ডিএনএস ফাংশনের কাজ করতে গেলে বেশ কিছু মৌলিক বিষয় জানতে হবে।
জোন ফাইলঃ জোন ফাইল একটি টেক্সট ফাইল যেখানে ডোমেইন নামের পরিবর্তে আইপি এড্রেসের ম্যাপিং তথ্য থাকে। কোন একটি ডোমেইন সারভারে অনুমোদিত কিনা তা এই ফাইল নিশ্চিত করে। তাছাড়া সাবডোমেইন এবং নেমসারভার এবং ইমেইল ব্যবহারের অনেক তথ্যই এই ফাইলে থাকে। একটি সিপ্যানেল একাউন্ট তৈরীর সময় জোনফাইলটিও তৈরী হয়। আমরা একটি জোন ফাইলের কিছু অংশ বর্ণনা করবো।
$ORIGIN example.com. ; জোন ফাইলের শুরুতে এরকম লেখা হয় $TTL 1h example.com. IN SOA ns.example.com. username.example.com. ( 2007120710 ; জোন ফাইলের সিরিয়াল নম্বর 1d ; স্লেভ রিফ্রেশ ১ দিন 2h ; সমস্যা হলে রিট্রাই সময় ২ ঘন্টা 4w ; এক্সপায়ার ৪ সপ্তাহ 1h ; সর্বোচ্চ ক্যাশিং টাইম ) example.com. NS ns ; ns.example.com নেম সারভার example.com. NS ns.somewhere.example. ; ns.somewhere.example ব্যাকআপ নেম সারভার example.com. MX 10 mail.example.com. ; mail.example.com হলো example.com এর মেইল সারভার @ MX 20 mail2.example.com. @ MX 50 mail3 example.com. A 192.0.2.1 ; IPv4 আইপি AAAA 2001:db8:10::1 ; IPv6 আইপি ns A 192.0.2.2 ; IPv4 আইপি ns.example.com AAAA 2001:db8:10::2 ; IPv6 আইপি ns.example.com www CNAME example.com. ; www.example.com example.com এলিয়াস wwwtest CNAME www mail A 192.0.2.3 ; IPv4 আইপি mail.example.com,
পোস্ট লিখেছেন টিউটোহোস্টের সাপোর্ট বিভাগে কর্তব্যরত নিলুফার ইয়াসমিন
পূর্বে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে
আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।
valo laglo