এডোবি ফ্লাস (Adobe Flash) টিউটোরিয়াল – ফাইল আপ্লোডিং

প্রথম বারের মত টেকটিউন্স এ লিখতে যাচ্ছি। আসলে প্রথম বারের মত ব্লগ লিখছি। দোয়া করবেন যাতে লিখা চালিয়ে যেতে পারি......:)

এডোবি ফ্লাস (Adobe Flash) এ অনেক দিন কাজ করছি। আমার সবচেয়ে বড় টিচার ইন্টারনেট। আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক হেল্প করেছে বিভিন্ন কম্পলেক্স কোডিং এ। কিন্তু আমি এমন কিছু বিপদ এ পরেছিলাম যেটা অনেক খুজে ইন্টারনেট এ ও পাই নাই। পরে যখন নিজে বের করেছি তা আর কাজে লাগে নাই...:((

আমার ইচ্ছা আছে ব্যাপার গুলি আপনাদের সাথে এই টেকটিউন্স এ শেয়ার করার। আশা করি আপনাদের কাজে লাগবে।

আজকে এডোবি ফ্লাস (Adobe Flash) এর যেই টপিকটা নিয়ে আপনাদের সাথে আলচনা করব সেটা হল ফাইল আপ্লোডিং। একশন্সক্রিপ্টিং ২.০ অনেক পুরাতন হলেও অনেকেই এটাতে কাজ করতে পছন্দ করে। আমি ঐ দলের একজন। প্রথমে ফাইল আপ্লোডিং এর কোডিং(একশন্সক্রিপ্টিং ২.০) তা দেখাই আপনাদের।

import flash.net.FileReference;
// The listener object listens for FileReference events.
var listener:Object = new Object();

listener.onSelect = function(selectedFile:FileReference):Void {
statusArea.text += "Attempting to upload " + selectedFile.name + "\n";
selectedFile.upload("http://localhost/upload/upload.php");
};

// the file is starting to upload.
listener.onOpen = function(selectedFile:FileReference):Void {
statusArea.text += "Uploading " + selectedFile.name + "\n";
};
listener.onHTTPError = function(file:FileReference, httpError:Number):Void {
imagePane.contentPath = "error";
imagePane.content.errorMSG.text = "HTTPError number: "+httpError +"\nFile: "+ file.name;
}

listener.onIOError = function(file:FileReference):Void {
imagePane.contentPath = "error";
imagePane.content.errorMSG.text = "IOError: "+ file.name;
}

listener.onSecurityError = function(file:FileReference, errorString:String):Void {
imagePane.contentPath = "error";
imagePane.content.errorMSG.text = "SecurityError: "+SecurityError+"\nFile: "+ file.name;
}

// the file has uploaded
listener.onComplete = function(selectedFile:FileReference):Void {
statusArea.text = "Upload finished”
};

var imageFile:FileReference = new FileReference();
imageFile.addListener(listener);

এই কোডিংটা কপি করা হয়েছে (http://www.flash-db.com/Tutorials/upload/upFiles.php?) থেকে।

আমার মনে হয় এডোবি ফ্লাস (Adobe Flash) নিয়ে যারা কাজ করেন তারা অনেকেই এই টিউটোরিয়ালটা অনেক বার দেখেছেন। FileReference ক্লাস তা অনেক পরিচিত আপনাদের কাছে। এখন এই ক্লাস তা কে সাপোর্ট দেবার জন্য পিএইচপি এর একটা কোড লাগে। যেটা অনেকটা এইরকম
move_uploaded_file($_FILES[’Filedata’][’tmp_name’], "./files/".$_FILES[’Filedata’][’name’]);

সবই ঠিক আছে। কিন্তূ ঝামেলাটা লাগে যখন আপনার ইউনিক ফাইল নেইম বা নিজের পছন্দ অনুযায়ী ফাইল আপ্লোডিং করতে চান এবং ওই আপ্লোডিং ফাইল এর নামটা immediately ফ্লাস এ কল ব্যাক করাতে চান। যেমন আপনি যদি পিএইচপি কোড টা এভাবে করেন।

$filename=time().$_FILES['uploadedfile']['name'];
move_uploaded_file($_FILES[’Filedata’][’tmp_name’], "./files/".$filename);

আশা করি আপনারা বুজতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। আমি খুব ভাল বিপদে পরে গেছিলাম। একশন্সক্রিপ্টিং ৩.০ তে এর সমাধান আছে কিন্তু আমার লাগবে ২ তে। পরে একটা উপায় পেয়েছিলাম কিন্তু শেষ রক্ষা হয় নাই। এখন ঐ উপায় তা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাজে লাগবে।

প্রথমে পিএইচপি তে হাত দেই। কোডটা লিখতে হবে এইভাবে......

$filename=time().$_FILES['uploadedfile']['name'];
move_uploaded_file($_FILES[’Filedata’][’tmp_name’], "./files/".$filename);
echo $filename;

এখন আসি একশন্সক্রিপ্ট ২ তে। এডোবি ফ্লাস প্লেয়ার ৯ থেকে এডোবি FileReference ক্লাস এর কিছু উন্নয়ন ঘটায়। এর ফলে ফাইল আপ্লোড করার পর server script থেকে FileReference ক্লাস রেস্পন্স ব্যাক করে ডাটা স্টিরিং হিসাবে। যেমন আপনি ঐ ফাইল নেমটা গেট করতে পাবেন এভাবে।

listener.onUploadCompleteData= function(selectedFile:FileReference , data:String):Void {
statusArea.text = "server response is: " + data;

};

এখানে data নামের যেই string আপনারা দেখতে পাচ্ছেন সেটা server response গেট করে পাব্লিশ করে।

ছোট্ট একটা জিনিস কিন্তু আমি কোথাও খুজে পাই নাই। এমনকি এডোবি এর সাপোর্ট পোরটাল এ গিয়েও কিছু পাই নাই। তারা খালি একশন্সক্রিপ্ট ৩ নিয়া ব্যাস্ত। একশন্সক্রিপ্ট ২ তে যে এটা add করসে তা বলতে খবর নাই।

যাই হোক, আশা করি information টা আপনাদের কাজে লাগবে।

ভালো থাকবেন............:)

Level 0

আমি Simply-Coder। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Apnader ta chai re vai…
flash er kaj amar khub favourite…
Aro aro onek onek tune chai…

    থাঙ্কস সাম্য ভাই……………ইন্সাল্লাহ ভবিষ্যতে আরো টিউন্ উপহার দিব আপনাদের। দোয়া রাখবেন।

এক কথায় দারুন হইসে ভাই। চালাইয়া জাও…. :))

    Vai, kahini ta bujlam na…… eta kiser link….valomoto astase na…..and thanks for reading the tune……….

Level 0

সিম্পলি কদের ভাই, আপনাকে স্বাগতম জানাই,
আশা করি আর নতুন কিছু পাব

    ইনশাল্লাহ ভাই। দয়া রাখবেন

দারুণ। কিন্তু আমি কিছু বঝি নাই।
বাংলা আনলাইন রেডিও পোর্টাল

    তাহলে ভাই ব্যাপার টা দারুন হল কিভাবে………:))
    প্রথমে ধন্যবাদ পোস্টটা পড়ার জন্য। এটা একটু এডভান্স লেভেল এর টিউটোরিয়াল। ফাইল আপ্লোডিং এর উপর লিখা এবং সহজ করে না লিখার জন্য খুবই দুঃখিত। ইনশাল্লাহ ভবিষ্যতে টিউন্সগুলি আরো সহজ করে লিখব। দোয়া রাখবেন।

চমৎকার একটা টিউন উপহার দিলেন। এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

বিনামূল্যে আধুনিক এবং রোমান্টিক সব ভিডিও গান ও সিনেমা ডাউনলোডের জন্য ভিজিট করুন

http://AllFreeVideo.tk

    ধন্যবাদ পোস্টটা পড়ার জন্য। দোয়া রাখবেন যাতে ভবিষ্যতে আরো টিউন্স আপনাদের উপহার দিতে পারি ।

ভাই কঠিন লাগতাছে 🙁 আমরা যারা একবারেই কিছু জানি না তাদের জন্য সহজ করে লিখেন ভাই

    ভাই। প্রথমেই মাফ চাচ্ছি কঠিনভাবে লিখের জন্য। আসলে এটা একটু এডভান্স লেভেলে এর টিউটোরিয়াল। তাই আপনার প্রব্লেম হচ্ছে। তবে কথা দিচ্ছি পরের টিউনগুলি অনেক সহজ হবে।

    এবং ধন্যবাদ আমার টিউনটি পরার জন্য………:)

বস আপনার টিউনটি খুবই মানসম্পন্ন। আমার খুবই ভাল লাগছে। বড় ভাই দয়া করে আমাকে Adobe Flash এর ফ্রী ডাউনলোড লিংকটা দিবেন প্লীজ।

    ধন্যবাদ টিউনটি পরার জন্য………

    Adobe Flash নামানোর জন্য আপনাকে যেটা করতে হবে তা হল……
    Adobe সাইট এ গিয়ে একটা Adobe Account খুলুন। Trial Download সেকশন এ যান। Adobe Flash CS4 এর ট্রায়াল ভারসন নামান। নামানর আগে চেক কইরেন যে Adobe Flash CS4 এর System Requirement আপনার জন্য suitable কিনা। নামানোর পর যদি আপনার পছন্দ হয় আপনি ৩০ দিন ফ্রী ইউজ করার পর $700 (কম বেশি হইতে পারে) দিয়া অরিজিনাল ভার্সন কিনতে পারেন। নাইলে আমাকে জানাইয়েন, আমি আপনাকে crack করার system দেখাইয়া দিবনে…………:D

welcome bro.আপনি ভাল লেখেন। শেয়ারিং এ আপনার আগ্রহ দেখে খুশী হলাম।
Flash শেখার প্রতি খুব আগ্রহ ছিল, শুরু ও করেছিলাম। কিন্তু পরে web designing এ লেগে যাও্য়ায় আর সময় করতে পারিনা।
http://taufiqahmed.tumblr.com/

    ধন্যবাদ আমার টিউনটি পরার জন্য………:)

nice tune. go ahead. দেখি চেষ্টা করে………. ধন্যবাদ।।

    ধন্যবাদ টিউনটি পরার জন্য………:)

আমি Flash বিষয়ক একটি পূর্ণাঙ্গ টিউটোরিয়াল খোঁজ করছি। কেউ কোন লিংক দিতে পারলে খুব উপকার হবে।