আবারও আরেকটি ধারাবাহিক টিউনস এ স্বাগতম জানাচ্ছি। ট্যালি নিয়ে দেখলাম অনেকেরই আগ্রহ রয়েছে। তাদরে জন্য আমার এই টিউনস শুধু মাত্র টেক টিউনস এ। [ বিজ্ঞাপন ধর্মী হয়ে গেছে]
ট্যালি দিয়ে খুব সহজেই আপনার প্রতিষ্ঠানের হিসাব নিকাশ কে কম্পিউটারাইজ করে নিতে পারেন।
এটির সব চেয়ে বড় সুবিধা দেখলাম, এটি ইন্সটল করে নিয়ে , এর ইন্সটল করা ফোল্ডারটি আপনার পেন ড্রাইভে কপি করে নিন এবং অন্য আরেকটি কম্পিউটারে সেটি অপেন করে দেখুন, কি অবাক হয়ে গেলেন! ভার্সন ৯ এ আমি ট্রাই করে
দেখেছি, ভালই কাজ করে।
ট্যালি একটি কর্মাসিয়াল একাউন্টিং সফটওয়্যার তাই এটি ব্যবহার করার জন্য আপনাকে পে করতে হবে। তবে আশার কথা হলো এর একটি এডুকেশন ভার্সন রয়েছে যা দিয়ে আপনি লারনিং এর কাজ গুলো চালিয়ে যেতে পারবেন। আর কিছু কমু না কইলে বুইঝা ফালাইবেন।
প্রশ্ন জাগতে পারে , আমি তো একাউন্টিং জানি না, আমি কি শিখতে পারবো? জী পারবেন, তার জন্য আপনাকে একাউন্টিং খুব একটা জানতে হবে না।
আসুন ট্যালি শিখার আগে , যে প্রতিষ্ঠানের জন্য এটি ব্যবহার করবেন তার ধরন কি তা জেনে নিই।
১। পন্য ক্রয়
২। স্টক
৩। বিক্রয়
৪। ক্রয় এবং বিক্রয় ফেরত
৫। বিভিন্ন ধরনের খরচ ( বেতন , বিল ইত্যাদি)
৬। ব্যাংকিং
১। পন্য ক্রয়
২। স্টক
৩। প্রাইস লিস্ট ( খুচরা , পাইকারী, স্পেসাল অফার)
৪। বিক্রয়
৫। সার্ভিসিং
৬। ট্রেনিং
৭। ব্যাংকিং
৮। বিভিন্ন ধরেন খবর
৯। বিবিধ ইনকাম
আবার কোন কোন প্রতিষ্ঠান আছে, এতো সেতো বুঝি না বাপু, ১০০০০ (দশ হাজার) টাকার পন্য ক্রয় করেছি, ১১০০০ ( এগার হাজার) টাকায় বিক্রয় করেছি , কোন স্টক টেস্টক এর হিসাব রাখি না।
একটা লেনদেন এর দুটা সাইড থাকে । যেমনঃ আপনি ১০ টাকা দিয়ে একটি কলম ক্রয করেছেন , এতে আপনি ( ক্রেতা )পেলন পন্য এবং আপনার কাছ হতে চলে গেল ১০ টি টাকা। এর মানে কি দাড়ালো , টাকার বিনিয়মে একটা পন্য পেলেন। এখানে যা পেলেন(পন্য) তা ডেবিট এবং যা হারালেন( টাকা) তা ক্রেডিট। কি টিউনার ভাই সকল এতটুকু কি বুঝে এসেছে?
একটা প্রতিষ্ঠানের হিসাবের দুটা দিক থাকে। দায় এবং সম্পত্তি। আর বেশী কিছু জানার দরকার নেই , হিসাব বিজ্ঞানের এই সামান্য জ্ঞান নিয়েই আমরা ট্যালি শিখে নিতে পারবো।
[ তবে একখান কথা, ভালভাবে শিখার জন্য হিসাব বিজ্ঞানের উপর অবশ্যই দক্ষতা থাকতে হবে। ]
আমি মাইক্রোকাতার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 392 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু...
গত সেমিস্টারে একাউন্টিং ছিল। পড়েছি 🙂
টিউনের জন্য ধন্যবাদ ভাইয়া।