প্রথমে সালাম নিবেন , আশা করি অনেক ভাল আছেন । পরীক্ষার ঝামেলা ও আনুষঙ্গিক কিছু জটলার জন্য লেখালিখি থেকে বিরত ছিলাম। তাই দীর্ঘ একটি বিরতি বাদে আবার একটি একটি পোস্ট লিখলাম ।
মুলত এই পোস্টে একটি ওয়েবসাইটকে তুলে ধরার চেষ্টা করব এবং সেই সাইটকে ব্যাবহার করে কিভাবে আরো সহজে এবং আর দ্রুত টরেন্ট ফাইল ডাউনলোড করবেন ।
আসলে আজকের পোস্টটি টরেন্ট ফ্রিকদের জন্য । 😀
আমারা কম বেশি সবাই টরেন্ট-এর সাথে পরিচিত । টরেন্টসাইট থেকে মুভি ,গেমস, অ্যাপ্লিকেশান ,ইবুক ,গান ডাউনলোড করে থাকি । তাই আর নতুন করে টরেন্ট কি তা তুলে ধরলাম না
সাধারন টরেন্ট ফাইল কে "বিট টরেন্ট ক্লাইট" সফটওয়্যার দ্বারা ডাউনলোড করা হয় । কিন্তু মাঝে মাঝে দেখা যায় ফাইলের হেলথ ভাল না থাকলে বা সিড না থাকলে ফাইল ডাউনলোড হতে পারে না ।
তখনটি শুরু হয় জটিলতা । যেমনঃ আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি , টরেন্ট সাইট থেকে একটা গেম ডাউনলোড করতে দিলাম । ফাইলটার সাইজ ছিল ৯ জিবি । আমি μTorrent দিয়ে নামাছিলাম ।
সারে ৪ দিনে ফাইলটা ৮৮% ডাউনলোড হয়ে সিডের অভাবে আর ডাউনলোড হচ্ছিল না 🙁 , আমার ৭.৫ জিবি পানিতে গেল :'( । পরে আমি ওটা আডিএম দিয়ে ডাউনলোড করি । 🙂
এরপর থেকে আমি টরেন্ট ফাইল Zbigz.com ভায়া IDM দিয়ে নামালেও এখন Zbigz.com-এর সার্ভিসে আমি সন্তুষ্ট নই :@ । প্রায়োসই ওয়েবসাইটটি সমস্যা করছে । উদাহরন ---
এইপর থেকে টরেন্ট ফাইল নামানোর শুরু হয় নতুন অধ্যায় । নতুন একটি সাইটটির খোঁজ পাই । যেটি আমার কাছে অনেক ভাল লেগেছে । আমার রেটিং ৯ । 😀
এটা নিরাপদ ও রিলাইবেল ।
তাছাড়া আস্থা ও বিশ্বাস খুব স্পর্শকাতর বিষয় , তাই নতুন সাইটে !! প্রথমে বিশ্বাস ও আস্থা করা যায় না । তবে আমার কথা বিশ্বাস না করে নিজ চোখে পরোখ করে নিন।
তাই এই অ্যাড-অন ও এক্সটেন্সান টি ডাউনলোড করে নিন । এটার কাজ হল আপনি কোন ওয়েবসাইটে ব্রাউস করার সময় ওই ওয়েবসাইটের তথ্য কতটুকু সত্য তা জানতে পারবেন ।(ছবির উপর ক্লিক করেন)
আমার দেখা ফাইল স্টিমিং সাইট হিসেবে এটা বেস্ট । কারন এতে আপনি এক সাথে ১০ জিবি ফাইল স্টিমিং করে ডাউনলোড করতে পারবেন । ফেল হবার কোন চান্স নাই 😀 , তবে আর কি চাই বলেন ??? ফিচারগুলো এক ঝলক দেখে নেওয়া যাকঃ
সে কি যাকে নিয়ে এত মাতামাতি তার নামই দেখছি বলা হয় নি 😛 সাইটটির নামঃ http://www.filestream.me ।
আমার বিশ্বাস আপনার টরেন্ট ফাইল ডাউনলোডের সব পূর্বের ইতিহাসকে হার নামাবে ।
এবার আসা যাক মুল কাহিনী তে ।
কি করে আপনি ডাউনলোড করবেনঃ
প্রথমে একটা ফ্রী একাউন্ট খুলবেন (মেয়াদ ৩০দিন) । তারপর ইমেলটি ওপেন করে কনফ্রামেশান লিঙ্কটি তে কিল্ক করে আইডি অ্যাক্টিভ করে নিন । তারপর লগ-ইন করেন। টরেন্ট ফাইলের শর্ট লিঙ্কটি আপলোড করবেন । তারপর কিছুখন অপেক্ষা করার পর ফাইলটা zip আকারে নামাতে পারবেন ।
সব থেকে ইন্টারস্টিং বিষয় হল এই সাইটে শর্ট লিঙ্কটি আপলোড করে আপনাকে পিসির সামনে বসে থাকতে হবে না । তারমানে , এটা অনলাইন বেজ স্টিমিং সাইট । এখন বলতে পারেন সব সাইট-ই তো এমন সুবিধা দিয়ে থাকে কিন্তু এটা একটু আমার কাছে অন্যরকম মনে হয়েছে । এখানে লিঙ্ক আপলোড হওয়া মানে আপনার অর্ধেক কাজ শেষ, যেখানে Zbigz.com-এ আপলোড করে অপেক্ষা করতে হয় । মাঝে যদি কারেন্ট যায় তবে আম ছালা সব গেছে :P,বাকিটা ওরা নিজ দায়িত্ব নিয়ে স্টিমিং করে আইডিএম দিয়ে ডাউনলোড করার উপযোগীতে করবে ।
লিঙ্ক আপলোড করে আপনি পিসি অফ করে দিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে পরতে পারেন 😛 । আধা ঘন্টা পরে পিসি অন করে দেখবেন ফাইল রেডি । 😀 ,শুধু তাই না আপনি যতক্ষণ না পর্যন্ত নিজ থেকে ডিলিট করছেন ততক্ষন পর্যন্ত অনলাইনে থাকবে । এর এখানে অনেক গুলো ফাইলকে স্টিমিং করতে পারবেন তাও আবার ১০ জিবি পর্যন্ত !!! । আর কিছু লাগে বলেন ??? এখন মনে প্রশ্ন আসতে পারে মোটামুটি সবই বলল , তবে রিজিউম নিয়ে তো কিছু জানাল না । শুধু বলব সাথেই থাকুন :P।
লগ-ইন করার পর "Download Torrent"-এ ক্লিক করেন ।
এখন শর্ট লিঙ্কটি আপলোড করার পালা , তাই "Browse"-এ ক্লিক করে কাঙ্ক্ষিত লিঙ্কটি আপলোড করি ।
১০০% আপলোড হয়ে গেলে " Download"-এ ক্লিক করি ।
স্টিমিং শুরু হয়ে গেছে 🙂 , স্টিমিং শেষ হয়ে গেলে সাইডে ছোট কম্প্রেস চিহ্ন দেখতে পাবেন ।
মজার বিষয় হল সম্পূর্ণ কাজ শেষ করে আপনার ইমেল আইডিতে এরকম একটা মেইল আসবে।
কনফ্রামমেশান মেইল পাবার পর ফাইল ডাউনলোড করবো । কম্প্রেস চিহ্নতে ক্লিক করে ডাউনলোড করবেন ।
IDM দিয়ে ডাউনলোড শুরু হবে ।
ফাইলটি জিপ ফরমেটে ডাউনলোড হবে তাই প্রথমে ডাউনলোড হবার সময় আইডিএমে রিজিউম কেপাবিলিটি 'No'দেখে আতকে ওঠার কিছু নেই । ডাউনলোড শুরু হলে ক্যানসেল করে দিন। তারপর আইডিএমে যেয়ে "রিজিউম ডাউনলোড"-এ ক্লিক করুন । ম্যাজিক দেখুন । 😀 😀 ।
Have a happy torrent .
কেমন লাগল জানাতে ভুলবেন না । পরবর্তীতে হাজির হব অন্য কোন বিষয় নিয়ে , সে পর্যন্ত ভাল থাকুন , সুস্থ থাকুন আর সুন্দর রাখুন আপনার পরিবেশকে । আজ এ পর্যন্তই ।
আমাকে ফেসবুকে পাবেনঃ http://www.facebook.com/TheHearBlue
আমি Heart Blue। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাজের একটি টিউন , যদিও ট্রাই করে দেখিনি এখনও , তবে করবো একটু পর । আশা করি ভাল লাগবে । কি বলেন ?