বিসমিল্লাহির রহমানির রাহিম সবাই কেমন আছেন আসা করি খুবই ভাল আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়াই খুবই ভাল আছি আজকে আপনাদের জন্য ফটোসফের আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের দেখাব কিভাবে ছবিকে বিভিন্ন ইফেক্টে পরিণত করা যায় এই ইফেক্ট গুলোর জন্য অনেকেই বিভিন্ন সফটওয়ার ইউজ করে আসা করি আজ থেকে কোন সফটওয়ার ইউজ করতে হবে না ফটোসফে এই কাজটি নিমিষেই করতে পারবেন …চলুন তাহলে করে ফেলি…..
আমি নিচে আগে Filter-liquefy অপসনের টুলস গুলোর পরিচিত দিয়ে দিয়েছি ঐ টুলস গুলোর মধ্যে কয়েকটির কাজ আমি দেখিয়ে দিব যে গুলো আমাদের কাজে লাগবে…. আর এখানে প্রত্যেকটি কাজ করা সময় টুলস গুলো সিলেক্ট করে মাউস দিয়ে চেপে ধরে পরিবর্তন করতে হবে…
Pucker tool দিয়ে ছবিটিকে সুন্দর ভাবে পাকার বা কুঁচিত করা যাবে অর্থাৎ ছবিটা সংকোচন করা যাবে যেমন মানুষের পেট মোটা থাকলে থাকে স্লিম বানিয়ে ফেলা যাবে আবার কারো মুখমন্ডল মোটা থাকলে তাও সুন্দর ভাবে পরিবর্তন করা যাবে… ছবি দেখুন ….
আমি মুক্ত বিহঙ্গ (রিজভী)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফেইসবুকে আমি
হুম,এগুলোযে এই অপকম্মে ব্যবহার করা যায় ভাবতে পারি নই 🙂