Introduction:
আমি এই ২২ পর্বের টিউনটায় আপনাদের দেখাবো কিভাবে গুগল গ্লাসের মত একটি স্মার্ট গ্লাস বানাতে হয়।আশা করি এরকম টিউন টিটিতে আগে কখনো হইনি।
আমি যে স্মার্ট গ্লাস টা দেখাতে যাচ্ছি তা গুগল গ্লাস থেকে কিছুটা ভিন্ন কিন্ত কাজ এবং পেরফরমেঞ্চ সম্পূর্ণ এক।এর একটি ফটো দিলাম।
আমি এর এক প্রান্ত স্থিতিশীল রাখতে নোস ব্রিজ ব্যবহার করেছি এবং অন্য প্রান্তে নিরাপদ করার জন্য মাথার পিছনে একটি স্প্রিং ব্যান্ড ব্যবস্থা দিয়েছি। ডিসপ্লে মাউন্টের বাইরের দিক ওই সাইডের কানে দিয়েছি যাতে গ্লাস টা চোখের সামনে ফিক্স থাকে।
এই গ্লাস বানাতে সার্কিট বার্ডের কোন প্রয়োজন নেই...........................
স্টেপ ০১: ম্যভু ক্রিস্টাল ভিডিও গ্লাস (Myvu Crystal video glasses) খুঁজে নিন
এগোল কালো এবং বাদামি এই দুই কালারে পাওয়া যাই।এই গ্লাসগুলো খুব স্লিম।আমি যা করতে যাচ্ছি তার জন্য আদর্শ।
স্টেপ ২:
একটি গেমিং হেডসেট কিনুন।নিচের ডিজাইনের যেকোনো হেডসেট চলবে
Step 3:
ভিডিও গ্লাসের যে সাইড আপনি ইউস করতে চান সে সাইডের আরম কেটে নিন।বেশী কাটবেন না তার গুলো কেটে গেলে নষ্ট হয়ে যাবে। তাই তারগুলো থেকে ১ সেমি দূরে কাটুন না হলে তারগুলো কেটে গেলে পুরোটাই নষ্ট হয়ে যাবে।এখনও না বুঝলে ফটোটা দেখেন।
সবগুলো স্টেপস আগেভাগে দেখুন আমার ব্লগে (আমার ব্লগে পোস্টগুলো ইংরেজিতে দেয়া বাংলাই পোস্টগুলো শুধুমাত্র টেকটিউনসে দেয়া হবে।)
আমি হেহে হিহি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জোহ
আপনি আর কয়বার পর্ব-১ দেবেন ?