3D Maya 2011 Training এক দম 100% FREE, বাংলা English দুটোই, 1st class
যাদের ইংলিশ problem আছে তাদের জন্য আমি বাংলা ভিডিও Tutorial বানাবো যেটা তাড়াতাড়ি হবে বলে মনে হয় অন্তত আমার কাছে। কি সবাই খুশি তো?
বাজারে Maya 2011 শিখতে গেলে কমপক্ষে ২ লাখ টাকা খরচ হবে, কিন্তু তাও আপনার পুরোপুরি শেখা হবে না। মায়া একটি মহাকাশের মত যার কোন শেষ নেই। মোটামুটি টানা ১ বছর ২-৩ ঘণ্টা করে রোজ practice করলে তবে মোটামুটি শেখা যায়।
আমি প্রথম ক্লাসে মায়া interface নিয়ে আলোচনা করেছি। এবং খুব সহজে বোঝানোর চেষ্টা করেছি। মায়া একটি জটিল সফটওয়্যার ঠিক মত practice না করলে এটাকে আয়ত্ব করা খুবই কঠিন। এর জন্য দরকার প্রথা গত শিক্ষা। আমি প্রতিটা ক্লাসে সহজ ভাবে বোঝানোর চেষ্টা করব। মায়া বাংলাতে বোঝানো খুবই কঠিন ব্যাপার। আমি তার জন্য বাংলা ভিডিও Tutorial দিয়ে দেব। আপনারা download করে দেখতে পারেন।
আমি প্রথম ক্লাসে মায়া interface নিয়ে আলোচনা করেছি। কোন অংশ টাকে কি বলে? তার একটা বেসিক আইডিয়া দিয়েছি, আশা করি ভালো লাগবে। যেমন মেনুবার সর্ম্পকে একটা idea.
পরের class এ View port সর্ম্পকে আলোচনা করব।
আমার Facebook fan page, click here
For download বাংলা ভিডিও tutorial go to Facebook Fan page
এবার আপনাদের শেখার ইচ্ছে কতটা সেটাই দেখার, আমার যা করার করেছি।
অসুবিধা হলে আমাকে email করতে পারেন, ফেসবুক এ online পাবেন Sunday মোটামুটি সারাদিন। অন্য দিন রাতে
Email- [email protected]
আমি 3drainbow। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 75 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a animation artist. I am working now in the animation professional field for five years. I have so many experiences about animation movie.
vai jan poro borte tune kobay pabo.??.o ar tune valo lagsay kena bueja lon