আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটি সাইট ওয়েবে প্রদর্শনের জন্য যে সকল তথ্য সঠিক হওয়া গুরত্ত্বপূর্ন তার মধ্যে ডিএনএস একটি।
বিভিন্ন ডোমেইন প্যানেলে এ ডিএনএস পরিবর্তন করার অপশন আলাদা হয়ে থাকে। আমি আজকে দেখাব কিভাবে Namecheap এবং Reseller ডোমেইন প্যানেল থেকে ডিএনএস পরিবর্তন করতে হয়।
Namecheap এ লগিন করে My Accounts>Manage Domains এ ক্লিক করতে হবে। এর পর ডোমেইন লিস্ট থেকে নির্দিষ্ট ডোমেইনটিতে ক্লিক করতে হবে। এরপর যে পেজ আসবে তার বাম পাশের General থেকে Switch To DNS System v1 এ ক্লিক করতে হবে।
save change এ ক্লিক করে সেভ করতে হবে।
ডোমেইন এর ডিএনএস পরিবর্তন হয়ে গেল।
রিসেলার প্যানেল থেকে যেভাবে করব-
টিউটোহোস্ট এর ডোমেইন প্যানেল name.tutohost.com এ লগিন করে products>List All products এ ক্লিক করে নির্দিষ্ট ডোমেইনটি সিলেক্ট করে ক্লিক করতে হবে।
এরপর Name Server এ ক্লিক করে ডিএনএস পরিবর্তন করে দিতে হবে। এরপর update dns এ ক্লিক।
কাজ শেষ। আশা করি যারা জানেন না তাদের উপকারে আসবে। ধন্যবাদ।
পোস্ট লিখেছেন টিউটোহোস্টের সাপোর্ট বিভাগে কর্তব্যরত নিলুফার ইয়াসমিন পূর্বে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে
আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।
vai amke ektu help korben DNS niya
.
aponar skype id ta pls den
skp : mishusky