যা যা লাগবেঃ
১. টি-শার্ট
২. ট্র্যান্সফার পেপার (টেক্সটাইল)
৩.আয়রন (ইস্ত্রি) অথবা হিট প্রেস
৪. ফটো প্রিন্টার/লেজার প্রিন্টার/Inkjet printer
ব্যাস...... আর কিছু লাগবে না কাজ শুরু করা যাকঃ
১.কল্পনাপ্রবণ হোনঃ আপনি আপনার টি-শার্টের জন্য ইলেসট্রেটরে অথবা যেকোনো সফটওয়্যারে একটি সুন্দর ডিজাইন তৈরি করুন অথবা নিজের ইচ্ছেমত কিছু কথা লিখে দিন।
২.টি-শার্ট টি নিনঃ আপনার পছন্দ মত টি-শার্ট টি নিন এবং ভালো করে ওয়াশ করে নিন যাতে করে এটাতে কোন ময়লা না হয়।
৩. প্রিন্টিংঃ আপনার কাঙ্ক্ষিত ফটোটি মিরর এফেক্ট দিয়ে ট্র্যান্সফার পেপারে প্রিন্ট করুন।
৪.অ্যাডজাস্টমেন্টঃ প্রিন্টের পরে এক্সট্রা সাইড গুলো কেটে নিন।
৫. ট্র্যান্সফারঃ প্রিন্ট করা ট্র্যান্সফার পেপারটি নিন এবং এটি টি-শার্টটির উপর রাখুন।
৬.আয়রনিংঃ
সাধারন আয়রনঃ ট্র্যান্সফার পেপারটি টি-শার্টের উপর রেখে আয়রন করুন যতক্ষণ ফটো টি-শার্টে না উঠে আয়রন করতে থাকুন কাজ শেষ হলে আস্তে আস্তে পেপারটি তুলে নিন।
হিট প্রেসঃ আপনার যদি হিট প্রেস থাকে তাহলে কাজ একদম সোজা টি-শার্টের উপর পেপারটি রেখে প্রেস করুন ৮ সেকেন্ড রাখুন ব্যাস কাজ শেষ টি-শার্টটি বের করুন পেপারটি সরান দেখুন আপনার কাঙ্ক্ষিত ফটো টি-শার্টে......:) নোটঃ টি-শার্টে প্রিন্টের জন্য শুধু টেক্সটাইল ট্র্যান্সফার পেপারই কাজ করে।সস্তা দামি নরমাল ট্র্যান্সফার পেপারের পেছনে পরবেন না ওইগুলো দিয়ে টি-শার্টে ট্র্যান্সফার করা যাই না অইগুলু অন্য কাজের জন্য।দোকানে টেক্সটাইল ট্র্যান্সফার পেপার বলবেন না চিনলে টেক্সটাইল মিডিয়া পেপার বলবেন তাহলে পাবেন.................:) কোন সমস্যা বা কিছু জানতে হলে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে ইন্সপায়ার করবেন।
সময় পেলে আমার ব্লগটি ঘুরে আসবেন Xendroid Technologies
আমি হেহে হিহি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জোহ
joss! next post ta die den..