অনেকেই নিয়মিত টেকটিউনস ভিসিট করেন কিন্তু কোনও অ্যাকাউন্ট না থাকার ফলে টেকটিউনস এ টিউন করতে বা কমেন্ট করতে পারেন না । তাদের জন্যই আমার আজকের এই টিউন । প্রথেমে আপনার জেনে নেওয়া উচিত আপনি টেকটিউনস পরিবারের সদস্য হলে কি কি সুবিধা পাবেন , জানতে এখানে ক্লিক করুন । এবার চলুন দেখি আপনি কিভাবে টেকটিউনস এ রেজিস্টার খুলবেন । রেজিস্টার করার জন্য প্রথমেই আপনার যেটা দরকার হবে সেটা হল একটা ইমেইল অ্যাড্রেস । আপনি gmail,yahoo,hotmail,rediffmail প্রভৃতি ব্যবহার করতে পারেন তবে আমি অবশ্য ব্যক্তিগতভাবে hotmail ব্যবহার করার কথা বলব । আর কথা না বাড়িয়ে কিভাবে রেজিস্টার করবেন সেটা বলি । প্রথমে প্রতিদিন যেভাবে টেকটিউনস খুলেন সেভাবেই খুলুন । এরপর দেখবেন উপরে লেখা রয়েছে আপনিও হোন টেকটিউনার সেখানে ক্লিক করুন ।এরপর একটা নতুন পেজ খুলবে সেখানে আপনার username (username টা কিন্তু পরে কোনভাবেই পরিবর্তন করা যাবে না তাই ভেবেচিন্তে username দিন) email adress দিন আর security question টার উত্তর দিন ।
সবকিছু ঠিকঠাক করলে দেখবেন regestration complete লেখা দেখাবে । এরপর পেজটা বন্ধ করে দিন আর আপনার email চেক করুন । দেখবেন আপনার মেইল এ টেকটিউনস থেকে নতুন মেইল পৌঁছে গেছে ।
সেটা ওপেন করুন । এরপর দেখবেন আপনার username আর password দেওয়া আছে মেইলটাতে আর নীচে LOGIN লিখা আছে যার পাশে একটা লিংক দেওয়া আছে । লিংকটাতে ক্লীক করুন ।
এরপর আপনার USERNAME আর PASSWORD আর CAPCHA CODE দিয়ে LOGIN করুন । সুবিধার জন্য PASSWORD টা কপি করুন ।
এরপর দেখতে পাবেন স্বাগতম ***** ( ***** হল আপনার USERNAME) সেখানে ক্লিক করুন ।
এরপর Yes,take me ............ page এ ক্লিক করুন ।
এরপর আরও একটা নতুন পেজ খুলবে সেখানে দেখবেন নিচের দিকে password বলে একটা অপশন আছে সেখানে আর তার নিচে থাকা ঘরে আপনার মনে থাকবে এমন একটা password দিন ।
ব্যাস কাজ শেষ এবার আপনিও কমেন্ট আর টিউন করতে পারবেন । আপনার প্রোফাইল এ কিভাবে ছবি যোগ করতে হবে জানতে আর টেকটিউনস এ কিভাবে টিউন করবেন বিস্তারিও জানতে যথাক্রমে এখানে ও এখানে ক্লিক করুন । সবশেষে টেকটিউনস এর কাছে একটা অনুরোধ করছি সেটা হল আমি এই টিউনটার স্ক্রিনশট নেবার জন্য টেকটিউনস এ একটা অ্যাকাউন্ট খুলেছি সেই অ্যাকাউন্টটা যেন টেকটিউনস এখুনি ডিলিট করে দেয় । অ্যাকাউন্টটাতে যেতে এখানে ক্লিক করুন । আশাকরি এই টিউনটা আপনাদের অনেকেরই কাজে দেবে । আজ এ পর্যন্তই সামনে দেখা হবে । ভালো থাকবেন আর কমেন্ট করবেন এই কামনা করে বিদায় নিচ্ছি । ও আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম সেটা হল টেকটিউনস এ কোনোপ্রকার টিউন বা কমেন্ট করবার আগে টেকটিউনস এর নীতিমালা গুলো অবশ্যই একবার ভালো করে পড়ে নিবেন । টেকটিউনস এর নীতিমালা গুলি পড়তে এখানে ক্লিক করুন ।
আমি Raja Banerjee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
valo jinish! ami last 2 yr sudhu techtunes porechi bt account korte parlam matro 6 month age