আসসালাইমু-আলাইকুম
কেমন আসেন সবাই ?
আমি Techtunes ভিজিট করি অনেক দিন থেকেই। ভাবি কিছু লিখব কিন্তু লিখা হয় নি।
আজ আপানাদের কে যে টিউটোরিরাল নিয়ে বলব সেটা হল , কিভাবে আপনার ডেস্কটপ এর সবকিছু ভিডিও রেকরড করবেন ?
আপনাকে প্রথমে ক্যামতাসিয়া সফটওয়্যার টি ডাউনলোড করতে হবে।
ডাউনলোড করুন এই লিঙ্ক থেকে ফ্রী ভার্সন।
ইন্সটল শেষ হলে সফটওয়্যার shortcut থেকে চালু করুন ।
ছবির মত দেখাবে
এখান থেকে New screen Recording ক্লিক করন, তারপর রেকরড প্রেস করুন।
রেকড শুরু হয়ে যাবে ।
যা খুসি রেকড করে স্টপ করুন। পরে ভিডিও EXPORT করে ভিডিও ফরমাটে সেভ করন।
আমার প্রথম লেখা ভুল হইলে ক্ষমা সুন্দর মনভাবে দেখবেন ।
সবাই ভাল থাকবেন।
আমি ওমিপ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনাকে টেকটিউনসের লেখার ভুবনে স্বাগতম।আশা করি নিয়মিত হবার চেষ্টা করবেন।আর হ্যা আপনার টিউনটি সুন্দর হয়েছে।ধন্যবাদ