~~ টরেন্ট ফাইল ডাউনলোড হবে আরো সহজে ~~

بسم الله الرحمن الرحيم

প্রথমে সালাম নিবেন , আশা করি অনেক ভাল আছেন । পরীক্ষার ঝামেলা ও আনুষঙ্গিক কিছু জটলার জন্য লেখালিখি থেকে বিরত ছিলাম। তাই দীর্ঘ একটি বিরতি বাদে আবার একটি একটি পোস্ট লিখলাম ।

মুলত এই পোস্টে একটি ওয়েবসাইটকে তুলে ধরার চেষ্টা করব এবং সেই সাইটকে ব্যাবহার করে কিভাবে আরো সহজে এবং আর দ্রুত টরেন্ট ফাইল ডাউনলোড করবেন ।

আসলে আজকের পোস্টটি টরেন্ট ফ্রিকদের জন্য । 😀

আমারা কম বেশি সবাই টরেন্ট-এর সাথে পরিচিত । টরেন্টসাইট থেকে মুভি ,গেমস, অ্যাপ্লিকেশান ,ইবুক ,গান ডাউনলোড করে থাকি । তাই আর নতুন করে টরেন্ট কি তা তুলে ধরলাম না
সাধারন টরেন্ট ফাইল কে "বিট টরেন্ট ক্লাইট" সফটওয়্যার দ্বারা ডাউনলোড করা হয় । কিন্তু মাঝে মাঝে দেখা যায় ফাইলের হেলথ ভাল না থাকলে বা সিড না থাকলে ফাইল ডাউনলোড হতে পারে না ।
তখনটি শুরু হয় জটিলতা । যেমনঃ আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি , টরেন্ট সাইট থেকে একটা গেম ডাউনলোড করতে দিলাম । ফাইলটার সাইজ ছিল ৯ জিবি । আমি μTorrent দিয়ে নামাছিলাম ।
সারে ৪ দিনে ফাইলটা ৮৮% ডাউনলোড হয়ে সিডের অভাবে আর ডাউনলোড হচ্ছিল না 🙁 , আমার ৭.৫ জিবি পানিতে গেল :'( । পরে আমি ওটা আডিএম দিয়ে ডাউনলোড করি । 🙂
এরপর থেকে আমি টরেন্ট ফাইল Zbigz.com ভায়া IDM দিয়ে নামালেও এখন Zbigz.com-এর সার্ভিসে আমি সন্তুষ্ট নই :@ । প্রায়োসই ওয়েবসাইটটি সমস্যা করছে । উদাহরন ---

এইপর থেকে টরেন্ট ফাইল নামানোর শুরু হয় নতুন অধ্যায় । নতুন একটি সাইটটির খোঁজ পাই । যেটি আমার কাছে অনেক ভাল লেগেছে । আমার রেটিং ৯ । 😀

এটা নিরাপদ ও রিলাইবেল ।

তাছাড়া আস্থা ও বিশ্বাস খুব স্পর্শকাতর বিষয় , তাই নতুন সাইটে !! প্রথমে বিশ্বাস ও আস্থা করা যায় না । তবে আমার কথা বিশ্বাস না করে নিজ চোখে পরোখ করে নিন।

তাই এই অ্যাড-অন ও এক্সটেন্সান টি ডাউনলোড করে নিন । এটার কাজ হল আপনি কোন ওয়েবসাইটে ব্রাউস করার সময় ওই ওয়েবসাইটের তথ্য কতটুকু সত্য তা জানতে পারবেন ।(ছবির উপর ক্লিক করেন)

ফায়ারফক্স

ক্রোম

আমার দেখা ফাইল স্টিমিং সাইট হিসেবে এটা বেস্ট । কারন এতে আপনি এক সাথে ১০ জিবি ফাইল স্টিমিং করে ডাউনলোড করতে পারবেন । ফেল হবার কোন চান্স নাই 😀 , তবে আর কি চাই বলেন ??? ফিচারগুলো এক ঝলক দেখে নেওয়া যাকঃ

সে কি যাকে নিয়ে এত মাতামাতি তার নামই দেখছি বলা হয় নি 😛 সাইটটির নামঃ http://www.filestream.me

আমার বিশ্বাস আপনার টরেন্ট ফাইল ডাউনলোডের সব পূর্বের ইতিহাসকে হার নামাবে ।
এবার আসা যাক মুল কাহিনী তে ।

কি করে আপনি ডাউনলোড করবেনঃ
প্রথমে একটা ফ্রী একাউন্ট খুলবেন (মেয়াদ ৩০দিন) । তারপর ইমেলটি ওপেন করে কনফ্রামেশান লিঙ্কটি তে কিল্ক করে আইডি অ্যাক্টিভ করে নিন । তারপর লগ-ইন করেন। টরেন্ট ফাইলের শর্ট লিঙ্কটি আপলোড করবেন । তারপর কিছুখন অপেক্ষা করার পর ফাইলটা zip আকারে নামাতে পারবেন ।
সব থেকে ইন্টারস্টিং বিষয় হল এই সাইটে শর্ট লিঙ্কটি আপলোড করে আপনাকে পিসির সামনে বসে থাকতে হবে না । তারমানে , এটা অনলাইন বেজ স্টিমিং সাইট । এখন বলতে পারেন সব সাইট-ই তো এমন সুবিধা দিয়ে থাকে কিন্তু এটা একটু আমার কাছে অন্যরকম মনে হয়েছে । এখানে লিঙ্ক আপলোড হওয়া মানে আপনার অর্ধেক কাজ শেষ, যেখানে Zbigz.com-এ আপলোড করে অপেক্ষা করতে হয় । মাঝে যদি কারেন্ট যায় তবে আম ছালা সব গেছে :P,বাকিটা ওরা নিজ দায়িত্ব নিয়ে স্টিমিং করে আইডিএম দিয়ে ডাউনলোড করার উপযোগীতে করবে ।
লিঙ্ক আপলোড করে আপনি পিসি অফ করে দিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে পরতে পারেন 😛 । আধা ঘন্টা পরে পিসি অন করে দেখবেন ফাইল রেডি । 😀 ,শুধু তাই না আপনি যতক্ষণ না পর্যন্ত নিজ থেকে ডিলিট করছেন ততক্ষন পর্যন্ত অনলাইনে থাকবে । এর এখানে অনেক গুলো ফাইলকে স্টিমিং করতে পারবেন তাও আবার ১০ জিবি পর্যন্ত !!! । আর কিছু লাগে বলেন ??? এখন মনে প্রশ্ন আসতে পারে মোটামুটি সবই বলল , তবে রিজিউম নিয়ে তো কিছু জানাল না । শুধু বলব সাথেই থাকুন :P।

লগ-ইন করার পর "Download Torrent"-এ ক্লিক করেন ।

এখন শর্ট লিঙ্কটি আপলোড করার পালা , তাই "Browse"-এ ক্লিক করে কাঙ্ক্ষিত লিঙ্কটি আপলোড করি ।

১০০% আপলোড হয়ে গেলে " Download"-এ ক্লিক করি ।

স্টিমিং শুরু হয়ে গেছে 🙂 , স্টিমিং শেষ হয়ে গেলে সাইডে ছোট কম্প্রেস চিহ্ন দেখতে পাবেন ।

মজার বিষয় হল সম্পূর্ণ কাজ শেষ করে আপনার ইমেল আইডিতে এরকম একটা মেইল আসবে।

কনফ্রামমেশান মেইল পাবার পর ফাইল ডাউনলোড করবো । কম্প্রেস চিহ্নতে ক্লিক করে ডাউনলোড করবেন ।

IDM দিয়ে ডাউনলোড শুরু হবে ।

ফাইলটি জিপ ফরমেটে ডাউনলোড হবে তাই প্রথমে ডাউনলোড হবার সময় আইডিএমে রিজিউম কেপাবিলিটি 'No'দেখে আতকে ওঠার কিছু নেই । ডাউনলোড শুরু হলে ক্যানসেল করে দিন। তারপর আইডিএমে যেয়ে "রিজিউম ডাউনলোড"-এ ক্লিক করুন । ম্যাজিক দেখুন । 😀 😀 ।

রিজিউমে কোন সমস্যা হলে এই পোস্টটি আপনার জন্য ।

Have a happy torrent .

কেমন লাগল জানাতে ভুলবেন না । পরবর্তীতে হাজির হব অন্য কোন বিষয় নিয়ে , সে পর্যন্ত ভাল থাকুন , সুস্থ থাকুন আর সুন্দর রাখুন আপনার পরিবেশকে । আজ এ পর্যন্তই ।

আমাকে ফেসবুকে পাবেনঃ http://www.facebook.com/TheHearBlue

Level 0

আমি Heart Blue। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজের একটি টিউন , যদিও ট্রাই করে দেখিনি এখনও , তবে করবো একটু পর । আশা করি ভাল লাগবে । কি বলেন ?

    Level 0

    @Md Arif Hossain:

    জি অবশ্যই ট্রাই করে জানাবেন ,আমার তো অনেক ভাল লেগেছে আশা করি আপনার ও লাগবে। ধন্যবাদ আপনাকে ।

net slow থাকার কারনে পুরো টিউন টির ছবি আসছেনা ।প্রিয়তে রাখলাম পরে ভালোভাবে বুঝে try করবো। ধন্যবাদ

    Level 0

    @alihasan045: Bro , এখন দেখতে পাচ্ছেন ?? না হলে বলবেন , ধন্যবাদ আপনাকে মন্তব্য করে জানানর জন্য 🙂

জটিল জিনিস । সংগ্রহে রাখলাম।

    Level 0

    @রহিম উদ্দিন বাবু: জটিল বলছেন !!! জানিনা কোন অর্থে জটিল বলেছেন । চেস্টা করেছি সহজ ভাবে মুল বিষয় তুলে ধরতে , বুঝতে অসুবিধা হলে জানাবেন । ধন্নবাদ আপনাকে । 🙂

Level 0

valo hoyece…
But amar google chrome a pic dekha jai na.

টিউনের ছবিগুলো দেখা যাচ্ছে না নতুন করে আপলোড করার ব্যাবস্হা করুন ৤

picture nei

    Level 0

    @avijitsarkar: নতুন করে আপলোড করেছি । 🙂 ধন্যবাদ আপনাকে ।

Level 0

ছবি গুলো শো করছে না। দয়া করে আবার পোস্ট করুন।

    Level 0

    @nil cactus: জি করেছি । 🙂 ধন্যবাদ আপনাকে ।

Level 0

Zbigz.com সমস্যা থেকে পরিত্রানের ব্যাবস্থা করে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ।

    Level 0

    @mgrp: আমার এই পোস্টটি যদি আপনারদের একটুও কাজে আসে তবে নিজেক সার্থক বলে দাবি করতে পারব । ধন্যবাদ আপনাকে 🙂

Upload of Rain+Man1988+B4Y3R+avi.torrent complete দেখায় কিন্ত কোন ফাইল দেখতে পাচ্ছিনা কেন,ব্যাপারটা একটু ক্লিয়ার করেন

    Level 0

    @dipu number 2: পোস্টটি ভাল ভাবে দেখে তারপর ট্রাই করেন । 🙂

Level 0

Zbigz is the best

    Level 0

    @SHAKIL: Zbigz.com আগে ভাল ছিল , এখন আর ভাল সার্ভিস দেয় না । উপরেই তো দেখলেন । হতে পারে আপনি ওদের সার্ভিসে সন্তুষ্ট কিন্তু অন্যরা নয় । আর আমি পোস্টে কোথাও zbigz কে ‘worst’ বলিনি । mind it . ধন্যবাদ ।

Level 0

ভাই , টিউন করার জন্য ধন্যবাদ । কিন্তু মাসে ১০জিবি ব্যবহার করার থেকে জিবিগজ ব্যবহার করা আবার ভাল । এদের প্রক্সি ডিটেকশন ের ক্ষমতা যদি ভাল থাকে , তবে বার বার ইমেইল খুলে লাভ হবে না । আশা করি ইমেইল খোলা যাবে ।

টিউনটি দারুণ ! সোজা প্রিয়তে ।

    Level 0

    @Ajmir Alam: আপনি কিবুঝাতে চেয়েছেন আমি কিছুই বুঝিনি । আর যা যা বলছেন তার একটার অ ভিত্তি নেই । এজন্যই আপনাদের স্বার্থে পোস্টে ওই ওয়েবসাইটের ফিচার গুলো শেয়ার করেছি । একটু কষ্ট করে হলেও পড়ে নিবেন । মনের মাঝে কোন ভুল ধারনা তৈরি করবেন না , অনুরোধ রইল ।

    তাও একটু বলে দিচ্ছি ………… এটাতে ১০ জিবি পর্যন্ত ফাইল স্টিমিং করতে পারে । এরপর আর করতে পারবে না ।তার মানে এই নয় আপনি এক মাসে ১০ জিবি করতে পারবেন । আমি গত মাসে ৬০ জিবি ডাউনলোড করেছি , এই ওয়েবসাইট ব্যবহার করে । আর এটার সাথে প্রক্সি ডিটেকশনক ক্ষমতা অনেক বেশি ।আপনি ইমেল ওপেন করেন না , তাতে কোন সমস্যা নেই । ওরা আপানাকে ইমেল সেন্ড করে জাস্ট আপনাকে আপডেট রাখার জন্য । আর কিছু না । ইমেল ওপেন না করেও ফাইল ইজিলি ডাউনলোড করতে পারবেন । ধন্যবাদ । 🙂

Level 0

ভাই অনেক অনেক ধনবাদ এই রকম সুন্দর একটা পোস্ট করার জন্ন।ভাই আপনি যেই এডঅন্স টির কথা বললেন ওইটা আমার দরকার কিন্তু কোন ফটো আর উপর ক্লিক করব দয়া করে লিঙ্ক তি কমেন্ট এ দেন ।

    Level 0

    @patoary: bro , এখন দেখেন তো !! ফটোর নিচে লিঙ্ক দিয়ে দিয়েছি । শুধু যে ব্রাউসার ইউস করছেন/করতে চাচ্ছেন ওটার নামের উপর ক্লিক করুন । ধন্যবাদ 🙂

ধন্যবাদ,কাজ হয়ছে।আচ্ছা আপনার ডাউনলোড স্পীড দেখাচ্ছে ৩৫-৩৬/কেবি।এটা কতস্পীডে পাচ্ছেন,মানে আপনার নেট স্পীড কত তা জানতে চাচ্ছি

    Level 0

    @dipu number 2: আমার ডাউনলোড স্পীড ৪২ কেবিপিএস (IDM)। মানে ৩০০কেবিপিএস ।বিষয়টা খেয়াল করেছেন কিনা জানি না IDM দিয়ে ডাউনলোড দিলে সাথে সাথে ফুল স্পীড পাবেন না , কয়েক সেকেন্ড লাগে । ধন্যবাদ কমেন্ট করার জন্য 🙂

সুন্দর গুছিয়ে একটি কাজের জিনিস উপহার দেবার জন্য ধন্যবাদ। আমি করতে পেরেছি।

    Level 0

    @অদৃশ্য: আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্টের মাধমে ফিডবেক জানানোর জন্য । আপনার জন্য হলেও আমার পোস্ট লেখা সার্থক হয়েছে । 🙂

ভাই কষ্ট করে টিউনটি করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে

কাজ হয়েছে ছবি দেখা যাচ্ছে account খুলে torrent দিয়ে একটি মুভি নামাচ্ছি। একটা প্রশ্ন আমার ১০ জিবি শেষ হলে আমি কি নতুন account খুলে আবার ১০ জিবি নামাতে পারবো? না একবার নামালেই শেষ?

    Level 0

    @alihasan045: ধরুন আপনি ১০ টরেন্ট মুভি নামাবেন , তো এখন ১০ টা লিঙ্ক এক সাথেও আপলোড করতে পারেন অথবা ১টা ১টা করে ও আপলোড করেতে পারেন । আর যে মুভিটা ডাউনলোড করে ফেলেছেন সেটা সার্ভারে রেখে কি লাভ ?? ওখান থেকেও ডিলিট করে দিবেন । তবে ওই জায়গাটা ফাঁকা হয়ে গেল ।
    এক একাউন্ট দিয়েই আমি ৬০জিবি ডাউনলোড করেছি । আপনার ইচ্ছে হলে আরো একাউন্ট খুলতে পারেন । ধন্যবাদ 🙂

শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
এরকম আরও নতুন টিউন চাই। (y)

    Level 0

    @Mahabub Rajj: ধন্যবাদ , চেষ্টা করবো নতুন কিছু শেয়ার করতে ।

ভাই আমি টরেন্ট দিয়ে ডাউনলোড করতে চাই কন্তু টরেন্ট বিষয়ে আমি কিছুই যানিনা আপনার এই টিউনটি আমি কি ভাবে কাজে লাগাবো ভাই। আমাকে আপনার টিউন বুঝার মত অবস্থায় আসতে কি করতে হবে। অর্থাত আপনার এই টিউন তো আডভান্স দের জন্য আমার মত বিগেনারদের এই টিউন কাজে লাগাতে হলে তো টরেন্ট বিষয়ে বেসিক একটা ধারনা লাগবে না হলে তো এই টিউনটা কাজে লাগাতে পারবো না। আপনার এই টিউনের বিষয় গুলো কি বিগেনার দের উপযোগী করে আবার একটু টিউন করবেন ভাই।

আপনাকে ধন্যবাদ।

    Level 0

    @Reaz Ul Islam: আপনি এটা দেখতে পারেন “http://amanusherblog.wordpress.com/2012/11/09/%E0%A6%B8%E0%A6%B9%E0%A6%9C-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%9F%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%A1/” । এটা গেল একটা পধতি যা অনেক ধীর গতি সম্পন্ন । মানে ১ জিবি ডাউনলোড করতে ১ দিন ।

    আর আমার উপরের টিপস ফলো করে যদি ডাউনলোড করতে চান তবে ২.৫ জিবি দিনে । আবার আপনার ইচ্ছা আপনি কোনটা ফলো করবেন ।

    আমার টা ফলো করতে চাইলে ,কমেন্টে আপনার জন্য যে লিঙ্ক টা দিয়েছি তার ২ ও ৩ নং ফলো করুন , তারপর আমার উপরের পোস্ট টা ফলো করুন । আশা করি কাজ হবে , কোন সমস্যা হলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করেন , আমি চেষ্টা করবো যথা সম্ভব সাহায্য করতে । best of luck 🙂

Level 0

vai resume ta ki j kono file er jonno projojjo?

    Level 0

    @uddom1992: আপনি যে ওয়েবসাইট থেকে ফাইল টা ডাউনলোড করছে ওরা যদি রিজিউম এর ফিচার দেয় ইউসাদের জন্য তবে এটা কার্যকরী । যেমনঃ 4shared.com এ এটা কাজ করবে না । কারন ওরা রিজিউম সাপোর্ট দেয় না ফ্রী ইউসাদের জন্য । ধন্যবাদ কমেন্ট করার জন্য । 🙂

Level 0

bises dhonno bad……..

but aj vai 403 Forbidden asce.aj download korte parci na..
help lagbe vaia

    Level 0

    @uddom1992: ব্রাউজারের হিস্টরি , কুকিজ , internet cache ক্লিন করে তারপর তাই করুন বা অন্য ব্রাউজার দিয়ে ট্রাই করেন । ধন্যবাদ আপনাকে 🙂

অসাধারন একটা পোষ্ট। টরেন্ট বিষয়ে আমার ধারনা কম। কিন্তু আপনার পোষ্ট দেখে আগ্রহ বেড়েছে।

টরেন্ট ডাউনলোড করতে আমি কিছু সমস্যা ফেইস করতেছি। হেল্প করলে উপকৃত হতাম।

আমি মুলত টিউটরিয়াল ভিডিও ডাউনলোড করি। কিভাবে সার্চ করে আমার কাংখিত ভিডিও টি পাব ?