এস কিউ এল সার্ভার ২০০৮ শিখুন ধাপে ধাপে [পর্ব-০৭] :: Advance Query

SQL সার্ভার ২০০৮ শিখুন ধাপে ধাপে

সুপ্রিয় বন্ধুরা,

কেমন আছেন সবাই? আজ আমরা এমন একটি বিষয় শিখবো যেটা হল এস কিউ এল সার্ভার এর প্রাণ সরূপ। হে বন্ধুরা যে যত ভালো Query করতে পারবে, তার Demand তত বেড়ে যাবে। Lets do it.

চলুন ২ টি টেবিল এবং তাতে কিছু ডাটা রাখা যাকঃ

বন্ধুরা এখানে আমি দুটি টেবিল তৈরি করেছি, একটি হল কর্মচারিদের বেসিক তথ্য রাখার টেবিল, যেমনঃ নাম, ঠিকানা, যোগদানের তারিখ, জন্ম তারিখ ইত্যাদি। আরেকটি টেবিল তৈরি করেছি যেখানে রয়েছে, কর্মচারিদের বেতন ভাতা ইনফরমেশন, ৩ মাসের জন্য আপাতত তৈরি করেছি, প্রয়োজনে আরো তৈরি করবো; এবার table দুটোর মধ্যে Data Insert করবোঃ

১ম টেবিল এঃ

এবার ২য় টেবিল এঃ

তো আজকের প্রথম Query:

আমি সে সমস্ত কর্মচারিদের তালিকা করতে চাচ্ছি যাদের বেতন ১০০০০ টাকা এবং যাদের যোগদানের তারিখ ২০১২ সাল এবং যাদের বেতন আগষ্ট মাসে হয়েছে শুধু তাদের তথ্য;

আশাকরি আপনারা বুঝতে পেরেছেন।

২য় Query:

আমি আগষ্ট মাসে যাদের বেতন ৫০০০ টাকা, তাদের বেতন কে বাড়িয়ে ৬৫০০ টাকা করবো, তবে শর্ত হল তাদের female হতে হবে। তো চলুন Query টা করে ফেলিঃ

তো চলুন দেখি আমাদের কাজ successful হয়েছে কিনাঃ

ইয়াহু!!!! আমাদের কাজ হয়ে গেছে।

৩য় Query: এরকম একটি Query করতে হবে যেখানে বেতন উপর নির্ভর করে কর্মচারিদের তালিকা দেখাবে। যেমন, ১০০০০ টাকা বেতন পায় কতজন কর্মচারি, ৮০০০ টাকা বেতন পায় কতজন কর্মচারি এভাবে। তো চলুন শুরু করিঃ

একদম সহজ, কি বলেন বন্ধুরা?

আপনাদের কেমন লাগছে আমার টিউন দয়াকরে জানাবেন, আপনাদের মতামত পেলে আমার কষ্টটুকু সার্থক হবে।

আজ এ পর্যন্তই থাক, আগামী দিন আবার দেখা হবে। ভালো থাকুন।

Level 2

আমি Shafiq। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আপনার টিউন যেহেতু প্রোগ্রামিং সংক্রান্ত টিউন ও টিউনে কোডের ব্যবহার রয়েছে তাই বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড যেমন HTML, CSS, JS, PHP ইত্যাদি কোড সুন্দর ও সঠিক ভাবে দেখাতে টেকটিউনসের রয়েছে নিজেস্ব “কোড হাইলাইটার”। টেকটিউনসের “কোড হাইলাইটার” কিভাবে ব্যবহার করতে হয় তা জানতে এই টিউনটি
দেখুন

ধন্যবাদ।

Level 2

ধন্যবাদ

Level 0

shafiq vai nice tune chalie jan…
ami sobgulo ee dekhchi..

Level 2

good…. be with me rafa…