আপনার মনের মত টি-শার্ট, প্রিন্ট করুন সাধারন ইঙ্কজেট প্রিন্টার দিয়ে!!!!!!!!!

যা যা লাগবেঃ

১. টি-শার্ট

২. ট্র্যান্সফার পেপার (টেক্সটাইল)

৩.আয়রন (ইস্ত্রি) অথবা হিট প্রেস

৪. ফটো প্রিন্টার/লেজার প্রিন্টার/Inkjet printer

ব্যাস...... আর কিছু লাগবে না কাজ শুরু করা যাকঃ

১.কল্পনাপ্রবণ হোনঃ  আপনি আপনার টি-শার্টের জন্য ইলেসট্রেটরে অথবা যেকোনো সফটওয়্যারে একটি সুন্দর ডিজাইন তৈরি করুন অথবা নিজের ইচ্ছেমত কিছু কথা লিখে দিন।

২.টি-শার্ট টি নিনঃ আপনার পছন্দ মত টি-শার্ট টি নিন এবং ভালো করে ওয়াশ করে নিন যাতে করে এটাতে কোন ময়লা না হয়।

৩. প্রিন্টিংঃ আপনার কাঙ্ক্ষিত ফটোটি মিরর এফেক্ট দিয়ে ট্র্যান্সফার পেপারে প্রিন্ট করুন।

৪.অ্যাডজাস্টমেন্টঃ  প্রিন্টের পরে এক্সট্রা সাইড গুলো কেটে নিন।

৫. ট্র্যান্সফারঃ প্রিন্ট করা ট্র্যান্সফার পেপারটি নিন এবং এটি টি-শার্টটির উপর রাখুন।

৬.আয়রনিংঃ

সাধারন আয়রনঃ ট্র্যান্সফার পেপারটি টি-শার্টের উপর রেখে আয়রন করুন যতক্ষণ ফটো টি-শার্টে না উঠে আয়রন করতে থাকুন কাজ শেষ হলে আস্তে আস্তে পেপারটি তুলে নিন।

হিট প্রেসঃ আপনার যদি হিট প্রেস থাকে তাহলে কাজ একদম সোজা টি-শার্টের উপর পেপারটি রেখে প্রেস করুন ৮ সেকেন্ড রাখুন ব্যাস কাজ শেষ  টি-শার্টটি বের করুন পেপারটি সরান দেখুন আপনার কাঙ্ক্ষিত ফটো টি-শার্টে......:) নোটঃ টি-শার্টে প্রিন্টের জন্য শুধু টেক্সটাইল ট্র্যান্সফার পেপারই কাজ করে।সস্তা দামি নরমাল ট্র্যান্সফার পেপারের পেছনে পরবেন না ওইগুলো দিয়ে টি-শার্টে ট্র্যান্সফার করা যাই না অইগুলু অন্য কাজের জন্য।দোকানে টেক্সটাইল ট্র্যান্সফার পেপার বলবেন না চিনলে টেক্সটাইল মিডিয়া পেপার বলবেন তাহলে পাবেন.................:) কোন সমস্যা বা কিছু জানতে হলে  কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে ইন্সপায়ার করবেন।

সময় পেলে আমার ব্লগটি ঘুরে আসবেন Xendroid Technologies

Level 2

আমি হেহে হিহি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জোহ


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

joss! next post ta die den..

Level New

soboi thik ache, but aro kichu jinish details den. transfer paper er dam. koi pawa jay. t-shart ki cotton er lagbe naki sinthetic eo hobe.

ভালো হয়েছে । হাতে রং-তুলিতে করার চাইতে কম কষ্টকর ! যাই হোক, টেক্সটাইল মিডিয়া পেপার প্রতিটি কতটাকা করে । আর নিশ্চয়ই এটি A4 সাইজেরও পাওয়া যায়, তাই না ? আর রঙ্গিন প্রিন্টারের বদলে সাদাকালো দিয়েও তো কাজ চালানো যায়, কি বলেন ?

ভাই, টি-শার্ট প্রিন্ট এর ব্যাপার টা অনেক দিন দরে খুছিলাম, ধ্যনবাদ আপনাকে.
টেক্সটাইল মিডিয়া পেপার কোথায় পাওয়া যাবে একটু আইডিয়া দেন?

Level 0

ভাই ট্র্যান্সফার পেপার কতটাকা বা কোথায় পেতে পারি?

ট্র্যান্সফার পেপারের বেপার টা Details বললে ভাল হয়।

Dhaka kingba Narayanganj e kothai pawa jabe? Stationary shop e gie chilam tar to chintei parche na.

Paper-er dam ta ektu bolen!!! please.

আমার কিছু প্রশ্ন আছেঃ
১. আপনি প্রিন্টার হিসাবে ৪. ফটো প্রিন্টার/লেজার প্রিন্টার ব্যবহারের কথা বলেছেন।
এই ফটো প্রিন্টার দিয়ে কি কালার প্রিন্ট করে গেন্জিতে কালার প্রিন্ট করা যাবে?

২. আর লেজার প্রিন্টার কি আমারা সাধারনত যে সকল ঘরে বা অফিসে কম্পিউপারে সাথে লেজার প্রিন্টার ব্যবহার করি সেটা দিয়ে করলেই কি চলবে? নাকি বিশেষ ধরনের লেজার প্রিন্টার?

৩. এই ধরনের প্রিন্ট করা ছবি কতটা স্থায়ী হবে? আনুমানিক কত দিন গেন্জিতে টিকবে? এবং এই প্রিন্টের পর সেই গেন্জি কি সাধারন ভাবে সাবান বা ডিটারজেন্ট দিয়ে ধোয়া যাবে?

টেক্সটাইল মিডিয়া পেপার বাজারে কি ভাবে পাওয়া যায়?

১. এটা কি প্রতি পিস হিসাবে বিক্রি হয় না প্যাকেট হিসাবে?
২. প্রতি পিস / প্যাকেটএর মূল কত? আর প্যাকেট হিসাবে হলে প্যাকেটে কত পিস পেপার থাকে?
৩. পেপার সাইজ কত হয়?

Level New

ভাই ধন্যবাদ এইরকম একটি টপিক দেয়ার জন্য,আমি ঢাকায় কোথা হতে ট্রান্সফার পেপার ক্রয় করতে পারি???আরত একটা অনুরোধ এই ট্রান্সফার পেপার নিয়ে অন্তত যদি একটা ক্ষুদ্র টিউন করতেন তাহলে আরো বেশী ভাল হত।যেমন এটার প্রকারভেদ,মান,ব্যবহার ইত্যাদি।

Level New

vai amar office asia paper er upore. asia paper e ai paper nai. + ami jani transfer paper er jonno sublimition ink lage.

    Level 2

    আপনার টিউনটি পড়ে অনেক আশায় আজ
    আন্দরকিল্লার এশিয়া টেড্রাস ও কিছু
    দোকানে খোজ করেও transfer ppaper or
    media paper পেলাম না । plz ctg এ
    যদি কেউ পেয়ে থাকেন আমাকে একটু বলেন।

Level 0

দারুন………………প্রিয়তে নিলাম….ধন্যবাদ

Level New

আলি এক্সপ্রেস এ দেখলাম ইঙ্কজেট ট্রান্সফার পেপার রয়েছে।

একটা সাধারন ওয়াশ দিলেই ডিজাইনের দফারফা হয়ে যাবে। টেক্সটাইল ডাই আর প্রিন্টারের পিগমেন্ট এক জিনিস না। যে কোন ধরনের প্রিন্টিং এর জন্য অবশ্যই ডাই ইউজ করা লাগবে।

অনেক অনেক ধন্যবাদ ভাই, এরকম একটি টিউন ই মনে মনে খুজছিলাম!
গত তিন চার দিন ধরে গুগলে খুজছিলাম মগ এ প্রিন্ট দেয়ার ব্যাপারটি নিয়ে, তখন ট্রান্সফার পেপার/ ডিক্যাল পেপার/ মিডিয়া পেপার সম্পর্কে জানলাম, কিন্তু বাংলাদেশে পাওয়া যাবে কিনা এইটা নিয়ে একটু চিন্তায় ছিলাম… এখন তো নিশ্চিত হয়ে গেলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কাল সকালেই যাব, হরতালের জন্যে একটু সমস্যা ! কিন্তু তবুও যাব… আর ধৈর্য সইছে না।
আর হ্যাঁ… ঢাকায় মনে হয় “নয়াবাজারে” সকল প্রকার পেপারের আড়ত। যতটুকু জানি ঢাকার ষ্টেশনারী দোকানে কিছুতেই পাওয়া যাবে না!

আরেকটা হেল্প দরকার আমার প্রিন্টার এ ইপি-ডাই বেইসড কালি ব্যবহার করি যা দিয়ে সাধারন কাগজে প্রিন্ট করে কাগজ টি পানিতে ডুবালে কালি ছড়িয়ে পরে, এক্ষেত্রে ও কি এমন হবে?
পিগমেন্ত বেসড কালি ব্যবহার করলে ভাল হবে ? না ডাই বেসড?

শেষ একটা সাহায্য চাব… এন্দ্রয়েড ট্যাব এ ইউ এস বি টিভি কার্ড দিয়ে টিভি চালানোর কোন পদ্দতি জানা আছে কি?

Vi মিরর এফেক্ট kevaba dobo….. ektu janabo………. pirnt opsona khuja pache na……

vai apni bollen pepar ar dam 140/150 tk ata ki size?
dhaka te babubazar/naya bazar a peper ta paya jan but full pack dam onek.

ঢাকার নয়াবাজার / বাবু বাজার ছাড়া আর কোথায় কোথায় পাওয়া যায়?
আর… কম দামে কোথায় পাবো?

ফটোপেপার / প্রিন্টার এর কালি আনতে হলে পল্টন মোড় বেস্ট

আচ্ছা ফটোপেপারের দোকানে কি পাওয়া যাবে?

ধন্যবাদ ভাই একটি প্রয়োজনীয় টিউন । আমি আপনার কাছে আরো একটু হেল্প চাই । ভাই স্ক্রিন প্রিন্টার কোথায় পাওয়া যাবে এবং কত দাম হতে পারে একটু আইডিয়া দিতে পারেন?

Level 0

@M.H.Y. Rabib: আপনার এই পোস্ট ও কপি করা এইখান থেকে কপি করসেন http://www.dingword.com/index.php?option=com_content&view=article&id=248%3Ahow-to-make-t-shirt-by-heat-transfer-paper&catid=52%3Atransfer-printing&Itemid=151&lang=en

ভাই আপনি যে দোকান থেকে কিনছেন সেখানে একটু জিজ্ঞেস করুন ঢাকায় এটা কোথায় এবং যদি সম্ভব হয় কোন কোন দোকানে পাওয়া যেতে পারে?
আমি অনেক গুলো ষ্টেশনারী দোকানে খুজেছি। নয়াবাজার কাগজের মার্কেটে ও তন্ন তন্ন করে খুজেছি , আশাকরি আপনি আমার পরিশ্রম টা বৃথা যেতে দিবেন্না!
টি শার্ট ট্রান্সফার পেপার ঢাকার কোথায় পাওয়া যায়? ঠিকানা সহ ডিটেইলস দেন। আর পেপার এবং প্যাকেটটির ছবি, প্যাকেটের গায়ে দেয়া কোম্পানির নাম সহ জানান।
আর যদি কিছুই না পারেন আমাকে এক প্যাকেট পেপার পাঠান আমি পেপারের দাম এবং কুরিয়ারের খরচ পাঠিয়ে দেব।
উত্তরের অপেক্ষায় রইলাম। আপনার মোবাইল নাম্বার আর ফেসবুক আইডি টা কি দেয়া যাবে?

Level 2

আপনার টিউনটি পড়ে অনেক আশায় আজ আন্দরকিল্লার এশিয়া টেড্রাস ও কিছু দোকানে খোজ করেও transfer ppaper or media paper পেলাম না । plz ctg এ যদি কেউ পেয়ে থাকেন আমাকে একটু বলেন।

এটা কেমন হইল? ভাই আপনি কি আমাদের ভুল তথ্য দিয়ে অযথা সপ্ন দেখাচ্ছেন? আশাকরি উত্তর না দিয়ে ঘাপটি মেরে বসে থাকবেননা ! আমি ও আজ এই করা রোদে অনেক জায়গায় খুজেছি…!

Level New

এতো মানুষ এটা নিয়ে ঘাটাঘাটি করছে তারপরও কি কেউ সফল হতে পারছেন না? আমাকে সফল হলে কেউ বলবেন। আমি ফকিরাপুলের স্টেশনারীর দোকান গুলোতে খুজতে খুজতে হয়রান হিয়েছি। প্লীজ জানাবেন কৃতজ্ঞ থাকব। পুষ্প2013

বাংলা বাজারে আজাদ প্রোডাক্টের উপর ২য় তলায় একটি ইস্তিকারের দোকানে দেখলাম আয়রন ইস্তিকার নামে ইস্তিকার পাওয়া যায়, এক পেইজ ২৫০ টাঁকা। কিন্তু ঐ ইস্তিকারের কাগজ কোথায় পাওয়া যায় এ ব্যাপারে কিছু বলল না! তবে বলল নিউ মার্কেট এ পাওয়া যেতে পারে! কালকে সকালে নিউমার্কেট গিয়ে দেখব!
আশ্চর্য হচ্ছি যিনি এই টিউন টি করেছেন তিনি আর কোন উত্তর ই দিচ্ছেন্না!
নয়াবাজারে সেম্পল চায়! যদি একপাকেট কাগজ কুরিয়ারের মাধ্যমে পাঠাতেন তবে খুব উপকার হত।
আমি না হয় বিকাশে অগ্রিম টাঁকা টা পাঠিয়ে দেব? অথবা মোবাইল এ? যেভাবে আপনার সুবিধা হয়।

Level New

আমি নারায়ণগঞ্জে থাকি। আজ আমি নারায়ণগঞ্জে গেলাম আর সেখানে একটি কেমিকেলের দোকানে এধরনের পেপার পেলাম। দোকানদার আমাকে বলল, এটা দ্বারা গেঞ্জিতে প্রিন্ট দেওয়া যাবে। আমি আজ এনেছি। প্রিন্ট দেওয়ার পর আপনাদের যানাবো। পুষ্প2013

ভাই, টি-শার্ট প্রিন্ট এর ব্যাপার টা অনেক দিন দরে খুছিলাম, ধ্যনবাদ আপনাকে.

ভাই আমি কোথাও ট্রান্সফার পেপার পাচ্ছি না… হেল্প মি.

ভাল লাগল