Desktop এ উপভোগ করুন 3D Window

আমি আগের টিউনটি করে ছিলাম Desktop এ ঘূর্ণায়মান ঘনকের উপর।আজ আমার টিউনটি হচ্ছে Desktop এ বিভিন্ন window কে কিভাবে 3D Style এ রাখা যায়।এজন্য প্রয়োজন হবে Madotate_2.02.02 Software টি যা মাত্র 390kb।এটি পাওয়া যাবে এখান থেকে

3d3

প্রথমে  Software টি Install করতে হবে। এরপর আপনারা window এর Minimize Button এর পাশে একটি Icon দেখতে পাবেন। এতে Click করলে window টিকে আপনারা 3D Mode এ দেখতে পাবেন।

3d1

এবার Mouse এর Right Button চেপে ধরে window টিকে আপনি পছন্দমত ঘোরাতে পাবেন। Mouse এর Left Button Click করলে window টি পূর্বের অবস্থায় ফিরে যাবে।Icon এ Right Click করে এর settings ঠিক করে দিতে পারেন। আপনাদের সকলকে ধন্যবাদ।

Level New

আমি খালেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

উইন্ডোজের চেহারা আকর্ষনীয় করবে কোন সন্দেহ নেই,কিন্তু পিসির পারফরম্যান্সের জন্য এধরনের সফটওয়্যার বরাবরই avoid করি আমি।

ভাই Software টি খুবই ছোট এতে পিসির তেমন সমস্যা হয়না।

ভাই এটা শুধুই আকর্ষন বাড়ানোর কাজ করবে তাই এটা আমার কাছে অপ্রয়োজনীয়।আর যত ছোটই হোক না এটা যেহেতু 3d তাই পিসি একটু হলেও স্লো হওয়ার আশংকা থাকে।

ভাই এটা আপনার কাছে অপ্রয়োজনীয় হলেও অনেকেই desktop এর সুন্দর্য বৃদ্ধির জন্য এটা পছন্দ করে। আর আপনি এটি ব্যবহার না করে কিভাবে নিশ্চিত হচ্ছেন এটা পিসি slow করে। ব্যবহার করে বলুন।

জটিল পোষ্ট। ধন্যবাদ

Level 0

ভাই ফাইল টা তো ডাউনলোড হওয়ার পর extract হয় না . অন্য কোনো ডাউনলোড লিঙ্ক থাকলে দেন……

খারাপ না…. 🙂 আমি ব্যবহার করছি…

Level 0

একটু অন্য রকম কারনা পছন্দ। সবার মত আমারও। আমিও ব্যবহার করে দেখলাম। খারাপ না। ধন্যবাদ।

Level 2

ধন্যবাদ। চমৎকার একটি সফটওয়্যার শেয়ার করার জন্যে।

কিছু মনে করবেন না। অনেক টিউনেই দেখি ‘ট্যাগ’ নির্বাচনটা সঠিক হয় না। আপনার এই টিউনেরও একই অবস্থা। আপনি টিউনের বিষয় হলো, ‘Desktop এ উপভোগ করুন 3D Window’. অথচ ট্যাগ নির্বাচন করেছেন, ‘Hard Disk এর জায়গা বাঁচান অতি সহজেই, এখ টাকার হিসাব করুন আরো সহজেই!!!’ ইত্যাদি। বিষয়ের সাথে ট্যাগ এর কোন সম্পর্ক নেই। আপনার অবগতির জন্য বলছি, ‘আরও দেখুন’ অংশের টিউনগুলো ট্যাগ এর ওপর ভিত্তি করেই নির্বাচিত হয়। তাছাড়া ট্যাগ এর ওপর ভিত্তি করে টিউন অনুসন্ধানও করা যায়। সেজন্যে টিউনের বিষয়ের সাথে ট্যাগ এর মিল থাকা দরকার। আপনি ইচ্ছা করলে, থ্রিডি, 3D, ডেস্কটপ, উইন্ডো এ জাতীয় ট্যাগ ব্যবহার করতে পারতেন। তাহলে, কেউ যখন এ বিষয়ক (থ্রিডি, 3D, ডেস্কটপ, উইন্ডো) টিউন খোঁজ করতো, তখন সে আপনার টিউনটিও অনুসন্ধানকৃত টিউনের তালিকায় খুঁজে পেত। আশা করি বুঝতে পেরেছেন।