ওয়েব হোস্ট ম্যানেজার WHM টিউটোরিয়াল [পর্ব-০৯] :: একাউন্ট আপগ্রেড এবং ডাউনগ্রেড করা

ওয়েব হোস্ট ম্যানেজার WHM টিউটোরিয়াল

কোন একাউন্টের ডিস্ক স্পেস এবং ব্যান্ডউইথ এর পরিমাণ যদি ওভার হয়ে যায় তখন একাউন্ট আপগ্রেড করার প্রয়োজন পড়ে। এছাড়া আরও অনেক কারণে প্যাকেজ আপগ্রেড করতে হয়। যেভাবে প্যাকেজ আপগ্রেড করবেন-

create an account
একাউন্ট ফাংশন(Account Functions) থেকে  আপগ্রেড/ডাউনগ্রেড(Upgrade/Downgrade an Account) এ ক্লিক করতে হবে।

upgrade
এরপর যে সাইটের প্যাকেজ আপগ্রেড করতে হবে সেটি সিলেক্ট করে মডিফাই(modify) বাটনে ক্লিক করব।

modify a

নিচের মত পেজ আসবে।

select package
সকল প্যাকেজ শো  করবে ওখান থেকে যে প্যাকেজে আপগ্রেড করতে চাই সেটি সিলেক্ট করে দিলাম।
আপগ্রেড/ডাউনগ্রেড(Upgrade/Downgrade) বাটনে ক্লিক করতে হবে।
নিচের মত টেক্সট ম্যাসেজ আসবে যেখানে ডিস্ক স্পেস এবং ব্যান্ডউইথ এর পরিমাণ,সর্বোচ্চ সাবডোমেইন, পার্কড ডোমেইন, এডন ডোমেইন ইত্যাদির এর সংখ্যা কত বাড়লো তা উল্লেখ থাকবে।

final test11

একইভাবে যে সাইটটি ডাউনগ্রেড করতে চাই সেটি সিলেক্ট করে modify বাটনে ক্লিক করতে হবে।

modify a

এরপর সকল প্যাকেজের তালিকা আসবে। সেখান থেকে যে প্যাকেজে ডাউনগ্রেড  করব সেটি সিলেক্ট করে দিয়ে Upgrade/Downgrade বাটনে ক্লিক করতে হবে।

downgrade

তাহলে ডাউনগ্রেড  কমপ্লিট হলে টেক্সট আসবে নিচের মত-

downgrade final

পোস্ট লিখেছেন টিউটোহোস্টের সাপোর্ট বিভাগে কর্তব্যরত নিলুফার ইয়াসমিন

পূর্বে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে

Level 0

আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস