অনেক দিন পর আবার টিউন নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালআছেন আমি আপনাদের দোয়াই অনেক ভাল আছি পোস্ট লিখব লিখব বলে বসা হয়না ..আজ সবকিছু বাদ দিয়ে আপনাদের জন্য পোস্ট লিখতে বসে পড়লাম আজকে আপনাদের জন্য ফটোসপের একটি পর্ব
নিয়ে হাজির হয়েছি যাতে দেখাব কিভাবে টেক্সট এ ব্লাড ইফেক্ট দিতে হয় তথা একটি টেক্স হতে লাল টকটকে
রক্ত গড়িয়ে পরবে..চলুন তাহলে শুরু করা যাক .....
প্রথমে আপনার পিসিতে ফটোসপ সিএস অন করুন তার পর File – New তে গিয়ে width 600 এবং Heigth- 400
পিক্সেল এর একটি নতুন পেইজ নিবেন তারপর বেকগ্রাউন্ড কালার কাল করে নিবেন
তার পর বামপাশের টুল বাক্স থেকে
হরাইজন্টাল টাইপ টুলস (Horizontal Type Tools)টি
নিন তারপর ফন্ট সিলেক্ট করুন Arial Black সিলেক্ট করুন
ফন্ট সাইজ 72
নিন এবং ফন্ট কালার White নিন তার পর পেইজের উপর TUNEPAGE
লেখাটি লিখুন অথবা আপনার ইচ্ছামত কিছু
লিখুন .. এর পর আপনার যেটি করতে হবে সেটি হর
ক্যানবাস চেইঞ্জ করা এজন্য আপনাকে Image মেনু হতে Rotate
canvas–900CW
এ তে ক্লিক করতে হবে
এর পর আপনাকে যেই কাজটি করতে হবে সেটা
হল লেখাটির উপর একটি বাতাসের ইফেক্ট যুক্ত করা এর জন্য আপনাকে যেতে হবে ফিল্টার
মেনুতে সুতারাং Filter মেনু হতে Stylize এর Wind এ ক্লিক করে Ok করতে হবে
তারপর কিবোর্ড হতে একবার Ctrl+F দুইবার প্রেস করবেন
তারপর যেই কাজটি করতে হবে সেটি হল আবার আগের মত Image মেনু হতে Rotate canvas–900 CCW
এ তে ক্লিক করতে হবে
ফলে দেখবেন কেনবাসটি আগের অবস্থায়
ফিরে আসছে... এইবার আপনার যেই কাজটি করতে হবে সেটা
হল ব্লাড যেহেতু আকাঁবাকা হয়ে পড়বে সেই ইফেক্টটি তৈরী করতে হবে সেই জন্য আপনাকে
আবার Filter মেনু হতে Distort হতে Ripple কমান্ড এ ক্লিক
করে Amount -100%
রেখে Ok করতে হবে
এইবার কালার নির্বাচনের পালা সুতারাং
আপনার যেই কাজটি করতে হবে সেটি হল ব্যাকগ্রাউন্ট কালারটি লাল রং সিলেক্ট করে
দিতে হবে সমস্যা হলে চিত্র দেখুন...
তারপর Filter মেনু হতে Sketch হতে Stamp এ ক্লিক করে হবে Ok করতে হবে ..এইবার দেখুন আপনার কাঙ্কিত ডিজাইন তৈরী হয়ে গেছে.....
এই পোস্টটি আগে আমার ব্লগ এবং টিউনারপেইজে প্রকাশিত হয়েছে......
কেমন লাগল কমেন্ট করে জানাবেন ...আজ এই পর্যন্ত রাখছি ..পরে অন্য টিউন নিয়ে আবার দেখা হবে ...সেই পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ.....
via cs ki?kivabe open korte hoy?