আসসালামুয়াল্যকুম । কেমন আছেন আপনারা ? আশা করি ভাল আছেন । আমি ও ভাল আছি। আবার ভাল নেই ভাই সাভার এর মর্মান্তিক ঘটনা ঘটার পর কেউ ভাল নেই রে ভাই। যাই হোক এই বার কাজের কোথায় আসি। আমরা এতদিন ব্লগ স্পট ব্লগ এ অনেক ধরনের সার্চ বক্স সেট করেছি ।কিন্তু আমার প্রস্ন হল সেই সার্চ ইঞ্জিন গুলতে কি কোন গুগল এর লোগো ছিল? এক জবাব ছিল না। ত জায় হোক হয়ত ভাবচেন আমি কাজের কথা না বলে আত বক বক করচি কেন? বক বক করছি কারন আমি যেই বিসয় তা লিখব সেইটা লিখেতে ২ মিনিট সময় ও লাগবে না বা ২ লাইন ও হবে না ।
আর কথা বারাব না ।আপনি যদি গুগল এর লোগো সহ সার্চ বক্স যুক্ত করতে চান তাহলে নিচের কাজ গুল করতে হবেঃ
১। আপনার ব্লগ স্পট ব্লগ এ লগইন করুন
২। লেআউট এ যান
৩। অ্যাড এ widget এ ক্লিক করুন নতুন উইন্ডো আসলে অ্যাড এ এইচটিএমএল/ জাভা সিলেক্ট করুন
৪। এইচটিএমএল বক্স আসলে এই বার নিচের কোড উল কপি করে আপনার এইচটিএমএল বক্স এ পেস্ট করে দিন
৫। এই বার সেভ করে বের হয়ে আসুন
এইচটিএমএল / জাভা কোড
<!-- Search Google -->
<center>
<form method=get action="http://www.google.com/search">
<table bgcolor="#FFFFFF"><tr><td>
<a href=" http://www.google.com/">
<img src="http://www.google.com/logos/Logo_40wht.gif" border="0" alt="Google" align="absmiddle" /></a>
<input type="text" name="q" size="31" maxlength="255" value="" />
<input type="hidden" name="hl" value="en" />
<input type="submit" name="btnG" value="Google Search" />
</td></tr></table>
</form>
</center>
<!-- Search Google -->
লিখাটি পূর্বে আমার ব্লগ এর এখানে প্রকাশ করেছিলাম
ভাল লাগ্লে কমেন্ট চাই !
আমি Md Mehedi Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Digital blog, record first time in bangladesh within 2hrs visitors 203 to 1320 now
http://justdownloadandenjoy.blogspot.com/