ওয়েব ডিজাইন-ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন এর উপর ৩৫০+ GB টিউটরিয়াল নিয়ে যান একদম ফ্রি তে!!

আপনি কি একজন গ্রাফিক্স ডিজাইনার হবার স্বপ্ন দেখছেন? অথবা একজন ওয়েব ডিজাইনার , কিংবা বিশ্বমানের একজন ডেভলপার ?। কিন্তু অর্থের অভাবে বা গাইড লাইন এর অভাবে  অপূর্ণ থেকে যাচ্ছে আপনার সেই স্বপ্নগুলো? আপনাদের সেই স্বপ্ন পূরণকে সামনে রেখে আপনাকে একধাপ এগিয়ে দিতেই আমরা টিউট শেয়ার বিডি । ফ্রীল্যান্স নিয়ে স্বপ্ন কে না দেখছি, অনেকে প্রতারিত হচ্ছি, অনেকে চেষ্টা করে যাচ্ছি, অনেকে সফল হচ্ছি । আর বেশির ভাগই বিফল হচ্ছি । কারন আমাদের মত গরীব দেশের পক্ষে ইচ্ছা থাকলেও অর্থ, গাইড লাইন এর যথেষ্ট অভাব। এছাড়া যারা অনলাইন এর ভিডিও টিউটরিয়াল দেখে শিখতে চায় , তারাও পেরে ওঠেনা । কারন প্রিমিয়াম টিউটরিয়াল গুলো অনেক অর্থ ব্যয় করে শিখতে হয়, যা আমাদের বেশির ভাগ শিক্ষার্থীর পক্ষে সম্ভব হয় না।

টিউট শেয়ার বিডিঃ টিউট শেয়ার বিডি মূলত একটি গ্রুপ যেখানে সেসব টিউটরিয়াল গুলো বিনামূল্যে শেয়ার করা হয় , যেগুলো হয়ত আপনাদের অনেক অর্থ ব্যয় করে কিনতে হত।

কি কি পাবেন, কবে পাবেনঃ আমারা দুই/এক মাসে একবার করে মিটাপ এর ব্যাবস্থা করে থাকি । এবার ও আমরা আয়জন করেছি আমাদের দ্বিতীয় মিটআপ।

তারিখঃ ৩১-০৫-২০১৩ (শুক্র বার)

স্থানঃ শাহাবাগ, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ।

সময়ঃ ঠিক ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত । অবশ্যই ৩ টার মধ্যে আসতে হবে এবং ৭ টার পর টিউটোরিয়াল দেয়া যাবে না ।

= ভিডিও টিউটোরিয়াল (সাইজ ৩৫০ গিগা +)

= ই-বই(৪ গিগা +)

মূলত ভিডিও টিউটোরিয়াল ই বেশি পাবেন। ভিডিও টিউটোরিয়াল এর মধ্যে আছেঃ

Lynda.com এর উপর ১৫০+ টি কোর্স আছে যেগুলো দেওয়া হবে একদম ফ্রি তে । এছারাও আছে  TutsPlus , Net plus,RRFoundation,BdGeeks,Bangla Tutorial,PHP academy...... আরো অসংখ্য সব টিউটোরিয়াল ।

টিউটোরিয়াল পেতে করনীয়ঃ

  • দয়া করে অবশ্যই ল্যাপটপ , সাথে চার্জার নিয়ে আসার চেষ্টা করবেন। কারন ল্যাপটপ নিয়ে আসলে টিউটোরিয়াল পেতে অসুবিধা হবে না ।
  • যদি ল্যাপটপ নিয়ে আসতে না পারেন, তাহলে পোর্টেবল (Portable) হার্ড-ডিস্ক নিয়ে আসবেন।
  • যাদের উপরোক্ত কিছুই নেই, তারা পেনড্রাইভ নিয়ে আসতে পারেন।
  • হার্ডডিস্ক, পেন্ড্রাইভ অবশ্যই খালি করে নিয়ে আসবেন।
  •  সঠিক সময়ের একটু আগে আশার চেষ্টা করবেন ।
  • সময় এর দিকটা আমরা কখনই কম বেশি করবো না । সে দিক টা খেয়াল করবেন।

বিশেষ দ্রষ্টব্যঃ

  • সকল টিউটোরিয়াল সময়ের অভাবে একসাথে কাউকে দেওয়া  যাবে না । তাই টিউটোরিয়াল নেওয়ার আগে আপনাকে আপনার পছন্দের বিষয়টি নির্বাচন করে আসতে হবে।
  • মিট -আপ শেষে যারা সবগুলো টিউটোরিয়াল পেতে চান , তাহলে আমাদের গ্রুপে যোগাযোগ করতে পারেন । গ্রুপে যোগ দিতে পারেন এখানে
  • তাছাড়া  দুই/এক মাস পর পর  আমাদের মিটাপ হবে । এতএব, আপনার পছন্দের কোন টিউটোরিয়াল বাদ পরে গেলে টেনশন এর কিছু নেই ।
এছাড়াও বিশেষ প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এখানে
01687366957(AdminRakibul hasan)
01781856164(Admin niloy)
01674585751(Admin Rony)
ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/tutsharebd/
ফেসবুক ইভেন্ট এ যোগ দিনঃ https://www.facebook.com/events/124230421114745/

Level 0

আমি সমীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ,ঢাকার বাইরে আমরা যারা থাকি ।আমাদের জন্য কোন ব্যবস্থা নাই ।

ঢাকার বাইরে থেকে কিভাবে নেয়া যাবে ?

যারা ঢাকার বাইরে আছেন, তাদের জন্য শীঘ্রই জেলা ভিত্তিক মিট- আপ এর ব্যাবস্থা করে টিউটোরিয়াল গুলো শেয়ার করা হবে । জানতে গ্রুপের ফাইল গুলো চেক করুন ।

Oi tarikh Na asle Onno Somoy Nea Jabe Ki

মিট -আপ যারা আসতে পারছেন না তারা গ্রুপ এ যোগাযোগ করে ভলেন্টিয়ার দের থেকে টিউটোরিয়াল নিতে হবে । আমাদের গ্রুপে যোগাযোগ করতে পারেন । গ্রুপে যোগ দিতে পারেন এখানে https://www.facebook.com/groups/tutsharebd/
তাছাড়া দুই/এক মাস পর পর আমাদের মিটাপ হবে । এতএব, আপনার পছন্দের কোন টিউটোরিয়াল বাদ পরে গেলে টেনশন এর কিছু নেই ।

গ্রাফিক্স ডিজাইন নিয়ে ফ্রী বাংলা ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন এখানে
http://www.projuktiteam.com/

ধন্যবাদ এত ভাল উদ্দ্যেগের জন্য। 🙂

যারা ভিডিওগুলো নিতে পারবেন তাদের ভিতর থেকে কেউ একজন (যার ISP, BDIX টরেন্ট সাইট গুলো সমর্থন করে) দয়া করে crazyhd.com অথবা ontohinbd.com এ আপলোড করে দিলে অনেক ব্যাবহারকারীর উপকার হত।

রাকিবুল ভাই আসছি ইনশাল্লাহ্। আমার এফএল স্টুডিও 10 এর ভিডিও টিউটোরিয়াল দরকার একটু দেইখেন। ভালো উদ্দ্যোগ । সবাইকে স্বাগতম জানাই।

ভাই আমি চিটাগাং এ থাকি। চিটাগাং এ মিট- আপ কবে হতে পারে এবং হলে কি আমি জানবো ?

ভাল উদ্দ্যোগ…আমিও ঢাকার বাইরে মানে চট্টগ্রামে থাকি।এখানে মিট করলে অনেক উপকার হয়

আমিও চট্টগ্রামে থাকি। আমিও আমিও……

Level 0

Rajshahi ta chiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

ভাল উদ্দ্যোগ

Vi E-mail A Patano Jabe na?

vai ami onek dure thaki chesta korbo aj 3.00-tar modhdhe aste. 🙂 & thanks onek valo uddog.

এত সুন্দর উদ্দ্যোগের জন্য ধন্যবাদ।

Level 0

খুবি ভাল উদ্দ্যাগ। আমি চট্রগ্রামে তাকি । টিউটরিয়াল গুলি খুব বেশি জরুরি । আপনাদের জন্যই ভবিষৎ এ কিছু একটা করার স্বপ্ন দেখে যায়!!!! অনেক অনেক ধন্যবাদ।

ভাই পরের মিট-আপ কবে ? মাত্র দেখলাম।মিস করে ফেলসি।