ওয়ার্ডপ্রেস শিখুন খুব সহজে !!! (পর্ব -২ , ইনস্টল )

পর্ব - ১

আমি ওয়ার্ডপ্রেস নিয়ে আগে একটি পোস্ট করেছি । সেটা দেখুন উপরের লিংক টিতে ক্লিক করে । আমি এই পোস্টটিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল নিয়ে লিখছি ।

আমি আগের টিউনে wpblog ইউজার নেম ও ডেটাবেজ নেম একই দিতে বলেছিলাম । আপনার দুইটাই নিজের ইচ্ছা মত দিতে পারেন । একটা কথা খুব গুরুত্বপূর্ণ যে আপনাকে মাইস্কুল পাসওয়ার্ডটা ঠিক জানতে হবে ।

ইনস্টল করবেন কি ভাবে ?

  • আমি আগে বলেছি আপনার wordpress.zip ফাইল টি আনজিপ করতে হবে ।
  • তারপর আপনি দেখতে পারবেন সেখানে wordpress নামে একটা ফোল্ডার তৈরি হবে ।
  • এখন আপনার সাইটের url যদি http://bdaction.co.cc হয় তবে আপনি bdaction.co.cc/wordpress/ এ প্রবেশ করুন । ( এটা একটা উদাহরন ) ।
  • এবার একটা পেজ আসবে । সেখানে create a configuration file অথবা এরকম একটা ইউআরএল দেখতে পারবেন । সেটাতে ক্লিক করুন ।
  • এরপর আপনি যে পেজে আসবেন তার নিচের দিকে দেখুন LET'S GO নামে একটা লিংক আছে ।
  • ওটাতে ক্লিক করুন ।
  • এবার প্রথমে ডেটাবেজ নেম দিন ।
  • তারপর ডেটাবেজ ইউজারনেম দিন ।
  • তারপর MYSQL পাসওয়ার্ড দিন ।
  • এর পরে হোস্ট নেম । 99% হোস্ট সার্ভারই localhost হয়ে থাকে ।
  • এবার টেবিল নেম দিন । ওটা পরিবর্তন না করলেও চলে ।
  • এবার create এ ক্লিক করুন ।
  • এবার একটা পেজ আসবে ।
  • সেখানে প্রয়োজন মত ক্লিক করে NEXT পেজে যান ।
  • এখানে আপনি ব্লগের টাইটেল ও ইমেইল দিন ।
  • তারপর Next পেজে গেলে পাসওয়ার্ড পেয়ে যাবেন । আর ইউজারনেম admin .
  • আশা করি সকলেই বুঝতে পেরেছেন । সবাই কে ধন্যবাদ । আর কোন সমস্যা হলে কমেন্ট করুন ।

    এর পরে আসছে ওয়ার্ডপ্রেসে সাধারন বিষয় । এখানে আগে প্রকাশিত ।

    Level 0

    আমি Shanto sid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 239 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

    আমি ডিজিটাল ম্যান বিডি or Shanto Datta । আমি একজন ছাত্র । এখন কিছু টুকটাক ওয়েব ডিজাইন শিখছি । নিজের ব্যবহারের জন্য যে টুকু দরকার। আর সেই অল্প ঞ্জান আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব । (ধন্যবাদ)


    টিউনস


    আরও টিউনস


    টিউনারের আরও টিউনস


    টিউমেন্টস

    চলছে চলুক ………. থামবেন না যেন

      আসংখ্য ধন্যবাদ টিনটিন ভাই । আপনার প্রথম কমেন্ট পেলাম । খুব ভাল লাগছে ।

    বুজি নাই…… 🙁

      মাথাটা আপগ্রেড কর । HA HA HA HA

    Level 0

    খুবই ভাল হচ্ছে আর ও ভাল হত যদি ছবি সংযোযন করতেন। আশা করি ছবি সহ চালিয়ে যাবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

      ধন্যবাদ কমেন্ট এর জন্য । চেষ্টা করব ।

    ছবি সংযোযন করলে ভাল হত। আপনাকে ধন্যবাদ।;;)

    কাজের জিনিস। ধন্যবাদ

    আপনার মতামত শেয়ার করুন
    http://bdstocksmarket.blogspot.com/

    ভাল হচ্ছে…আশা করি আরও অনেক কিছু পাব।ধন্যবাদ Disitalman. bd

    আপনাদের সবাইকে কমেন্ট এর জন্য অসংখ্য ধন্যবাদ ।

    vhai jan host name ki lite hobe…….udhaharan dea likben ki…

      ভাই 90% হোস্ট ই লোকাল হোস্ট । আপনি localhost দিন ওটা । আশা করি পেরে যাবেন । ধন্যবাদ ।

    Level 0

    valo post

    ভাল পোস্ট আরও লিখেন আশা করি ।