WHM এর এই অংশে সাপোর্ট ইনফরমেশন সেট করে দেওয়া যাবে। আপনি যেহেতু রিসেলার, আপনার নিজের কিছু ক্লায়েন্ট থাকবে যারা আপনার সাথে নির্দিষ্ট ঠিকানায় যোগাযোগ করবে।
হোম থেকে সাপোর্ট এ ক্লিক করলে কনফিগার কাস্টমার কন্ট্যাক্ট আসবে। ওখানে Support Department,Billing Department এবং Sales Department তিনটি বিষয়ে কন্ট্যাক্ট করার জন্য আলাদা আলাদা ইনফো দেওয়ার সেকশন থাকবে। প্রত্যেকটা সেকশনই অপশনাল । ইচ্ছা হলে যেকোনটি বাদ দেয়া যাবে।
Technical Support এ সাইটের ইউআরএল দিয়ে নিচে যোগাযোগের মেইল এড্রেস দিতে হবে
নিচের মত করে-
একই ভাবে অন্য ২টা করে নেওয়া যাবে।
তারপর সেভ বাটনে ক্লিক করতে হবে।
ডব্লিউএইচএম(WHM) টিটোরিয়াল এখানেই শেষ করব। যতটুকু লিখেছি আশা করি রিসেলার গ্রাহক বা হোস্টিং ব্যবসায় আসতে আগ্রহী তাদের কাজে লাগবে।
সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানেই বিদায়। আল্লাহ হাফেয।
পোস্ট লিখেছেন টিউটোহোস্টের সাপোর্ট বিভাগে কর্তব্যরত নিলুফার ইয়াসমিন
পূর্বে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে
আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।
thanks