আমি আগের টিউনটি করে ছিলাম Desktop এ ঘূর্ণায়মান ঘনকের উপর।আজ আমার টিউনটি হচ্ছে Desktop এ বিভিন্ন window কে কিভাবে 3D Style এ রাখা যায়।এজন্য প্রয়োজন হবে Madotate_2.02.02 Software টি যা মাত্র 390kb।এটি পাওয়া যাবে এখান থেকে।
প্রথমে Software টি Install করতে হবে। এরপর আপনারা window এর Minimize Button এর পাশে একটি Icon দেখতে পাবেন। এতে Click করলে window টিকে আপনারা 3D Mode এ দেখতে পাবেন।
এবার Mouse এর Right Button চেপে ধরে window টিকে আপনি পছন্দমত ঘোরাতে পাবেন। Mouse এর Left Button Click করলে window টি পূর্বের অবস্থায় ফিরে যাবে।Icon এ Right Click করে এর settings ঠিক করে দিতে পারেন। আপনাদের সকলকে ধন্যবাদ।
আমি খালেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
উইন্ডোজের চেহারা আকর্ষনীয় করবে কোন সন্দেহ নেই,কিন্তু পিসির পারফরম্যান্সের জন্য এধরনের সফটওয়্যার বরাবরই avoid করি আমি।