নতুন করে backtrack নিয়ে কিছু বলার নেই । এই টিউন এ আমি দেখাব উবুন্টু লিনাক্স প্রধান অপারেটিং সিস্টেম (default ) হিসেবে ব্যবহার করা ছাড়া আপনার উইন্ডোজ এ virtual machine ব্যবহার করে ব্যাক ট্র্যাক ইন্সটল করা । যারা এসব নতুন শুন ছেন তাদের জন্য বলতে চাই ব্যাক ট্র্যাক ও ভার্চুয়াল মেশিন কি ?
VIRTUAL MACHINE
এটি এমন এক ধরনের কম্পিটার সিস্টেম যেটি আপনার হার্ডওয়্যার কে ভিন্ন অপারেটিং সিস্টেম চালনার জন্য উপযোগী করে কোন ধরনের ত্রুটি ছাড়া । আপনি এই ভার্চুয়াল মেশিন এ অপারেটিং সিস্টেম চালাতে পারবেন । আবার অন্য যে কোন সফটওয়্যার চালাতে পারবেন । আর বলে নেই আপনি যখন কোন সিকিউরিটি বা হ্যাকিং টুল নিয়ে গবেষণা করেন তাদের কম্পিউটার এ ভাইরাস ঢোকার সম্ভাবনা থাকে । এই ভার্চুয়াল মেশিন এ কাজ করার সময় এরকম কোন ভয় থাকে না । কারন আপনি প্রোগ্রাম এর মাঝে প্রোগ্রাম চালাচ্ছেন ।
BACK TRACK
এই সিস্টেম টি সাধারন হ্যাকার রা ব্যবহার করে থাকেন । বিশেষ ভাবে Certified Ethical Hacking নিয়ে যারা পড়েন তারা এটি ব্যবহার করেন । এটি একটি penertesting টুল হিসেবে কাজ করে । আপনাকে উইন্ডোজ এ যেমন কনও কিছু ডাউনলোদ করে ইন্সটল করতে হয় তেমনি এখানে সব ধরনের নিরাপত্তা বিষয়ক টুল দেয়া থাকে । সুধু আপনাকে ইন্সটল করে নিতে হবে । এর জন্য আলাদা extension এর দরকার হয় না ।
আমি ব্যাক ট্র্যাক ইন্সটল করেছিলাম । সেটি ই আপনাদের দেখাব ।
আসল কথায় আসি
আমি দেখাব আপনারা কিভাবে back track 5r3 ইন্সটল করবেন ।
Stage 1
Requirements
প্রথমে এখান থেকে backtrak iso ডাউনলোড করুন ।
এখন vmware wrokstation বা vemware যে কোন একটি ভার্চুয়াল মেশিন ডাউনলোড করুন ।
এখন উপর এর দুটির যে কোন একটি নামিয়ে ইন্সটল করুন ।
Stage 2
Installation
নতুন একটি ভার্চুয়াল মেশিন তৈরি করুন ।
এবার guest operating system এ লিনাক্স এবং ভার্সন হিসেবে ubuntu নির্বাচন করুন ।
এবার আপনার ব্যাক ট্র্যাক এর জন্য ড্রাইভ নির্বাচন করুন । সি তে যেহেতু উইন্ডোজ থাকে তাই E,F আপনার যে ড্রাইভ একদম খালি সেটি নির্বাচন করুন ।
কিন্তু একটা জিনিশ আপনার ড্রাইভ এ কমপক্ষে ২০ যিবি জায়গা থাকতে হবে । ৬৪ বিট এর জন্য
vm window তৈরি করার জন্য ফিনিশ ক্লিক করুন ।
এবার gui (Grapic User Interfes ) এর জন্য startx।
এবার ইন্সটল ব্যাক ট্র্যাক এ ক্লিক করুন । এবার টার্মিনাল ওপেন করে sh -c “ubiquity” টাইপ
করুন ।
এবার নরমাল installation এর মত এগিয়ে যান । যদি সুধু ব্যাক ট্র্যাক ইন্সটল করেন তাহলে পুরো ডিস্ক ব্যবহার করুন । আর অন্য অপারেটিং সিস্টেম থাকলে পার্টিশন করে দিন । আমি কিন্তু এই টিউটরিয়াল এ ভার্চুয়াল হার্ড ড্রাইভ ব্যবহার করছি ।
সাধারনত ৩০ মিনিট লাগে ।
Stage 3
Network Configuration
virtualbox guest audition installation
vmware tools installation
backup and recovery
snapshots
আসলে আমি লেখা এই পর্যন্ত শেষ করে দিলাম । কিন্তু VMWARE TOOL কিভাবে ইন্সটল করবেন টা নিয়ে আবার এর ২ নম্বর পর্ব নিয়ে আসব ।
আর উইন্ডোজ ৭ আর ৮ এ এটি পরীক্ষিত । এক্সপি তে চলবে... তবে ৩২ বিট নিয়ে সঙ্কা থাকতে পারে
শেষ কথা
আমি জানি যারা এই ধরনের লেখা প্রথম পড়ছেন তারা একে অবাঞ্ছিত বলেই ধরে নেবেন । কিন্তু আপনি লিনাক্স ব্যবহার কারি হলে সন্দেহাতীত ভাবে আপনি আনন্দ পাবেন ।
এরকম অনেক কিছু পাবেন >http://www.facebook.com/cy133r এ
আর আমাকে পাবেন > http://www.facebook.com/techfreak.unknown এ
আল্লাহ হাফেয
COPYRIGHT © > রাশেদ রাহুল
আমি রাশেদ রাহুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 53 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আমি Back Track ডাউনলোড করে রেখেছি, কিন্তু এই তার ব্যবহার থিক মত না জানায় ব্যবহার করতে পারছি না।
আমার skype ID: abdulla.mamun76
দয়া করে skype রিকুএস্ট দিবেন।