ওয়েব হোস্ট ম্যানেজার WHM টিউটোরিয়াল [পর্ব-১১] :: DNS জোন পরিবর্তন করা

ওয়েব হোস্ট ম্যানেজার WHM টিউটোরিয়াল

সার্ভারে প্রত্যেক সাইটের জন্য যে DNS জোন ফাইল তৈরি হয় তার কোন তথ্য পরিবর্তন করার প্রয়োজন হলে সেটি Edit DNS zone থেকে পরিবর্তন করা যায়।
DNS জোন এর রেকর্ড বিভিন্ন কারণে পরিবর্তন করার প্রয়োজন পড়ে। তার মধ্যে একটি হল প্রাইভেট নেম সার্ভার ব্যবহার করতে হলে নেম সার্ভার পরিবর্তন করতে হয় অথবা নেম সার্ভার পরিবর্তন হয়ে গেলে ঠিক করার প্রয়োজন পড়ে। যেভাবে DNS জোন পরিবর্তন করা যায়। Edit DNS zone এ গিয়ে নির্ধারিত ডোমেইনটি সিলেক্ট করে Edit ব্লু বাটনে ক্লিক করতে হবে।

চিত্রে

dns function

edit dns zone
SOA অনুযায়ী সকল পরিবর্তনযোগ্য সেটিং করা আছে । আগের টিউটোরিয়ালে SOA এর বর্ননা দেওয়া আছে।

1st part

2nd part

নেম সার্ভার পরিবর্তন করতে হলে NS এ তা বসাতে হবে।

part3

আবার কোন ইনফো জোনে যুক্ত করতে হলে নিচের Add New Entries Below this Line এ গিয়ে তা লিখে পাশাপাশি IN এর ডাউন এরোতে ক্লিক করে SOA

সিলেক্ট করে দিলে পাশে খালি বক্স আসবে।

part4

Save বাটনে ক্লিক করে সেভ করে নিতে হবে।

পোস্ট লিখেছেন টিউটোহোস্টের সাপোর্ট বিভাগে কর্তব্যরত নিলুফার ইয়াসমিন

পূর্বে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে 

Level 0

আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল ডোমেইন কিনতে চাই, হেল্প করুন

nice post

Level 0

bangladeshi kon company ta valo