টেকটিউনস এ টিউন করতে অসুবিধা ? সমাধান খুব সহজ

আজ আমি আপনাদের জন্য টেকটিউনস এ কিভাবে টিউন করবেন সে বিষয়ে টিউটোরিয়াল নিয়ে এসেছি । তাহলে চলুন দেখেনি কী ভাবে আপনি টেকটিউনস এ টিউন করতে পারবেন ।

প্রথমে টেকটিউনস খুলুন । এরপর স্বাগতম **** ( এখানে **** হল নাম যে নামটা শো করছে ) ।

নীচের ছবি দেখুন ।

এরপর POSTS এ ক্লীক করুন ।

এরপর ADD NEW তে ক্লীক করুন ।

এরপর আপনার টিউনের Heading দিন ।

এরপর আপনার পোস্ট টা লিখুন ।

এরপর ছবি আপলোড করুন । ছবি আপলোড করার জন্য আপনি যেখানে পোস্ট টা লিখেছেন তার নিচে একটা অপশন পাবেন , সেখানে থাকা Choose File এ ক্লিক করুন । এরপর আপলোড এ ক্লিক করুন ।

আপলোড হয়ে গেলে সেটাকে স্ক্রল করে নিচে নামান দেখবেন Use as Featured Image এ ক্লিক করুন ।

Category নির্বাচন করুন । দেখবেন ডান দিকে Categories আছে , সেখান থেকে একটা নির্বাচন করুন ।

এরপর Categories এর নিচে থাকা Tags অপশন থেকে 3 টে Tag নির্বাচন করুন । আপনি Choose from most used tags থেকেও Tag গুলি নির্বাচন করতে পারেন ।

ব্যাস কাজ শেষ এরপর আপনি ডানদিকে উপরে থাকা Publish এ ক্লীক করুন ।

যদি উপরের সবকটা নিয়ম ঠীক ঠাক মেনে চলেন তাহলে দেখবেন Post Published লিখবে ।

এতক্ষণ আমি আপনাদের যেটা দেখালাম সেটা হল জাস্ট বেসিক জিনিস । চলুন এবার কিছু আডভান্সড কিছু করি ।

আপনারা অনেকে জানেন না কিভাবে পোস্ট এ ছবি দিতে হয় , তাহলে চলুন সেটা একবার দেখে নি ।

ছবি দেবার জন্য প্রথমে ছবি আপলোড করুন ( যেভাবে Featured Image টা আপলোড করলেন ঠিক সে ভাবে ) ।

এরপর ছবিটা নিচে নামিয়ে যান দেখবেন Insert into post বলে একটা অপশন পাবেন । সেটাতে ক্লিক করুন ।

দেখবেন যে স্থানে আপনি Cursor টা রাখবেন যেটা Blink করছে সেখানে ছবিটা Automatically চলে আসবে ।

তো এটা গেল কিভাবে ছবি দিবেন । তো চলুন এবার দেখি কিভাবে আপনি বিভিন্ন Emotions পোস্ট এ দিবেন । তার জন্য আপনি প্রথমে  উপরে যে অপশন গুলো আছে তার শেষের টা বেছে নিন । নীচের ছবি দেখুন তাহলে ভালো বুঝতে পারবেন ।

এরপর দেখবেন নতুন একটা Window পাবেন সেখান থেকে যেটাতে একটা মুখের ছবি দেওয়া আছে সেটা বেছে নিন ।

এরপর আরও একটা পেজ খুলবে সেখান থেকে বেছে নিন আপনি কোন Emotion টা চান । এরপর সেটাতে ক্লিক করুন ।  😎

আপনার Cursor টা যে স্থানে Blink করবে সেখানে Emotion টা যাবে ।

এরপর ধরুন আপনি চান কিভাবে আপনি আপনার লেখার কোন অংশ কে কালার করবেন , তাহলে চলুন দেখি সেটা কিভাবে করতে পারবেন ।

প্রথমে আপনার লেখাটা সিলেক্ট করুন যেটা আপনি কোন স্পেশাল কালার দিতে চান । এরপর উপরে দেখবেন A বলে একটা অপশন আছে সেটাতে ক্লীক করুন । এরপর কয়েকটা রঙ দেখতে পাবেন সেটার মধ্যে একটা সিলেক্ট করুন । দেখবেন আপনার লেখাটার রঙ ঐ রঙ এর হয়ে যাবে ।

এরপর আপনি যদি কোন লেখার মধ্যে কোন লিংক দিতে চান যেমন " এখানে ক্লীক করুন " এই লেখাটাতে ক্লীক করলে লিংক চলে আসবে এর জন্য আপণাকে লেখাটা সিলেক্ট করতে হবে যেটাতে আপনি লিংক দিতে চান । এরপর উপরে দেখবেন শিকলের মত একটা ছবি । সেটাতে ক্লীক করে আপনি লিংক দিতে পারবেন ।

লিংক দিয়ে ADD LINK এ ক্লীক করবেন ব্যাস তাহলেই কাজ শেষ ।

এরপর ধরুন যদি আপনি লেখার কোন অংশ কে Bold অথবা Italic করতে চান তাহলে লেখাটা সিলেক্ট করে উপরে থাকা B (  Bold করার জন্য ) এবং  I ( Italic করার জন্য সিলেক্ট করবেন , তাহলে দেখবেন লেখাটা Bold অথবা Italic এ চলে আসবে । এছাড়া Underline করার জন্য পাশে থাকা U তে ক্লীক করবেন , আর কোন লেখা কে কেটে দেবার জন্য তার পাশে থাকা abc টা সিলেক্ট করবেন । তবে করার আগে যে লেখাটাতে আপনি এইসব করতে চান সেটা সিলেক্ট করবেন ।

আজ এই পর্যন্তই , কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ।

আর কোন অসুবিধা হলে তো আমি আছি আপনাদের জন্য ; অসুবিধাটাও কমেন্টে বলবেন ।

ভালো থাকবেন । ধন্যবাদ । শুভ রাত্রি ।

Level 0

আমি Raja Banerjee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর টিউন ধন্যবাদ যারা নতুন টিউনার তাদের টিউন করতে অনেক সুবিধা হবে।

Level 0

fatafai hoise bosssss

jotil tune onek diner sokh silo ekta tune korbo but sahose kulay ni
ekhon nischinte korte parbo B-)

bro cmnt e ki android mobile diye mention kora jay , gale kivabe ?

নতুনদের কাজে লাগবে, সুন্দর হয়েছে।

Level 2

সুন্দর হয়েছে

Level 2

কিন্তু আফসোস এইটাই যে আমার কোন পিসি নাই আর যার কারনে আমি টেকটিউন্সে টিউন করতে পারব না।

Level 3

vai joss akta tune korsen…..

অনেক ধন্যবাদ ।

অনেক সুন্দর টিউন ধন্যবাদ

Verrry Nice Tune!!!!! Thank You Brother..

osadaron !!!

Level 0

এটাইতো চাই

ভাই আপনাকে কি বলে ধন্যবাদ দিব। জান তিনটা ধন্যবাদ।
আমি এই পস্টো টা এতদিন ধরে খুছিলাম। সরাসরি প্রিয়তে দিলাম।

Level 0

Tnx tnxx tnxxx vaiaaa

ঠিক এ পোষ্টটাই খুজছিলাম এতদিন ধরে।ধন্যবাদ মানুষ ভাই।আচ্ছা আমি প্রোফাইল পিকচার দিতে পারছিনা কেন?এটা দেয়ার সিস্টেম কি?

Boss…!!! Jotil Hoise………Atai to Chayechi…….!!!

Level 2

অনেক সুন্দর টিউন ধন্যবাদ যারা নতুন টিউনার তাদের টিউন করতে অনেক সুবিধা হবে।

ভাই,আমিও অনেক কষ্ট করে টিউন করি ঠিকি,কিন্তু “প্রচুর কমেন্ট করুন”এ টাইপের কথা তো লিখি না।এমন লেখা দেখলে টিউমেন্টাররা কমেন্ট করতে বিরক্তি প্রকাশ করবেন।টিউনটা এডিট করে কথাটা একটু অন্যভাবে লিখুন।
আপনার পোষ্ট এমনিতে প্রশংসাযোগ্য হয়েছে।তাই 😎 😀

manush vai khub darkari post korechhen
amar maton natun der kaje lagbe.
eirakom arokichhu tt post jemon,kichhu problem jigassa karar comand byapar e janaben
many many tnks……….

নির্বাচিত করা হউক। ধৈর্য ধরে যে এতোগুলো স্ক্রীনশর্ট আপলোড করেছেন তাতে খুবই সুন্দর হয়েছে টিউনটি।

আপনাদের সবাই কে অনেক ধন্যবাদ ।

দেখেছেন এডিট করায় টিউনটা কেমন ভাল দেখাচ্ছে? 😀 😎
ভাই,একটু বিরক্ত করি,
-মোবাইল থেকে টিউন করলে কি টিউনের ফাঁকে ফাঁকে ছবি এড করা যায় না?
-আমি কিছুতে পোষ্ট করতে পারছি না,বুঝলাম না আমাকে কি ব্যান করা হয়েছে কিনা?
উত্তরের অপেক্ষায় রইলাম।

    @Iron maiden: mobile er bepar ta ami thik jani na. r apni jokhon tune korte parchen na tokhon bodhoy apnake ban kora hoyeche.apnar dashboard ta ki blank asche?jodi ase tahole bujhben ban kheyechen.

না,মানে পাবলিশ করতে গেলে পাবলিশ হয় না,ড্রাফটে জমা হয়।কিছুই করা যাচ্ছে না।আজকে দুটো পোষ্ট করার ইচ্ছে ছিল,করতে পারি নি। 🙁

আমি টেকটিউনসের নিয়ম মেনে থাম্বনেইল ইমেজ,ক্যাটাগরি,কমপক্ষে তিনটে ট্যাগ,শিরোনাম ও বডিতে পোষ্ট লিখে পোষ্টটা পাবলিশ করতে গেলেই ড্রাফট হয়ে যাচ্ছে। 🙁

না,না,Save draft এ ক্লিক করিনি আর কখনোই এ কাজ করিনা পোষ্ট করার সময়।

    @Iron maiden: তাহলে ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না । আপনি বরং টেকটিউনস ডেস্ক এ রিপোর্ট করুন । লিংক http://techtunes.userecho.com/

ভাই এর থেকে সুন্দ্র টিউন হতেই পারে না,প্রিয় টিউনে জুক্ত করলাম…

অনেক ধন্যবাদ ।অনেক দিন থেকে এই রকম টিউনের অপেক্ষেয় ছিলাম ।

Level New

আপনার গঠনমুলক টিউন এর জন্য ধন্যবাদ। অনেকেই এটায় উপকৃত হবে।

bangla kivabe likhbo?

Level 0

nyc tune choto

আমার টেকটিউনস জীবনের প্রথম কমেন্ট ………ভাইজান, আপনি সত্যিকার মানুষের মতো একটা দারুন করেছেন…আশা করি অনেক কিছু শিখব এই টিউন থেকে ইন-শা-আল্লাহ্……

    আমার টেকটিউনস জীবনের প্রথম কমেন্ট ………ভাইজান, আপনি সত্যিকার মানুষের মতো একটা দারুন টিউন করেছেন…আশা করি অনেক কিছু শিখব এই টিউন থেকে ইন-শা-আল্লাহ্……

কী ভাবে টেকটিউনস প্রোফাইল ছবি দিব,help me