Fl Studio টিউটোরিয়াল [পর্ব-০১] :: পরিচিতি ও ডাউনলোড

আমার আগের টিউন এর পর থেকে অনেকেই এফ এল স্টুডিও সম্বন্ধে টিউন করতে রিকুয়েস্ট করেছেন। তাছাড়া টেকটিউনস এ এফ এল স্টুডিও নিয়ে ধারাবাহিক কোন টিউন নেই। তাই ভাবলাম আর এখন লিখতে বসে গেলাম। ফেসবুক এ অনেক সাড়া পেয়েছি। আশাকরি সবাই প্রতিটি পর্ব মনোযোগ সহকারে পরবেন।

এফ এল স্টুডিও কি?

এফ এল স্টুডিও হল ডিজিটাল মিউজিক তৈরি করার সফটওয়্যার, যা দিয়ে আপনি নিমেষেই যেকোনো গান কম্পোজ করে ফেলতে পারেন খুব সহজেই। এই ধরনের অনেক সফটওয়্যার আছে, তবে সহজ ইন্টারফেস ও ভাল মানের মিউজিক ইন্সট্রুমেন্ট এর জন্য এফ এল স্টুডিও এর জনপ্রিয়তা ব্যাপক। এফ এল স্টুডিও বা এ ধরনের সফটওয়্যার কে DAW বা Digital Audio Workstation বলে।

কি ধরনের মিউজিক তৈরি করা সম্ভব?

যেকোনো ধরনের মিউজিক এফ এল স্টুডিও দিয়ে তৈরি করা সম্ভব। রিদয় খান, হাবিব, আরেফিন রুমি, বালাম ও ফুয়াদ এফ এল স্টুডিও বা এ ধরনের সফটওয়্যার দিয়ে গান কম্পোজ করে থাকেন। তাছাড়া গানের রিমিক্স ভার্সন গুলোও এটা দিয়ে করা সম্ভব। যেমন ঃ ডিজে, হিপহপ, মেটাল, হেভি মেটাল ও ভাংরা ইত্যাদি রকমের গান এফ এল স্টুডিও দিয়ে করা সম্ভব।

এতক্ষনে নিশ্চয়ই বুঝে গেছেন এফ এল স্টুডিও জিনিস টা কি? এবার আপনার আগ্রহ থাকলে আমার প্রতিটি টিউন পরতে থাকুন মনোযোগ সহকারে। আপনিও হতে পারবেন একজন ভাল মানের কম্পোজার।

এফ এল স্টুডিও সফটওয়্যার এর ফুল ভার্সন টাকা দিয়ে কিনতে হয়। আমি আপনাদের কে Crack ভার্সন দিচ্ছি।

Download

FL Studio Download

ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করে ফেলুন। ওপেন করবেন না। ওপেন করার আগে Crack টা খুলে সফটওয়্যার টা Producer ভার্সন করে নিন। আগে থেকে ইন্সটল করা থাকলে এই Crack টা দিয়ে producer এডিশন করতে পারবেন। তবে আগেরটাও FL Studio 10 হতে হবে।

পরবর্তী পর্বে এফ এল স্টুডিও এর বেসিক নিয়ে আলোচনা করা হবে।

ফেসবুক এ আমার পেইজ টা তে লাইক দিয়েন। ওইখান থেকে এফ এল স্টুডিও এর সব টিটোরিয়াল গুলোর আপডেট পাবেন।

Level 0

আমি অনিক সরকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I m a graphics designer. I want to explore my experience with everyone & also wanna get their experience.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

all the best.. চালিয়ে জান।।

জানলাম ও ডাইনলোড কর‌লাম। এইবার টিউটোরিয়াল লেখা শুরু কইরা দেন।

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আপনিযে শেষ পর্যন্ত শুরু করেছেন তার জন্য অনেক অভিনন্দন। পাশেই আছি। তবে আমার একটু অনুরোধ যদি সম্ভব হয় ভিডিও টিউটোরিয়াল তৈরী করুন এবং শেয়ার করুন তাহলে আমরা আরো সহজেই বুঝতে পারবো। আজকে টিউনের সফট টি অলরেডি আগেই জুগিয়ে রাখা আছে। তাই পরবর্তী টিউনের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।