এস কিউ এল সার্ভার ২০০৮ ইন্সটলেশন প্রসেস

সুপ্রিয় বন্ধুরা,

কেমন আছেন সবাই? আমাকে অনেকে প্রায়ই বলে যে এস কিউ এল সার্ভার ইন্সটল করতে পারছিনা, এ সমস্যা, ঐ সমস্যা, তাই ভাবলাম ইন্সটলেশন প্রসেস টা বন্ধুদের সাথে শেয়ার করি। জানিনা পূর্বে এ ধরনের টিউন হয়েছে কিনা, যদি হয়ে থাকে তবে রিপিটেশন করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে। তো শুরু করছিঃ (ছবিগুলো লক্ষ করুন একের পর এক)

১. ইন্সটলেশন ফাইল কপি করুনঃ

 প্রথমেই আপনি CD/DVD থেকে Installation Directory টা আপনার মেশিনের C:// ড্রাইভে কপি করুন। এতে installation process এর গতি বাড়বে। কপি করার পর ড্রাইভটি এরকম দেখাবেঃ

 

নিচের উইন্ডোটি আসবেঃ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ব্যাস, হয়ে গেল এস কিউ এল সার্ভার ইন্সটল করা। সমস্যা হলে জানাবেন। ধন্যবাদ।

Level 2

আমি Shafiq। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আলহামদুলিল্লাহ, ইন্সটলেশনটা ঠিকমত করতে পেরেছি। সুন্দর গাইডলাইনের জন্য অনেক অনেক ধন্যবাদ।