পি এইচ পি এর ধারাবাহিক টিউটোরিয়াল:পর্ব-৩(ভ্যারিয়্যাবল)

পর্ব-১

পর্ব-২

পর্ব-৪

পর্ব-৩

Variables:

Variables হচ্ছে একটা পাত্রের মত(Container)যেখানে আমরা অনেক তথ্য রাখতে পারি।যেমন একটা টেক্সক্ট String “Hello Bangladesh” অথবা একটা integer value 100. কোন একটা Variable এ একবার তথ্য রেখে (কোন Variable এ কিছু রাখা এটাকে বলে Variable declare বা ঘোষনা)সেটা পুরো কোডজুরে বারবার ব্যাবহার করতে পারেন,মুল তথ্য(value)টি বারবার রেখার পরিবর্তে।PHP তে Variable “$” এই চিহ্নটি দিয়ে অবশ্যই শুরু করতে হবে নাহলে কাজ করবেনা।

*Variable নাম case sensitive.যেমন $a_number and $A_number দুটি আলাদা Variable PHP এর দৃষ্টিতে।

*নিম্নোক্ত ভাবে PHP তে Variable লেখা হয়

$variable_name = Value;

উপরে আলোচিতগুলোতে যদি কোন তথ্য রাখতে চাই তাহলে-

<?php
$hello = "Hello World!";
$a_number = 4;
$A_Number = 8;
?>

*PHP একটা “Loosely Typed” ল্যাংগুয়েজ তাই Variable declare করার সময় Variable এর টাইপ(ধরন) উল্লেখ না করলেও PHP নিজে থেকে Variable কে সঠিক ডেটা টাইপে রুপান্তর করে নেবে।

Variable নামকরন পদ্ধতি:

১.অবশ্যই কোন letter or “_”(under score) দিয়ে শুরু করতে হবে।

২. নামের মধ্যে alpha-numeric characters ও underscores. a-z, A-Z, 0-9, or _ . থাকতে পারে।

৩. Variable নামে স্পেস থাকা যাবেনা।যদি নাম একের অধিক হয় তাহলে “___”underscore ($my_string) অথবা বড় হাতের অক্ষরে($myString)লিখতে হবে।

PHP echo:

আগেই বলেছি ব্রাউজারে টেক্সট আউটপুট আনার জন্য PHP তে echo কমান্ডটি ব্যাবহৃত হয়।কোনো ভ্যারিয়্যাবলের আউটপুট যদি ব্রাউজারে দেখতে চাই তাহলে দেখুন নিচে কিভাবে লেখা হয়েছে।

myfirst - NetBeans IDE 6.7.1এভাবে নেটবিনস এ লিখে সেভ করে রান করান।নিচের মত আউটপুট পাবেন

mm

এভাবে আরও প্রাকটিস করুন।যেমন-

22

চলবে.......

Level 0

আমি রেজওয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুলত ওয়েব ডেভেলপার।এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে পড়ছি।www.webcoachbd.com সাইটটি ডেভেলপ ও মেইনটিনেন্স আমি করছি।আমি এই সাইটটির একমাত্র স্বত্তাধিকারী।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

VI web page design er jonno kon software ta valo hobe???
Please janaben!!!!!

    আপনি কি PHP Programmer?আসলে কি করতে চান সেটা পরিস্কার করলে সাধ্যমত একটা উত্তর দেয়া যেত।

ধন্যবাদ ভাই…..চালিয়ে যান…..

Level New

দারুন……….plz continue it……….

ধন্যবাদ। সঙ্গে আছি। চালিয়ে যাবেন আশাকরি।
আরো ধন্যবাদ এইজন্য যে আপনার লেখে দেখে মনে হচ্ছে আপনি নতুনদের কথা মাথায় রেখে লিখছেন।

    ওকে ধন্যবাদ সকলকে।শেষ পর্যন্ত continue করার ইচ্ছা আছে।