অনেকেই নিয়মিত টেকটিউনস ভিসিট করেন কিন্তু কোনও অ্যাকাউন্ট না থাকার ফলে টেকটিউনস এ টিউন করতে বা কমেন্ট করতে পারেন না । তাদের জন্যই আমার আজকের এই টিউন । প্রথেমে আপনার জেনে নেওয়া উচিত আপনি টেকটিউনস পরিবারের সদস্য হলে কি কি সুবিধা পাবেন , জানতে এখানে ক্লিক করুন । এবার চলুন দেখি আপনি কিভাবে টেকটিউনস এ রেজিস্টার খুলবেন । রেজিস্টার করার জন্য প্রথমেই আপনার যেটা দরকার হবে সেটা হল একটা ইমেইল অ্যাড্রেস । আপনি gmail,yahoo,hotmail,rediffmail প্রভৃতি ব্যবহার করতে পারেন তবে আমি অবশ্য ব্যক্তিগতভাবে hotmail ব্যবহার করার কথা বলব । আর কথা না বাড়িয়ে কিভাবে রেজিস্টার করবেন সেটা বলি । প্রথমে প্রতিদিন যেভাবে টেকটিউনস খুলেন সেভাবেই খুলুন । এরপর দেখবেন উপরে লেখা রয়েছে আপনিও হোন টেকটিউনার সেখানে ক্লিক করুন । এরপর একটা নতুন পেজ খুলবে সেখানে আপনার username (username টা কিন্তু পরে কোনভাবেই পরিবর্তন করা যাবে না তাই ভেবেচিন্তে username দিন) email adress দিন আর security question টার উত্তর দিন । সবকিছু ঠিকঠাক করলে দেখবেন regestration complete লেখা দেখাবে । এরপর পেজটা বন্ধ করে দিন আর আপনার email চেক করুন । দেখবেন আপনার মেইল এ টেকটিউনস থেকে নতুন মেইল পৌঁছে গেছে । সেটা ওপেন করুন । এরপর দেখবেন আপনার username আর password দেওয়া আছে মেইলটাতে আর নীচে LOGIN লিখা আছে যার পাশে একটা লিংক দেওয়া আছে । লিংকটাতে ক্লীক করুন । এরপর আপনার USERNAME আর PASSWORD আর CAPCHA CODE দিয়ে LOGIN করুন । সুবিধার জন্য PASSWORD টা কপি করুন । এরপর দেখতে পাবেন স্বাগতম ***** ( ***** হল আপনার USERNAME) সেখানে ক্লিক করুন । এরপর Yes,take me ............ page এ ক্লিক করুন । এরপর আরও একটা নতুন পেজ খুলবে সেখানে দেখবেন নিচের দিকে password বলে একটা অপশন আছে সেখানে আর তার নিচে থাকা ঘরে আপনার মনে থাকবে এমন একটা password দিন । ব্যাস কাজ শেষ এবার আপনিও কমেন্ট আর টিউন করতে পারবেন । আপনার প্রোফাইল এ কিভাবে ছবি যোগ করতে হবে জানতে আর টেকটিউনস এ কিভাবে টিউন করবেন বিস্তারিও জানতে যথাক্রমে এখানে ও এখানে ক্লিক করুন । সবশেষে টেকটিউনস এর কাছে একটা অনুরোধ করছি সেটা হল আমি এই টিউনটার স্ক্রিনশট নেবার জন্য টেকটিউনস এ একটা অ্যাকাউন্ট খুলেছি সেই অ্যাকাউন্টটা যেন টেকটিউনস এখুনি ডিলিট করে দেয় । অ্যাকাউন্টটাতে যেতে এখানে ক্লিক করুন । আশাকরি এই টিউনটা আপনাদের অনেকেরই কাজে দেবে । আজ এ পর্যন্তই সামনে দেখা হবে । ভালো থাকবেন আর কমেন্ট করবেন এই কামনা করে বিদায় নিচ্ছি । ও আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম সেটা হল টেকটিউনস এ কোনোপ্রকার টিউন বা কমেন্ট করবার আগে টেকটিউনস এর নীতিমালা গুলো অবশ্যই একবার ভালো করে পড়ে নিবেন । টেকটিউনস এর নীতিমালা গুলি পড়তে এখানে ক্লিক করুন ।
আমি Raja Banerjee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
valo jinish! ami last 2 yr sudhu techtunes porechi bt account korte parlam matro 6 month age