আজ আমি আপনাদের জন্য টেকটিউনস এ কিভাবে টিউন করবেন সে বিষয়ে টিউটোরিয়াল নিয়ে এসেছি । তাহলে চলুন দেখেনি কী ভাবে আপনি টেকটিউনস এ টিউন করতে পারবেন ।
প্রথমে টেকটিউনস খুলুন । এরপর স্বাগতম **** ( এখানে **** হল নাম যে নামটা শো করছে ) ।
নীচের ছবি দেখুন ।
এরপর POSTS এ ক্লীক করুন ।
এরপর ADD NEW তে ক্লীক করুন ।
এরপর আপনার টিউনের Heading দিন ।
এরপর আপনার পোস্ট টা লিখুন ।
এরপর ছবি আপলোড করুন । ছবি আপলোড করার জন্য আপনি যেখানে পোস্ট টা লিখেছেন তার নিচে একটা অপশন পাবেন , সেখানে থাকা Choose File এ ক্লিক করুন । এরপর আপলোড এ ক্লিক করুন ।
আপলোড হয়ে গেলে সেটাকে স্ক্রল করে নিচে নামান দেখবেন Use as Featured Image এ ক্লিক করুন ।
Category নির্বাচন করুন । দেখবেন ডান দিকে Categories আছে , সেখান থেকে একটা নির্বাচন করুন ।
এরপর Categories এর নিচে থাকা Tags অপশন থেকে 3 টে Tag নির্বাচন করুন । আপনি Choose from most used tags থেকেও Tag গুলি নির্বাচন করতে পারেন ।
ব্যাস কাজ শেষ এরপর আপনি ডানদিকে উপরে থাকা Publish এ ক্লীক করুন ।
যদি উপরের সবকটা নিয়ম ঠীক ঠাক মেনে চলেন তাহলে দেখবেন Post Published লিখবে ।
এতক্ষণ আমি আপনাদের যেটা দেখালাম সেটা হল জাস্ট বেসিক জিনিস । চলুন এবার কিছু আডভান্সড কিছু করি ।
আপনারা অনেকে জানেন না কিভাবে পোস্ট এ ছবি দিতে হয় , তাহলে চলুন সেটা একবার দেখে নি ।
ছবি দেবার জন্য প্রথমে ছবি আপলোড করুন ( যেভাবে Featured Image টা আপলোড করলেন ঠিক সে ভাবে ) ।
এরপর ছবিটা নিচে নামিয়ে যান দেখবেন Insert into post বলে একটা অপশন পাবেন । সেটাতে ক্লিক করুন ।
দেখবেন যে স্থানে আপনি Cursor টা রাখবেন যেটা Blink করছে সেখানে ছবিটা Automatically চলে আসবে ।
তো এটা গেল কিভাবে ছবি দিবেন । তো চলুন এবার দেখি কিভাবে আপনি বিভিন্ন Emotions পোস্ট এ দিবেন । তার জন্য আপনি প্রথমে উপরে যে অপশন গুলো আছে তার শেষের টা বেছে নিন । নীচের ছবি দেখুন তাহলে ভালো বুঝতে পারবেন ।
এরপর দেখবেন নতুন একটা Window পাবেন সেখান থেকে যেটাতে একটা মুখের ছবি দেওয়া আছে সেটা বেছে নিন ।
এরপর আরও একটা পেজ খুলবে সেখান থেকে বেছে নিন আপনি কোন Emotion টা চান । এরপর সেটাতে ক্লিক করুন । 😎
আপনার Cursor টা যে স্থানে Blink করবে সেখানে Emotion টা যাবে ।
এরপর ধরুন আপনি চান কিভাবে আপনি আপনার লেখার কোন অংশ কে কালার করবেন , তাহলে চলুন দেখি সেটা কিভাবে করতে পারবেন ।
প্রথমে আপনার লেখাটা সিলেক্ট করুন যেটা আপনি কোন স্পেশাল কালার দিতে চান । এরপর উপরে দেখবেন A বলে একটা অপশন আছে সেটাতে ক্লীক করুন । এরপর কয়েকটা রঙ দেখতে পাবেন সেটার মধ্যে একটা সিলেক্ট করুন । দেখবেন আপনার লেখাটার রঙ ঐ রঙ এর হয়ে যাবে ।
এরপর আপনি যদি কোন লেখার মধ্যে কোন লিংক দিতে চান যেমন " এখানে ক্লীক করুন " এই লেখাটাতে ক্লীক করলে লিংক চলে আসবে এর জন্য আপণাকে লেখাটা সিলেক্ট করতে হবে যেটাতে আপনি লিংক দিতে চান । এরপর উপরে দেখবেন শিকলের মত একটা ছবি । সেটাতে ক্লীক করে আপনি লিংক দিতে পারবেন ।
লিংক দিয়ে ADD LINK এ ক্লীক করবেন ব্যাস তাহলেই কাজ শেষ ।
এরপর ধরুন যদি আপনি লেখার কোন অংশ কে Bold অথবা Italic করতে চান তাহলে লেখাটা সিলেক্ট করে উপরে থাকা B ( Bold করার জন্য ) এবং I ( Italic করার জন্য সিলেক্ট করবেন , তাহলে দেখবেন লেখাটা Bold অথবা Italic এ চলে আসবে । এছাড়া Underline করার জন্য পাশে থাকা U তে ক্লীক করবেন , আর কোন লেখা কে কেটে দেবার জন্য তার পাশে থাকা abc টা সিলেক্ট করবেন । তবে করার আগে যে লেখাটাতে আপনি এইসব করতে চান সেটা সিলেক্ট করবেন ।
আজ এই পর্যন্তই , কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ।
আর কোন অসুবিধা হলে তো আমি আছি আপনাদের জন্য ; অসুবিধাটাও কমেন্টে বলবেন ।
ভালো থাকবেন । ধন্যবাদ । শুভ রাত্রি ।
আমি Raja Banerjee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 264 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক সুন্দর টিউন ধন্যবাদ যারা নতুন টিউনার তাদের টিউন করতে অনেক সুবিধা হবে।