অনেক সময় নির্দিষ্ট কোন সিপ্যানেলের ডোমেইন নেম, ইউজারনেম, মেইল আইডি, বিভিন্ন কোটা ইত্যাদি পরিবর্তনের প্রয়োজন পরে। যেভাবে পরিবর্তন সম্পন্ন হয়ঃ
যে একাউন্ট মডিফাই করতে হবে সেটি নিচের ছবির মত সিলেক্ট করে দিয়ে Modify বাটনে ক্লিক করতে হবে।
নিচের মত সব ডোমেইনের লিস্ট একসাথে দেখাবে তার মধ্যে যেটা মডিফাই করতে চাই সেটা সিলেক্ট করে মডিফাই এ ক্লিক করব।
বেসিক ইনফরমেশন চার্ট দেখুন-
এখন যা যা পরিবর্তন করা যাবে-
একাউন্ট তৈরি করার সময় যে ডোমেইন নেম ব্যবহার করেছি তা চাইলে পরিবর্তন করে অন্য ডোমেইন নেম ব্যবহার করা যাবে।
যেমন- আমার আগের ডোমেইন amusingocean.comের পরিবর্তে আমি amusingocean.net দিলাম। এবার সেভ এ ক্লিক করলে নিচের মত টেক্সট আসবে এবং amusingocean.com ের অধীনে সে সকল সাবডোমেইন ছিল তাও পরিবর্তন হয়ে গেছে
Username:মাঝে মাঝে ইউজারনেম পরিবর্তন করার প্রয়োজন পরে। এখান থেকে পরিবর্তন করা যাবে।
Contact Email:গ্রাহকের মেইল আইডি পরিবর্তনের প্রয়োজন হলে এখান থেকে করা যাবে
Default Locale: এখান থেকে নির্দিষ্ট সিপ্যানেলটির ভাষা পরি বর্তন করা যাবে।
cPanel Theme :থিম পরিবর্তন করা যাবে
Resource Limits: অংশে যা থাকে
Package:কি প্যাকেজ এ আছে তা দেখা যাবে এখানে। এখান থেকে প্যাকেজ উপগ্রেড ও করা যাবে। change এ ক্লিক করলে প্যাকেজ পরিবর্তনের অপশন আসবে।
Email Accountsঃ এখান থেকে চাইলে নির্দিষ্ট সিপ্যানেলের ইমেইল একাউন্ট সংখ্যা পরিবর্তন করা যায়। একই ভাবে
FTP Accounts
Mailing Lists
SQL Databases
Subdomains
Parked Domains
Addon Domains
Mongrel Instances (Ruby on Rails)
Maximum Hourly Email by Domain Relayed
Maximum percentage of failed or deferred messages a domain may send per hour
উপরের সবগুলো পরিবর্তন করা যায়। এর পর নিচের নীল সেভ বাটনে ক্লিক করলে নিচের মত মেসেজ শো করবে।
জানতে চাইবে নির্দিষ্ট সিপ্যানেল্টি নতুন কোন প্যাকেজে আপগ্রেড করব কিনা কেননা এটার বিভিন্ন অপশনে পরিবর্তন এনেছি যা আগে ছিল সেতার চেয়ে ভিন্ন। তাই আমাদের কে procceed বাটনে ক্লিক করতে হবে।
পোস্ট লিখেছেন টিউটোহোস্টের সাপোর্ট বিভাগে কর্তব্যরত নিলুফার ইয়াসমিন
পূর্বে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে
আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।
প্রিয় টিউনার,
আপনার টিউন গুলো চেইনএ অন্তর্ভুক্ত করা হবে। তবে আপনার টিউনের ছবি গুলো ঠিক মত দেখা যাচ্ছে না। এছাড়া টিউন গুলো সঠিক ভাবে ফরমেট করা নেই। যেমন h2 এর মাধ্যমে হেডিং এর ব্যবহার। বিভিন্ন পয়েন্ট ‘বুলেট পয়েন্ট’ এর মাধ্যমে দেখানো ইত্যাদি।
আপনার চেইন টিউনের প্রতিটি পর্বের ছবি ঠিক করুন, প্রতিটি পর্ব সুন্দর করে ফরমেট করুন। টিউন সুন্দরভাবে ফরমেটের জন্য টেকটিউনসের ভিডিও টিউটোরিয়াল http://www.youtube.com/iTechtunes এর এডভান্স টিউন ভিডিওটি দেখুন।
প্রতিটি পর্বের শিরোনাম ‘টেকটিউনস সজিপ্র’ https://www.techtunes.io/faq/ এর “চেইন টিউন” অংশে উল্লেখিত নিয়ম অনুযায়ী দিন।
এ বিষয় গুলো সংশোধন করে এই টিউমেন্টটির রিপ্লাই করুন। আপনার টিউন গুলো টেকটিউনসের চেইন টিউনে অন্তভুক্ত করা হবে।
ধন্যবাদ।