Adobe Photoshop টিউটোরিয়াল [পর্ব-১২]

অনেক দিন পর আবার টিউন নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালআছেন আমি আপনাদের দোয়াই অনেক ভাল আছি পোস্ট লিখব লিখব বলে বসা হয়না ..আজ সবকিছু বাদ দিয়ে আপনাদের জন্য পোস্ট লিখতে বসে পড়লাম আজকে আপনাদের জন্য ফটোসপের একটি পর্ব নিয়ে হাজির হয়েছি যাতে দেখাব কিভাবে টেক্সট এ ব্লাড  ইফেক্ট দিতে হয় তথা একটি টেক্স হতে লাল টকটকে

রক্ত গড়িয়ে পরবে..চলুন তাহলে শুরু করা যাক .....

প্রথমে আপনার পিসিতে ফটোসপ সিএস অন করুন তার পর File – New তে গিয়ে  width 600 এবং Heigth- 400
পিক্সেল এর একটি নতুন পেইজ নিবেন তারপর বেকগ্রাউন্ড কালার কাল করে নিবেন 

 
তার পর বামপাশের টুল বাক্স থেকে
হরাইজন্টাল টাইপ টুলস (
Horizontal Type Tools)টি
নিন তারপর ফন্ট সিলেক্ট করুন
Arial Black সিলেক্ট করুন
ফন্ট সাইজ
  72
নিন এবং ফন্ট কালার
 White নিন তার পর পেইজের উপর TUNEPAGE
লেখাটি লিখুন অথবা আপনার ইচ্ছামত কিছু

লিখুন ..
এর পর আপনার যেটি করতে হবে সেটি হর
ক্যানবাস চেইঞ্জ করা এজন্য আপনাকে
Image মেনু হতে Rotate
canvas
900CW
এ তে ক্লিক করতে হবে 
 
এর পর আপনাকে যেই কাজটি করতে হবে সেটা
হল লেখাটির উপর একটি বাতাসের ইফেক্ট যুক্ত করা এর জন্য আপনাকে যেতে হবে ফিল্টার
মেনুতে সুতারাং
Filter মেনু হতে Stylize এর Wind এ ক্লিক করে Ok করতে হবে 

 

তারপর কিবোর্ড হতে একবার Ctrl+F দুইবার প্রেস করবেন 

তারপর  যেই কাজটি করতে হবে সেটি হল আবার আগের মত Image মেনু হতে Rotate canvas900 CCW
এ তে ক্লিক করতে হবে
ফলে দেখবেন কেনবাসটি আগের অবস্থায়
ফিরে আসছে...
 
এইবার আপনার যেই কাজটি করতে হবে সেটা
হল ব্লাড যেহেতু আকাঁবাকা হয়ে পড়বে সেই ইফেক্টটি তৈরী করতে হবে সেই জন্য আপনাকে
আবার
Filter মেনু হতে Distort হতে Ripple কমান্ড এ ক্লিক
করে
Amount -100%
রেখে
Ok করতে হবে 
এইবার কালার নির্বাচনের পালা সুতারাং
আপনার যেই কাজটি করতে হবে সেটি হল ব্যাকগ্রাউন্ট কালারটি লাল রং সিলেক্ট করে
দিতে  হবে সমস্যা হলে চিত্র দেখুন... 
তারপর Filter মেনু হতে Sketch হতে Stamp এ ক্লিক করে  হবে Ok করতে হবে ..এইবার দেখুন আপনার কাঙ্কিত ডিজাইন তৈরী হয়ে গেছে.....

 

 এই পোস্টটি আগে আমার ব্লগ এবং টিউনারপেইজে প্রকাশিত হয়েছে......
কেমন লাগল কমেন্ট করে জানাবেন ...আজ এই পর্যন্ত রাখছি ..পরে অন্য টিউন নিয়ে আবার দেখা হবে ...সেই পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ.....

Level 0

আমি মুক্ত বিহঙ্গ (রিজভী)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেইসবুকে আমি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

via cs ki?kivabe open korte hoy?

Level 0

vay apnar blog ar nam ki?? kon khana tutorial sob 1 satha pawa jaba. plz jana amay http://www.facebook.com/nipu123

Level 0

Valo kaj koresen, thanks. valo thakben

তারপর Filter মেনু হতে Sketch হতে Stamp এ ক্লিক করে হবে Ok করতে হবে ..এইবার দেখুন আপনার কাঙ্কিত ডিজাইন তৈরী হয়ে গেছে…..

আপনার এই Instruction CS6 এ প্রয়োগ করতে পারছি না কারন sketch নামে Filter মেনুতে কোণ Option নাই। অনুগ্রহ করে যদি সমাধান দেন কৃতজ্ঞ থাকব।

প্রিয় টিউনার,

আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

আপনার টিউন যেহেতু প্রোগ্রামিং সংক্রান্ত টিউন ও টিউনে কোডের ব্যবহার রয়েছে তাই বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড যেমন HTML, CSS, JS, PHP ইত্যাদি কোড সুন্দর ও সঠিক ভাবে দেখাতে টেকটিউনসের রয়েছে নিজেস্ব “কোড হাইলাইটার”। টেকটিউনসের “কোড হাইলাইটার” কিভাবে ব্যবহার করতে হয় তা জানতে এই টিউনটি
দেখুন

নিয়মিত চেইন টিউন করে নতুন নতুন টিউন আপনার চেইনে যুক্ত করুন এবং অসম্পূর্ণ না রেখে আপনার চেইন টিউনে নিয়মিত পূর্ণাঙ্গ রূপ দিন।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।