চলুন বানাই 3D চশমা খুব সহজে ( যা ভাবছেন তা না , একবার খুলেই দেখুন না )

এই ঠাণ্ডাতে টিউন করতে ইচ্ছাই করছে না । তাও করছি কারণ এতদিন টেকটিউনস থেকে শুধু নিয়েছি কিছু দিই নি ।
তাই এবার টেকটিউনসকে কিছু দেবার সময় । বেশী কথা বলে আপনাদের বিরক্ত না করে তাড়াতাড়ি মূল কথাই আসি। তবে আর একটা কথা বলতেই হচ্ছে যে এই চশমাটাতে আপনি মোটামুটি 3D দেখতে পাবেন , খুব ভালো দেখতে পাবেন না তবুও আশাকরি কাজ চলে যাবে ঠিকই (আমার ঠিকই চলে যাচ্ছে )। চশমাটা তৈরি করতে বেশী কিছু লাগবে না ।

  • 1) মোটা কাগজের বোর্ড । (জামাকাপড় কেনার সময় যে বাক্স থাকে)
  • ২) শেলোফীণ কাগজ একটা লাল আর একটা নীল । (বাংলাদেশ এ কী বলে ঠিক জানি না । দেখতে রঙিন প্লাস্টিক মতো । নীচে ছবি দিয়েছি )

➡ প্রথম ধাপ : প্রথমে বোর্ডটা কে কেটে চশমার মতো বানিয়ে নিন ।

➡ দ্বিতীয় ধাপ : এরপর শেলোফীণ কাগজটা কে মুড়ে চশমার কাঁচের স্থানে আটকে দিন আর তারপর পিন মেড়ে দিন। আর সবশেষে কাগজ কেটে আর পিন মেড়ে চশমার হ্যান্ডলটা বানিয়ে নিন ।

ব্যাস আপনার 3D চশমা তৈরি ।

CYBERLINK POWER DVD DOWNLOAD করে যেকোনো ভীডিও চালান । এরপর 3D তে CLICK করুন ।

ব্যাস কাজ শেষ । চশমাটা লাগিয়ে মজা নিন 3D এর ।

টেকটিউনস এর মডারেটারদের কাছে একটা অনুরোধ যে তাঁরা যেন COPY-PASTE এর ব্যাপারে কিছু করে । সেদিনকে আমী দেখলাম টেকটিউনস এর কিছু পোস্ট অন্য WEBSITE এ PUBLISH করা হয়েছে । তাই দয়া করে এই বিষয়টা নিয়ে ভেবে দেখবেন নাহলে হইত টেকটিউনস TOP WEBSITE এর লিস্ট এ আর থাকবে না , যেটা আমরা কেউই চাই না ।

পোস্টটি পড়ার জন্যে অনেক ধন্যবাদ ।

আর একটা কথা আপনারা কীভাবে টেকটিউনস এ DOWNLOAD LINK অ্যাড করেন সে ব্যাপারে আমাকে দয়াকরে হেল্প করেন । মানে আমী বলতে চাইছি "এখানে CLICK করুন" এই LINE টা তে এখানে তে CLICK করলে DOWNLOAD লিংক চলে আসে, এটা আপানরা কীভাবে করেন ? এই বিষয়ে PLEASE আমাকে হেল্প করুন।

ধন্যবাদ । আবার দেখা হবে ।

Level New

আমি b.raja973। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 178 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Ami class 10 er student.Ami Baghmundi High School e pori.Amar bari Santaldih te.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হাহা 😀 খুব একটা কঠিন ব্যাপার না। আপনি কোন পোস্ট লিখার সময় উপরের আইকন গুলোর মধ্য দেখেন একটা শিকলের মত আইকন আছে। আপনার লেখার যেই অংশে লিঙ্ক দিতে চান টা সিলেক্ট করে ওই আইকন টাতে ক্লিক করেন, তারপর আসা পপ আপ উইন্ডো তে আপনার লিঙ্ক দিয়ে দেন 🙂

“আর একটা কথা আপনারা কীভাবে টেকটিউনস এ DOWNLOAD LINK অ্যাড করেন সে ব্যাপারে আমাকে দয়াকরে হেল্প করেন ।”

আপনি নিচের কোডটি অনুসরণ করতে পারেন।
এখানে ক্লিক করুন

আশা করি কাজ হবে। ধন্যবাদ।
আর আপনার পোস্টটি খুব ভাল হয়েছে। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।

ami o jani, kono bepar e na. tobe techtunes a post korar chaya post porte valo bashi

আপনি কি DOWNLOAD LINK অ্যাড করার সমাধান পাইছেন?

ekhane apnar lekha din evabe try kore dekhen. Ashakori hoye jabe.

Level 0

vai bashundhara cineplex spiderman3d dekhe eshe 3d idea nea esshe comment koren. 3d mone jibon a dekhen nee khalee nam ee shunchen. oo ha 3d glass ta pore dekhen ..

    Level New

    @remon404: আপনার 3D চশমা আছে নাকি ? আমি এই টিউন টা করেছি তাদের জন্য যাদের 3D চশমা কেনার সামর্থ্য নেই বুঝলেন ? আর উপরেই লিখে দিয়েছি “আপনি মোটামুটি 3D দেখতে পাবেন , খুব ভালো দেখতে পাবেন না তবুও আশাকরি কাজ চলে যাবে “

Level 0

Jai hok Post Ta sadharon manusher jonno valoi….!!!

Level 0

বুঝলাম।কিন্তু ভাই comment এ “এখানে ক্লিক করুন” টাইপের লেখা গুলো কিভাবে লিখেন?যেমনঃ@অনিক সরকার লিখেছেন……”ekhane apnar lekha din” যেটা নিল কালি দিয়ে লেখা হয়ে থাকে।ভাই কেউ প্লিজ একটু শেয়ার করুন।