মজিলা ফায়ারফক্স আমার অতি পছন্দের একটা ব্রাউজার। কিন্তু অনেকেই এক ব্রাউজার অনেক দিন ব্যবহার করতে করতে তা অনেক স্লো হয়ে যায়, এমনকি মাঝে মাঝে হ্যাং করে। এ সমস্যা হবার কারণ, মজিলার ব্যাকআপ ফাইলে প্রচুর হিস্ট্রি, কুকি, সেশন ইত্যাদি জমা হতে থাকে। আমরা যদি এগুলো নিয়মিত পরিস্কার করি তাহলে মজিলা তার আগের গতি ফিরে পাবে এবং অনেক দ্রুত কাজ করতে সক্ষম হবে। একটা কথা না বললেই নয়। মজিলার সর্ব সাম্প্রতিক ফুল ভার্সন 20। কিন্তু অনেকেই এর পুরোনো ভার্সন এখনও ব্যবহার করছেন। তাদের উদ্দেশ্যে বলছি। একবার মজিলা আপগ্রেড করে নতুন ভার্সন ইনস্টল করে দেখুন, মজিলা আপনাকে খুশি করবেই। নতুন ভার্সন Google এ সার্চ করলেই পেয়ে যাবেন।এখন আসা যাক মূল কথায়। আপনার মজিলাকে যদি রকেটের গতি এনে দিতে চান, তাহলে নিচের পন্থা অবলম্বন করুন।
* প্রথমে মজিলায় প্রবেশ করে Ctrl+Shift+Delete এক সাথে চাপুন। দেখুন নিচের ছবির মত কোনো অপশন এসেছে কিনা।
* এখন আপনার ওখানে Time Range To Clear-এর পর Last Hour লেখা আছে। মাউসে ক্লিক করে এটাকে Everything সিলেক্ট করে নিন। উপরের ছবিটি আরেকবার ভালভাবে দেখুন। (সতর্কতা: আপনার ব্রাউজারের সমস্ত হিস্ট্রি মুছে যাবে। ভয় পাবেন না, আপনি যদি অনেকদিন এসব না মুছেন তবে ব্রাউজার ক্রাশ করা সময়ের ব্যাপার মাত্র। তাই, ১-২ মাসের মধ্যে হিস্ট্রি মুছে না থাকলে আজই তা করে ফেলুন।)
* এবার Clear Now-তে ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখবেন সব কুকি ও হিস্ট্রি মুছে গেছে। আপনার ব্রাউজার এখন জজেট প্লেনের গতে পেয়েছে। কিন্তু জেট প্লেন নিয়ে তো আর চাঁদে যেতে পারবেন না। তাই এটিকে এখন রকেট বানাতে হবে। তাহলে আসুন, রকেট বানানো কাজে লেগে পড়ি। প্রথমে এখানে ক্লিক করুন।
* দেখুন তো নিচের ছবির মত কিছু একটা এসেছে কিনা?
* এখন উপরে দেখানো লাল চিহ্ন দেয়া জায়গায় +Add To Firefox-এ ক্লিক করুন। দেখুন নিচের ছবির মত হয় কিনা।
কয়েক সেকেন্ড পর... এখন কোথাও ক্লিক করবেন না। ২০-৩০ সেকেন্ড পর নিচের ছবির মত একটা অপশন আসবে।
* লাল চিহ্নিত স্থানে Install Now ক্লিক করুন। ইনস্টল সম্পন্ন হতে ৫-৬ সেকেন্ড লাগবে। এবার ব্রাউজার রিস্টার্ট দিন। ব্রাউজার রিস্টার্ট দেয়ার অপশন ইনস্টলের পর আপনা-আপনি এসে যাবে। (যদি না আসে তাহলে মজিলা ক্লোজ করে দিন, ২০ সেকেন্ড পর চালু করুন।) আপনি শুধু ক্লিক করবেন। দেখবেন মজিলা বন্ধ হয়ে কয়েক সেকেন্ড পর ফিরে এসেছে এবং তা রকেটের মত গতি সম্পন্ন। এবার চান্দের দেশে যাবার জন্য আপনার ব্রাউজার প্রস্তুত।
এই পোস্ট-টি পূর্বে এখানে প্রকাশিত
আমি Dhukkowala। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বলেন কি?