আর ও ভাল হবে।
ধন্যবাদ ভাল থাকবেন।

শিখতে মজাই লাগতাছে, চালাই যান মিয়া ভাই।

    যে শিক্ষা গ্রহন করতে মজা পাওয়া যায় না, তা আত্মস্ত করাটা আসলেই কস্ট জনক।
    ধন্যবাদ।

ভাল লাগতেছে। চালায় যান। দেরিতে মন্তব্য করার জন্য দুঃখিত।