সিডিতে শিখুন হিসাব কষার সফটওয়্যার

accounting software tutorial cd

আজকাল কোনো প্রতিষ্ঠানের হিসাবরক্ষণের কাজগুলো কম্পিউটার ছাড়া প্রায় হয়ই না। বড় বড় এসব হিসাব কষার জন্য বাজারে বেশ কিছু সফটওয়্যার রয়েছে। এসব সফটওয়্যারে যেকোনো প্রতিষ্ঠানেরই হিসাবসংক্রান্ত কাজ সহজ হয়ে যায়। তবে সফটওয়্যারগুলোর ব্যবহার আগে শিখতে হবে। সম্প্রতি আইসিটি জেনারেশন হিসাবরক্ষণ সফটওয়্যার শেখার একটি মাল্টিমিডিয়া সিডি বের করেছে। এ ডিজিটাল প্রকাশনায় তিনটি সিডির মাধ্যমে হিসাবরক্ষণের বিভিন্ন পদ্ধতি, হিসাবরক্ষণের সফটওয়্যার টালির বিভিন্ন বিষয়সহ প্রতিটি খুঁটিনাটি বিষয় শব্দ-ছবি-ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে।

তিন সিডির এ প্রকাশনায় দুটি সিডিতে মোট ২২টি অধ্যায় রয়েছে। এসব অধ্যায়ে হিসাবরক্ষণের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়েছে। তৃতীয় সিডিতে রয়েছে ট্যালি এবং হিসাবরক্ষণের আরেকটি সফটওয়্যার স্মার্টের ওপর বিস্তারিত আলোচনা। কীভাবে হিসাবরক্ষণ সফটওয়্যার পরিচালনা করতে হবে, সফটওয়্যারের ব্যবহারিক কলাকৌশল, হাতে-কলমে (ম্যানুয়াল) পদ্ধতির সঙ্গে মিল রেখে কিছু জার্নালের দিকনির্দেশনাসহ মজুদ ব্যবস্থাপনা, উত্পাদন ও ট্রেডিং হিসাব ইত্যাদি শেখা যাবে এ মাল্টিমিডিয়া মাধ্যম থেকে। খুব সহজে শিখে বাস্তবে কাজ করার জন্য এতে বিস্তারিত বিভিন্ন বিষয় যোগ করা হয়েছে এবং অর্ধশতাধিক ভাউচার দেখানো হয়েছে। প্রতিটি ক্ষেত্রে আলাদাভাবে বর্ণনা দেওয়া হয়েছে, ফলে হিসাররক্ষণের বিষয়গুলো খুব সহজে শেখা যাবে।

টিউটোরিয়াল সিডি প্যাকেজটি সংগ্রহ করা যাবে কম্পিউটার সিটির বিভিন্ন সিডি স্টলে। এছাড়া ব্যাক্তিগত ভাবে যোগাযোগ করতে পারেন-

বাড়ি # বি-১৩৬, রোড # ২২, নিউ ডিওএইচএস, মহাখালী, ঢাকা-১২১২।
ফোন # ০১১৯০৮৩৯৩৬৩।
ওয়েবসাইট # http://www.ictgeneration.com

Level 0

আমি Netsoul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

prothom-alo te dekhlam

Level 0

হা। প্রথম আলো এটা নিয়ে একটা নিউজ করেছে।

ধন্যবাদ মন্তব্যের জন্য।

Level 0

nice information

download link ta dile valo hoto. email id: [email protected]