বেশ কিছু পরে আবার ৩য় পর্ব নিয়ে হাজির হলাম। জানি অনেকেই অপেক্ষায় ছিলেন। আমি খুব বেশি সময় পাই না, তাই নিয়মিত টিউন করতে পারিনা। আজকে আমি আপনাদের কিছু বিশেষ টুলস এর সাথে পরিচয় করিয়ে দিব।
এই টিউনটি চেইন আকারে পেতে টেকটিউনস ডেস্ক এ রেকুয়েস্ট করুন। এতে আপনাদেরই সুবিধা হবে।
নিচের চিত্রটি ভাল করে দেখুন।
১। Step Sequencer: এখানে বিভিন্ন রকমের Instrument ইনপুট করতে হয়। যেমন ঃ ড্রাম, প্যাড, স্নেয়ার, ব্যাজ, টিউন, কিক ও অডিও ক্লিপ ইত্যাদি। Instrument গুলো ডিফল্ট ভাবে Pattern 1, pattern 2 নামে থাকে। আপনি আপনার ইচ্ছে মত নাম দিতে পারেন।
২। Playlist : Step Sequencer এর Instrument গুলো এখানে বসাতে হয়। এটাই হচ্ছে Mixing। গানের কখন কোথায় কোন Instrument গুলো বসবে টা এখানে ভেবে বসাতে হয়।
৩। Piano Roll: Step Sequencer এর Pattern গুলোর টিউন বা মিউজিক এটা দিয়ে তৈরি করা হয়। আপনার কিক কত বিট এ হবে, কয়টা বিট থাকবে এগুলো Piano Roll এর দ্বারা নির্ধারণ করা হয়। ঠিক পিয়ানো এর মত টিউনও তৈরি করা যায়।
৪। Channel: এটার কাজ Step Sequencer এর Pattern এ করা হয়। বিভিন্ন প্রকার Instrument গুলো Channel নামেই থাকে।
আজকে যেই টুলস গুলোর সাথে পরিচয় হলেন সেগুলো নিয়ে ঘাতাঘাটি করুন। আপনাদের সুবিধার জন্য আমি একটা প্রজেক্ট ফাইল আপলোড করে দিলাম। প্রোজেক্ট টা ভালো করে দেখবেন। কিভাবে কি করেছি। আর পারলে আপনি নিজেও প্রোজেক্ট তৈরি করে আপলোড করে লিঙ্ক দিতে পারেন। তাহলে আমি বুঝতে পারব আপনারা কতটুকু শিখতে পেরেছেন।
আজকের মত এখানেই বিধায়। এফ এল স্টুডিও এর আপডেট পেতে আমার পাইজে জয়েন করতে পারেন।
FL Studio Tutorial
আমি অনিক সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I m a graphics designer. I want to explore my experience with everyone & also wanna get their experience.
বেশী সময় পান বলেই তো আমি অনুরোধ করে যাচ্ছি ভিডিও টিউটোরিয়াল তৈরীর। তাতে ১৫ মিনিটের ভিডিও তে যা কিছু বুঝানো সম্ভব তা নিয়ে লিখে স্ক্রীন শর্ট দিয়ে টিউন করলে তিন ঘন্টা ব্যায় করে মোট তিনটি পর্ব টিউন করতে হবে, তারপরও ভিডিওর মতো সবাই সহজে সবকিছু বুঝতে পারবেনা। যাই হউক শত ব্যস্ততার মাঝেও যে আমাদের জন্য সময় বের করে টিউন করেছেন তাই অনেক অনেক ধন্যবাদ জানাই। টেক টিউন ডেস্ক এ ক্লিক করলাম কিন্তু সম্ভবত নেট স্লো থাকায় পেজ লোড হলো না । তাই কমেন্ট এই অনুরোধ জানাই সম্মানিত মডারেটর সোর্ডফিশ ও সাইফুল ভাই দয়া করে এটি চেইন টিউন আকারে পাবার ব্যবস্থা করে দিন। চালিয়ে যান সাথেই আছি অনিক সরকার ভাই। এতোদিন দিন পর পর টিউন করলে শেখার স্পৃহায় কেমন যেন একটা ভাটা পড়ে যায়।