সুপ্রিয় বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশাকরি ভাল। কেমন চলছে আপনাদের এস কিউ এল সার্ভার টিউটোরিয়াল Practice. একটা কথা মনে রাখতে হবে আমাদের সবার যদি প্রতি নিয়ত practice না করা হয় তবে সেটা আমাদের মন থেকে মুছে যেতে বাদ্ধ। তো চলুন শুরু করি আজকের টিউনঃ
আজ আমরা এস কিউ এল সার্ভার এর অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোকপাত করবো, সেটা হল সাব-কোয়ারি। সাব কোয়ারি হল কোয়ারির মধ্যে কোয়ারি। যেমন আপনি এমন একটি কোয়ারি করতে চাচ্ছেন যেটি অন্য আরেকটি কোয়ারির সাহায্য ছাড়া বের করা সম্ভব নয়। আসুন আমরা কয়েকটি উদাহরন দেখিঃ
এখানে লক্ষ করুন আমি এমন কর্মচারির বেতন ভাতা বের করছি যার নাম রুহুল আমিন এবং এই নামটি অন্য একটি টেবিল এ রয়েছে (employeeInfo)।
এখানে এমন কোয়ারি বের করেছি যেখানে একদিকে কর্মচারির বেতন ৮০০০ টাকা হতে হবে পাশাপাশি বেতন জুলাই মাসের হতে হবে।
এবার আপডেট কোয়ারি লিখবোঃ
এখানে এমন কর্মচারির বেতন ৩৫০০ টাকা করেছি যার নাম আবু সিনহা।
এবার ডিলিট কোয়ারি লিখবোঃ
এখানে আমন কর্মচারির বেতন information delete করেছি যার বেতন ৩৫০০ টাকা, এবং যার নাম আবু সিনহা।
আজ এ পর্যন্তই। আগামী দিন আপনাদের সামনে নতুন কিছু নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেয।
আমি Shafiq। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।