আমাদের অনেক সময় হার্ড ডিস্ক এর পার্টিশন করার পার্টিশন এর জায়গা বাড়ানো বা কমানো প্রভৃতির প্রয়োজন হয় তখন আমরা কতই না সফটওয়্যার খুঁজে বেড়ায় ; কখনো কখনো আবার প্যাচ ব্যবহার করে কোন কোন সফটওয়্যার কে ফুল ভার্সন ও করে ফেলি । আজ আমি আপনাদের জন্য একটা খুব ভালো সফটওয়্যার নিয়ে এসেছি যেটা দিয়ে আপনি খুব সহজেই হার্ড ডিস্ক এর পার্টিশন এর সাইজ কমাতে বা বাড়াতে পারবেন , নতুন পার্টিশন করতে পারবেন , হার্ড ড্রাইভ কে এরর এর জন্য চেক করতে পারবেন , পার্টিশন হাইড করতে পারবেন , একটা পার্টিশন এর পুরো কপি করতে পারবেন ; আরও আছে যেগুলো ডাউনলোড করলে বুঝতে পারবেন । তাহলে আর দেরি কেন এখুনি ডাউনলোড করে নিন সফটওয়্যার টা । ডাউনলোড করতে এখানে ক্লিক করুন । তো চলুন এবার দেখি কিভাবে আপনি হার্ড ডিস্ক এর পার্টিশন বাড়াতে বা কমাতে পারবেন আর নতুন পার্টিশন তৈরি করতে পারবেন । প্রথমে দেখেনিন কি ভাবে নতুন পার্টিশন বানাতে পারবেন । নতুন পার্টিশন বানাবার জন্য আপনাকে হার্ড ডিস্ক এর কিছু জায়গা Unllocated করতে হবে । সেটা কিভাবে করবেন তার জন্য নিচের ছবি দেখুন । প্রথমে আপনি সফটওয়্যারটা ইন্সটল করে ওপেন করুন । এরপর আপনি যে ড্রাইভ থেকে জায়গা কমাতে চান সেটাতে রাইট ক্লিক করুন ( আমি D Drive থেকে জায়গা কমাবো তাই D Drive সিলেক্ট করেছি ) । এরপর দেখবেন Move/Resize বলে একটা অপশন পাবেন সেটাতে ক্লিক করুন । এরপর একটা নতুন উইন্ডো পাবেন সেখানে একটা ছবি পাবেন যেটার নিচে পার্টিশন এর সাইজ লেখা থাকবে । ছবিটাকে শেষ অথবা শুরুর প্রান্ত থেকে টানতে থাকুন , আপনার হার্ড ডিস্ক এর পার্টিশন এর সাইজ কমিয়ে যত করতে চান তত যখন চলে আসবে ( যদি না আসে তাহলে তার নিচে থাকা arrow গুলোতে ক্লিক করবেন দেখবেন একসময় পার্টিশন এর সাইজ ঠিকই আপনার মনমত চলে আসবে ) তখন ok তে ক্লিক করবেন । এরপর দেখবেন কিছু জায়গা Unllocated হয়ে গেছে । সেখানে রাইট ক্লিক করুন দেখবেন Create বলে একটা অপশন পাবেন সেটাতে ক্লিক করুন । এরপর একটা নতুন উইন্ডো পাবেন সেটাতে Lebel এর জায়গায় নাম দিন । এরপর Create as এ Primary নাকি Logical যেটা আপনার দরকার সেটা সিলেক্ট করুন । এরপর file system , cluster size দিন আর তারপর ড্রাইভ লেটার সিলেক্ট করে ok তে ক্লিক করুন । সবশেষে বামদিকে একদম উপরে থাকা Apply তে ক্লিক করুন । এরপর নিচের মত একটা উইন্ডো এলে Yes এ ক্লিক করুন আর কিছুক্ষণ অপেক্ষা করুন । ব্যাস কাজ শেষ এরপর My Computer খুলে দেখুন তো আপনার একটা নতুন পার্টিশন তৈরি হয়েছে কিনা ! এভাবে আপনি খুব সহজেই হার্ড ডিস্ক এর পার্টিশন করতে পারবেন । এরপর চলুন দেখি কিভাবে পার্টিশন সাইজ বাড়াতে পারবেন । বাড়াবার জন্য আপনাকে কিছু জায়গা Unllocated করে রাখতে হবে । উপরে যেভাবে জায়গা Unllocated করলেন ঠিক সেভাবেই Unllocated করুন । মনে রাখবেন আপনি যে ড্রাইভটার জায়গা বাড়াতে চান সেটার নিচের ড্রাইভটার থেকে জায়গা Unllocated করবেন নাহলে কিন্তু কোনো লাভ হবে না । Unllocated করা হয়ে গেলে যে ড্রাইভটার জায়গা বাড়াতে চান সেটাতে রাইট ক্লিক করুন । এরপর দেখবেন Extend বলে একটা নতুন অপশন পাবেন সেটা সিলেক্ট করুন । এরপর একটা নতুন উইন্ডো খুলবে সেখান থেকে আপনি ঠিক কতটা জায়গা বাড়াতে চান সেটা সিলেক্ট করুন , যদি পুরো Unllocated স্পেসটাকে ব্যবহার করতে চান তাহলে পুরোটা সিলেক্ট করুন । এরপর সবশেষে apply তে ক্লিক করে । এভাবে আপনি হার্ড ডিস্ক এর জায়গা কমাতে বা বাড়াতে পারবেন । আজ এ পর্যন্তই ভালো থাকবেন , অসুবিধা হলে বা টিউন এ কোন ভুল থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন । আবার দেখা হবে আর কিছুক্ষণ পরেই নতুন একটা টিউন এ (যেহেতু আমার পরিক্ষা শেষ তাই আমি এখন একদম ফ্রী) । বিদায় । ফেসবুক এ আমি ।
আমি Raja Banerjee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
উইন্ডোজের ডিস্ক ম্যানেজম্যান্টেই তো এই সুবিধাগুলো আছে। থার্ড পার্টির তো প্রয়োজন নেই।